বিচিত্র / ৬০ বছরের নারী মিস আর্জেন্টিনা প্রতিযোগিতায়
বয়স হয়েছে ৬০ বছর। এ বয়সে জীবন হয় নিম্নমুখী। প্রস্থানযাত্রার চিন্তাও অনেকের মাথায় গেঁথে যায়। তবে বয়সটা আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের কাছে শুধুই একটি সংখ্যা মাত্র। বয়স বাড়ার পাশাপাশি সাফল্যক্ষুধাও যেন বাড়ছে তার। তাই তো বয়স জয় করা এ আইনজীবী-সাংবাদিক সম্প্রতি মিস বুয়েন্স আয়ার্স জিতেছেন। সর্বশেষ তিনি মিস আর্জেন্টিনা সুন্দরী প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন। ১৯৫৮ সালে চালু হওয়া মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় গত বছর বয়সসীমা তুলে দেওয়া হয়। এতে আলেজান্দ্রার মতো পরিণত বয়সীদেরও প্রতিযোগিতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি তরুণীদের সঙ্গে প্রতিযোগিতায় মিস বুয়েন্স আয়ার্স জিতে চমক দেখিয়েছেন। আলেজান্দ্রা বলেন, আমি সব নারীকে দেখাতে চাই যে, সৌন্দর্যের কোনো বয়স নেই এবং আমরা বাধা ভাঙতে পারি। আমি শারীরিকভাবে প্রশিক্ষণ নিয়েছি। আস্থা নিয়ে কাজ করেছি, মঞ্চে আমার দক্ষতার উন্নতি করেছি। আলেজান্দ্রার দক্ষতায় মুগ্ধ হয়ে অনেকে বলছেন, মিস আর্জেন্টিনার পর মিস ইউনিভার্সেও তার সুযোগ আছে। ২৫ মে মিস আর্জেন্টিনা অনুষ্ঠিত হবে। সূত্র: ওডিটিসেন্ট্রাল
২৬ এপ্রিল, ২০২৪

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা
ইরান-ইসরায়েল উত্তেজনায় কিছুটা শান্তভাব বিরাজ করছে। কিন্তু এ সময়ে বসে নেই পশ্চিমা শক্তি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ নানাভাবে দেশটিকে কবজা করতে চাইছে। এবার খবর এলো ইরানের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিতে আন্তর্জাতিক শক্তিকে আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হচ্ছে। আর্জেন্টিনা ইতিমধ্যে ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। এ ছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে। আর্জেন্টিনা চায়, দেশ দুটির পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে আর্জেন্টিনার হাতে সোপর্দ করে। স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বর্তমানে শ্রীলঙ্কা অবস্থান করছেন। ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সঙ্গে সরকারি সফরে তিনি সেখানে আছেন। এর আগে তিনি রাইসির সঙ্গে পাকিস্তান গেছেন। সরকারি অতিথি হয়ে গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল ‘রেড নোটিশ’জারি করেছে। কিন্তু এটি অনর্থক। রেড নোটিশের ফলে ইন্টারপোল কেবল আন্তর্জাতিক সন্ত্রাসীর ব্যাপারে সদস্য দেশগুলোতে তথ্য দিয়েছে। এখন গ্রেপ্তারের বিষয়টি স্বস্ব দেশের ইচ্ছাধীন।  আর্জেন্টিনা চায়, সরাসরি পরোয়ানা জারির মাধ্যমে আহমেদকে গ্রেপ্তার করা হোক। এদিকে এএফপির প্রতিবেদনে ভিন্ন দাবি করা হয়েছে। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার বরাতে বলা হয়, আহমেদ ওয়াহিদী এখন শ্রীলঙ্কা নেই। তিনি শ্রীলঙ্কা যাননি। মঙ্গলবার পাকিস্তান থেকে ইরানে ফিরে এসেছেন। ১৯৯৪ সালে জুইশ কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয়। আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশান বুয়েনস আইয়েরস ওই বোমা আক্রমণের জন্য ইরান ও তাদের লেবাননী সহপক্ষ হিজবুল্লাহকে দায়ী করেছে। ওই আক্রমণে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তছনছ হয়ে যায়। গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ৮৫ জন নিহত এবং ৩০০ জন আহত হন।
২৫ এপ্রিল, ২০২৪

দুই হলুদের পরও মার্তিনেজ কেন পেলেন না লাল কার্ড?
গত বছর কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বিশ্ব জয়ে আলবেসিলেস্তাদের গোলবার সামলান এমিলিয়ানো মার্তিনেজ। লুসাইলে সেই মহাকাব্যিক ফাইনালে টাইব্রেকে দুর্দান্ত সেভ করেন আর্জেন্টাইন গোলকিপার। এর আগে কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকে নেদারল্যান্ডসের দুটি শট রুখে দিয়েছিলেন তিনি। সেই টাইব্রেকেই ফরাসি ক্লাব লিলের জোড়া শট রুখে দিয়ে অ্যাস্টন ভিলাকে টেনে তুললেন ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে। দেশ ও ক্লাবের জার্সিতে টাইব্রেকে পাঁচ ম্যাচ জিতলেন মার্তিনেজ। তবে ভিন্ন দুটি কারণে এ ম্যাচে আলোচিত হয়েছেন আর্জেন্টাইন গোলকিপার। কাতার বিশ্বকাপের ফাইনালের জন্য তার প্রতি অলার্জি রয়েছে ফরাসি দর্শকদের। তাই ফ্রান্সের ক্লাব লিলের মাঠে টাইব্রেকে শট রুখে, ফরাসি সমর্থকদের চুপ থাকতে ইশারা করেন তিনি। অন্য কারণটি হচ্ছে এ ম্যাচে দুবার হলুদ কার্ড দেখলেও, তাকে কিন্তু মাঠ ছেড়ে যেতে হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? ম্যাচের ২৮ মিনিটে ঘটনার সূত্রপাত। সময় নষ্ট করার কারণে তাকে প্রথম হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি রেফারি ইভান ক্রুজলিয়াক। এরপর টাইব্রেকের মাঝে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপারকে। কিন্তু দ্বিতীয় হলুদ কার্ডের পরও অ্যাস্টন ভিলার গোলবার সামলান মার্তিনেজ। সাধারণ নিয়মে হলো, দুটি হলুদ মিলে লাল কার্ড দেওয়ার। তবে ফুটবলের অন্য একটি নিয়মের কারণে বেঁচে যান মার্তিনেজ। ফুটবলের আইনপ্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ১০ নম্বর ধারায় বলা আছে, ‘ম্যাচে (অতিরিক্ত সময়সহ) সতর্কবার্তা ও কার্ড পেনাল্টিতে (টাইব্রেকে) বিবেচিত হবে না। ম্যাচে এবং টাইব্রেকে হলুদ কার্ড দেখা ফুটবলার মাঠের বাইরে যাবেন না।’ অর্থাৎ ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দেখা হলুদ কার্ড-টাইব্রেকারে কাজে আসবে না। যদিও ম্যাচ শেষে টাইব্রেকে হলুদ কার্ড দেখানোর রেফারির ওপের ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন গোলকিপার। তিনি বলেন, ‘আমার এটা নিয়ে দুর্নাম আছে তাই, আমাকে কার্ড দেখানো হয়েছে। কারণ লিলের গোলকিপারও সময় নষ্ট করছিল। ৩০ মিনিটের আগে (২৮ মিনিট) হলুদ কার্ড দেখেছি। তখন আমরা ম্যাচটি হারের পথে ছিলাম। জানি না রেফারি তখন আমার কাছে কী প্রত্যাশা করছিলেন। এরপর  পেনাল্টি স্পটে (টাইব্রেকে) কোনো বল ছিল না। সে জন্য বল বয়ের কাছে বল চাইতে গিয়ে হলুদ কার্ড দেখতে হলো। আমি নিয়মটাই বুঝতে পারছি না।’
১৯ এপ্রিল, ২০২৪

ডেঙ্গুতে নাকাল আর্জেন্টিনা ওষুধ সংকট ভয়াবহ
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনায় মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আর্জেন্টিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে সব বয়সী নারী-পুরুষ রয়েছেন। এরই মধ্যে অনেকের মৃত্যুও ঘটেছে। খবর বিবিসির। কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্জেন্টিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪১৯ জন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার জনের। এদিকে একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ব্যাপক মূল্যস্ফীতিতে টালমাটাল আর্জেন্টিনায় ডেঙ্গুর ওষুধ দুর্লভ হয়ে ওঠায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ জনগণ। খোদ রাজধানী বুয়েন্স এইরেসের অধিকাংশ ফার্মেসি-ওষুধের দোকানে ‘ডেঙ্গুর ওষুধ নেই’—নোটিশ ঝুলছে। হাতেগোনা অল্প কয়েকটি ওষুধের দোকানে এবং অনলাইনে যদিও ওষুধ পাওয়া যাচ্ছে, তবে তার দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ফলে অধিকাংশ মানুষের সামনে বিনা চিকিৎসায় ডেঙ্গুতে ভোগা ব্যতীত আর কোনো বিকল্প থাকছে না। আর্জেন্টিনার সরকার অবশ্য শিগগির এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। অর্থমন্ত্রী মারিও রুশো বেতার সংবাদমাধ্যম রেডিও কন্টিনেন্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সাপ্লাই চেইনে কিছু সমস্যা থাকায় ওষুধের সংকট দেখা দিয়েছে। তবে এটি সাময়িক, শিগগির সমাধান করা হবে।’ তবে আর্জেন্টিনার ওষুধ কোম্পানিগুলো জানিয়েছে, কাঁচামাল সংকটের কারণে তারা ওষুধ তৈরি করতে পারছে না। এই সংকট সমাধানে আরও কয়েক মাস লাগবে বলে ধারণা তাদের। আমেরিকা মহাদেশভুক্ত দেশগুলোর স্বাস্থ্য নিরাপত্তা-সংক্রান্ত আন্তঃসরকার সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) তথ্য অনুসারে, চলতি ২০২৪ সালের প্রথম তিন মাসে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, শতকরা হিসাবে তাদের হার গত বছর ২০২৩ সালের প্রথম তিন মাসের তুলনায় অন্তত তিনগুণ বেশি।
০৬ এপ্রিল, ২০২৪

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়  
আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিলেন দলটির অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তিন মাস বিরতির পর আর্জেন্টিনার ভক্তদের সামনে সুযোগ ছিল ফুটবল বিশ্বের মহাতারকাকে আবার আলবেসিলিস্তের জার্সিতে দেখার। তবে ভক্তদের এই আশা পূরণ হয়নি।   মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোটে পড়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দে ছিল দলটির ভক্তরা। তবে মেসিহীন আর্জেন্টিনাও যে কতটুকু ভয়ংকর হতে পারে তা বুঝল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। লিওনেল স্কালোনির শিষ্যরা রীতিমতো হেসেখেলেই হারাল তাদের। শনিবার (২৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। মেসি-দিবালা ও অনান্য তারকাদের ছাড়াই মধ্য আমেরিকার দেশটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা । আলবিসেলেস্তিদের হয়ে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো।   ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার এই আক্রমণাত্মক খেলার ফল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ১৬ মিনিট পর্যন্ত। কর্নার থেকে হেডে গোল করে বিশ্বচ্যাম্পিয়নদের লিড এনে দেন রোমেরো। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ ঠিকই কাজে লাগান চেলসি তারকা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পরও ম্যাচের দৃশ্যপট পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ বজায় রাখে আর্জেন্টিনা। ৫২ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন লো সেলসো। মাঝমাঠে ছোট ছোট পাসে আক্রমণটি তৈরি করে আর্জেন্টিনা। এরপর লাওতারো মার্তিনেজের দারুণ এক অ্যাসিস্টে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন লো সেলসো। তিন গোল করেও আর্জেন্টিনা আক্রমণের ধারা বজায় রাখে। যদিও সুযোগের সঠিক ব্যবহার না করায় গোল আসেনি। ম্যাচে বল দখলেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। দাপট দেখিয়ে প্রায় ৮০ শতাংশ সময় নিজেদের দখলে রেখেছিল বল। বিপরীতে এল সালভাদরের দখলে বল ছিল মাত্র ২০ শতাংশ সময়। আর আর্জেন্টিনা যেখানে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর সেখানে শটই নিতে পেরেছে মাত্র ২টি। দুই দলের পরিসংখ্যানে বিশাল পার্থক্যেই মূলত ফুটে উঠছে ম্যাচের প্রকৃত চিত্র। আর্জেন্টিনা কিছু সহজ সুযোগ মিস না করলে এবং এল সালভাদরের রক্ষণ ও গোলরক্ষক দারুণভাবে কিছু আক্রমণ ঠেকিয়ে না দিলে ব্যবধানটা আরও বড় হতে পারত। আর্জেন্টিনার পরের ম্যাচও হবে মার্কিন মূলকে। ২৭ মার্চ দলটি খেলবে কোস্টারিকার বিপক্ষে।
২৩ মার্চ, ২০২৪

মেসিকে ছাড়া অভ্যস্ত হতে চায় আর্জেন্টিনা
কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর নায়ক যদি কেউ হয়ে থাকেন তাহলে তা বিশ্বের সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। এ কথা সবাই অকপটে স্বীকার করবে যে মেসিকে ছাড়া আর্জেন্টিনার পক্ষে হয়তো বিশ্বকাপ জেতা সম্ভব হতো না। তবে মেসির বয়স হচ্ছে, আর বেশিদিন হয়তো খেলবেন না। তাই আর্জেন্টিনার উচিত এখনই মেসিকে ছাড়া খেলতে অভ্যস্ত হওয়া এমনটাই মনে করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।    ব্রাজিলের বিপক্ষে মারকানার সেই বিতর্কিত ম্যাচের পর আগামীকাল শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় প্রথমবারের মতো মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। ম্যাচটিকে সামনে রেখে সংবাদমাধ্যমের সামনে হাজির হন আলবেসিলেস্তে কোচ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উঠে আসে নানা প্রসঙ্গ যার মধ্যে ছিল মেসির বিষয়টিও। আর্জেন্টিনার অধিনায়ক ও আট বারের ব্যালন ডি’অর জয়ীকে ইনজুরির কারণে আগামীকালের প্রীতি ম্যাচে পাবে না আর্জেন্টিনা। তার বিকল্প হিসেবে কাকে খেলানো হচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, 'মেসির কোনো বিকল্প হয় না। আমরা জানি তিনি অনন্য। আমরা এই ম্যাচে তাকে পেতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। তাকে ছাড়াই এখন আমাদের খেলতে হবে। আগেও খেলেছি এবং ভালো করেছি। এই সুযোগ মেসিকে ছাড়াই খেলার অভ্যাস করার।'       মেসি ছাড়াও স্কালোনির সামনে প্রশ্ন রাখা হয় তার ভবিষ্যৎ সম্পর্কেও। মারকানার সেই ম্যাচের পর স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন মেসি-ডি মারিয়াদের দায়িত্ব ছাড়ার। এরপর পেরিয়ে গেছে চার মাস। অবশেষে স্কালোনি জানালেন তার ওই মন্তব্যের কারণ। তিনি বলেন, 'আমি যা বলেছিলাম তা ছিল আমার চিন্তাভাবনা, বিবেচনার বিষয়। কঠিন একটি বছর কাটানোর ফলেই ওই ভাবনা এসেছিল। বিশ্বকাপ জয়ের পর কঠিন একটি বছর ছিল। কেবল ফুটবলের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও সময়টা ছিল নতুন করে ভেবে দেখার। আমরা কী করতে চাই, তা জানার এবং ভাবার সময় ছিল ওটা। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসছিল এবং আমাদের আরও দৃঢ় হতে হতো। ওই মুহূর্তে আমি এটাই বলেছিলাম।' তিনি যোগ করেন, 'বিষয়টি নিয়ে ভাবার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার দরকার ছিল। আমরা (কোচিং স্টাফ) কখনোই বলিনি যে, দায়িত্ব চালিয়ে যাব না, তবে নতুন পরিকল্পনায় কৌশল সাজাতে হতো…স্থবিরতা যেন না আসে। প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়াটাই মূল বিষয়। সেটা নিয়েই আমি উদ্বিগ্ন ছিলাম। আমার মনে হয়েছিল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা দরকার।' পরিবারও এখানে বড় একটা ব্যাপার ছিল, বললেন স্কালোনি, 'সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকে তাদের মতামত দিয়েছে। একজন ফুটবলারের জীবন মানেই পরিবার থেকে দূরে থাকা…তবে লক্ষ্য সবসময় একই থাকে, জাতীয় দলের জন্য সেরাটা করার চেষ্টা করা।’
২২ মার্চ, ২০২৪

অলিম্পিকে কঠিন গ্রুপে আর্জেন্টিনা
প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক ফ্রান্স। গ্রুপ-বি’তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইউক্রেন, মরক্কো ও এশিয়া অঞ্চলের বাছাইকৃত তৃতীয় দল। আর গ্রুপ-এ’তে ফ্রান্স পেয়েছে  যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে অফে জয়ী দল। অলিম্পিকে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের সম্ভাবনা ছিল ব্রাজিলের। কিন্তু বাছাইপর্ব পেরোতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই। এদিকে নারী ফুটবল ইভেন্টেরও ড্র অনুষ্ঠিত হয়। চারবার করে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি পড়েছে একই গ্রুপে। আর গত আসরের স্বর্ণ জেতার কানাডা খেলবে স্বাগতিক ফ্রান্সের গ্রুপে। প্যারিস অলিম্পিক ড্র (পুরুষ) গ্রুপ এ: ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফে জয়ী দল গ্রুপ বি: আর্জেন্টিনা, ইউক্রেন, মরক্কো ও এশিয়ার তৃতীয় দল গ্রুপ সি: স্পেন, মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র ও এশিয়ার দ্বিতীয় দল গ্রুপ ডি: মালি, প্যারাগুয়ে, ইসরায়েল ও এশিয়ার প্রথম দল প্যারিস অলিম্পিক ড্র (নারী) গ্রুপ এ: ফ্রান্স, কানাডা, কলম্বিয়া ও নিউজিল্যান্ড গ্রুপ বি: যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া ও সিএএফ থেকে দ্বিতীয় দল গ্রুপ সি: স্পেন, জাপান, ব্রাজিল ও সিএএফ থেকে প্রথম দল
২১ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা
এই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মার্চের ২২ ও ২৬ তারিখ মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসন্ন কোপা আমেরিকার ভেন্যু মার্কিন যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও কোস্টারিকা দলের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ও লস অ্যাঞ্জেলসের ইউনাইটেড এয়ারলাইন্স মেমোরিয়াল কলিসিয়ামে হওয়া ম্যাচ দুটির আগে অবশ্য বিশ্বচ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেয়েছে। আট বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বের এক নম্বর দলকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টিনার এই তালিসমান। রোববারের ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচেও দলে ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতেও অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ফ্লোরিডার দলটির। ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পিংকরা। লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল। আগামী ২৪ মার্চ নিউইয়র্ক রেড বুলস ও ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলতে নামবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ঐ সময়ে আর্জেন্টিনা জাতীয় দলও অবস্থান করবে যুক্তরাষ্ট্রে। স্বাভাবিকভাবে চোটের কারণে কোনো ম্যাচই খেলা সম্ভব নয় মেসির। সংবাদ সম্মেলনে মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো হাজির হলে দলের জয়ের পাশাপাশি মেসি কবে ফিরবেন সেই প্রসঙ্গও ‍উঠে আসে। যেখানে কোচ ইঙ্গিত দিয়েছেন চলতি মাসে মেসির ফেরার কোনো সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, ‘এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে মেসিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। এর আগে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’ কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
১৭ মার্চ, ২০২৪

আর্জেন্টিনা ছাড়ছেন জামাল!
বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনায় খেলতে গিয়েছিলেন জামাল ভুঁইয়া। কাতার বিশ্বকাপজয়ী দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলেন টাইগার অধিনায়ক। তবে গুঞ্জন অনুযায়ী, আর্জেন্টিনার সময় আর দীর্ঘ হচ্ছে না ডেনমার্ক প্রবাসী তারকার। আবারও বাংলাদেশের ঘরোয়া লিগে ফিরছেন জামাল।  জামাল ভূঁইয়াকে নিজের দলে টানতে চাচ্ছেন আবাহনী কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে যা এখন আলোচনার তুঙ্গে রয়েছে। এমনকি গুঞ্জন অনুযায়ী আর্জেন্টিনা ছাড়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর জার্সিতে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে এই অধিনায়ককে।   আবাহনীর ম্যানেজার নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আন্দ্রেস ক্রুসিয়ানি জামাল ভূঁইয়াকে দলে চাইছেন। তার সঙ্গে কথাও বলেছেন কোচ। কিন্তু আমার জামালের সঙ্গে এখনও কোনো কথা হয়নি। আবাহনীও কোচের চাহিদার কারণে জামালের সঙ্গে বসতে যাচ্ছে।’ ২০২৩ সালে সোল দে মায়োর সঙ্গে চুক্তি করেছিল জামাল। ১৮ মাসের চুক্তি ছিল দুপক্ষের মধ্যে। যা চলতি বছরের আগস্টে শেষ হবে। ক্লাবটির জার্সিতে মোট ৬টি ম্যাচ মাঠে নামেন ৩৩ বছর বয়সী ফুটবলার। দলটির হয়ে ২টি গোলের দেখাও পান জামাল।  বিপিএলের ২০২১-২২ মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন ক্রুসিয়ানি। সেই সময় জামাল ভূঁইয়াও ছিলেন সাইফের অধিনায়ক। তাছাড়া দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। 
২২ ফেব্রুয়ারি, ২০২৪

মেসির সিদ্ধান্তের অপেক্ষায় মাশ্চেরানো
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। অলিম্পিক ফুটবলে বয়সভিত্তিক অর্থাৎ অনূর্ধ্ব-২৩ দল থাকলেও তিনজন সিনিয়রের সুযোগ থাকে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের প্রত্যাশা ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলুক আরও একটি অলিম্পিক। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ এবং লিওনেল মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোও দিলেন একই ইঙ্গিত। তবে অলিম্পিকে খেলার সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন তিনি।   অনেক সমালোচনা পাশ কাটিয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আলবেসিলেস্তে যুবারা। আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে প্যারাগুয়েও নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। বাদ পড়তে হয়েছে গতবারের স্বর্ণজয়ী ব্রাজিলকে। মেসির অলিম্পিক খেলা নিয়ে মাশ্চেরানো বলেন, ‘মেসি ও ডি মারিয়ার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। কোচ হিসেবে আমি তাদের অবশ্যই দলে নিতে চাই। তবে খেলোয়াড় হিসেবে দুজনের অন্যান্য দায়বদ্ধতার জায়গা আছে। দিনশেষে এটি তাদের ওপরই নির্ভর করবে।’ এদিকে অলিম্পিকে খেলা নিশ্চিত করে উচ্ছ্বসিত আর্জেন্টিনার অধিনায়ক থিয়াগো আলমাদা। তিনি বলেন, তার বিশ্বাস মেসি এবারের অলিম্পিক আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবে। আর যদি তারা মেসিকে পান তাহলে সেটা হবে স্বপ্নের মতো। জুলাইয়ের ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের ঠিক ১০ দিন আগে শেষ হবে কোপা আমেরিকার আসর। কোপায় আর্জেন্টিনা সিনিয়র দলের নেতৃত্ব দেবেন মেসি। থাকবেন ডি মারিয়াও। শুধু মাত্র ইচ্ছা শক্তিই যথেষ্ট হবে না মেসি-মারিয়াদের জন্য। অলিম্পিকে অংশ নিতে হলে মিলতে হবে এসব সূচির সমীকরণও।
১২ ফেব্রুয়ারি, ২০২৪
X