শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল সম্পন্ন
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন। রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। এ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন জমাদানের কার্যক্রম সম্পন্ন করেছেন। এবারের নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো অংশগ্রহণ না করায়, অংশগ্রহণকারী প্রার্থীর অধিকাংশই আওয়ামী লীগের নেতা। চেয়ারম্যান পদে নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, শিল্পপতি আলহাজ গাউসুল হোসেন রাজ।  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অসিম চক্রবর্তী, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি রাশেদ সারোয়ার শেলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসমাউল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাহেব আলী মনোনয়ন দাখিল করেছেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগে মহিলাবিষয়ক সম্পাদিকা মেহেরুন্নেছা ও সদ্য সাবেক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মারুফা খাতুন।  আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী সোহাল জুয়েল মনোনয়ন দাখিলের বিষয় বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল রোববার। সে পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন জমা পেয়েছি। উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের প্রার্থিতা যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ও আগামী ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
২১ এপ্রিল, ২০২৪

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ
আগামী একুশে মে দ্বিতীয় দফায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শেষ করে মনোনয়ন সংগ্রহের কাজে নেমেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নের জন্য টাকা জমা দিলেন আলহাজ্ব গাউসুল হোসেন রাজ। রোববার (২১ এপ্রিল) মনোনয়ন জমা দানের শেষ দিন থাকলেও তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আশাশুনির জনতা ব্যাংক শাখায় নির্বাচনী ট্রেজারি চালানের টাকা জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে তার পিতা আলহাজ গনি সরদার ও পরিবারের সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি অনলাইনে মনোনয়ন দাখিল করবেন বলেও জানা গেছে।  মনোনয়নের টাকা জমা প্রদান শেষে ব্যাংক থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার যেহেতু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে বদ্ধপরিকর সেহেতু আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এ সময় তিনি আরো বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে আমি একটি জবাবদিহিতামূলক উপজেলা গড়তে চাই। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তিনি করবেন বলেও আশা প্রকাশ করেন।
১৮ এপ্রিল, ২০২৪
X