রাবিদ মাহমুদ চঞ্চল
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নানামুখী সংকটে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসাসেবা ব্যাহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সাতক্ষীরার উপকূলবর্তী একটি উপজেলা হচ্ছে আশাশুনি। ১১টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এ উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস। কিন্তু এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার জন্য প্রতিষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিষ্ঠালগ্ন থেকেই চিকিৎসকসহ নানাবিধ সংকট লেগেই আছে। যে কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার মানুষের চিকিৎসার জন্য ১৯৮৬ সালে ৬ একর জায়গা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৩১ শয্যা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে কাগজে-কলমে ৫০ শয্যার অনুমোদন হলেও যোগ হয়নি ৫০ শয্যার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। স্বাস্থ্যকেন্দ্রটিতে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও সেবা দিচ্ছেন তিনজন। বর্তমানে সার্জারি, মেডিসিন, অ্যানেসথেশিয়া, গাইনি, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন পদটি খালি রয়েছে। মেডিকেল-টেকনোলজিস্ট, ল্যাবরেটরি, ডেন্টাল, রেডিও, ওয়ার্ড বয় ও আয়া পদগুলোও খালি। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন শূন্য রয়েছে।

ওই হাসপাতালে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ আলট্রাসনোগ্রাম মেশিন ও এক্স-রে মেশিন থাকলেও পরিচালনা করার জনবলের অভাবে এগুলো যথাসময়ে ব্যবহার করা যাচ্ছে না। গাইনি চিকিৎসক না থাকায় এই এলাকার অন্তঃসত্ত্বা নারীদের কথা মাথায় রেখে ডিএসএফ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা থেকে চিকিৎসক এনে সিজারিয়ান সেকশন পরিচালনা করা হচ্ছে। তাও আবার অনিয়মিত। গত এক বছর ধরে এ প্রকল্পে অর্থায়ন বন্ধ রয়েছে।

চিকিৎসকদের আবাসিক ভবনটি পরিত্যক্ত হয়ে রয়েছে। আবাসিক ভবনগুলো মেরামত কিংবা নতুন ভবন তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, আন্তর্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রয়েছে চরম সংকট। চিকিৎসক সংকটের কারণে ইউনিয়নে নিযুক্ত সহকারী সার্জনদের দিয়ে রোগীদের সেবা দিতে দেখা গেছে।

স্বাস্থ্যকেন্দ্রের ভবনটিতে বেশ কয়েক স্থানে প্লাস্টার খসে পড়েছে। রোগীদের জন্য সুপেয় পানির কোনো ব্যবস্থা দেখা যায়নি। চারদিকে লোনাপানি দিয়ে পরিবেষ্টিত হওয়ায় একমাত্র পুকুরই পানির উৎস। চলতি মৌসুমে তীব্র তাপদাহে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি রোগী থেকে চিকিৎসক, নার্স ও স্টাফসহ সংশ্লিষ্টরা চরম ভোগাতে পড়েছেন।

আশাশুনি উপজেলায় বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আশাশুনি উপজেলাসহ এর পার্শ্ববর্তী উপজেলার মানুষ এখানে চিকিৎসা নেন। স্বাস্থ্যকেন্দ্রটিতে গুরুতর রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা না থাকায়, জরুরি বিভাগে আগত গুরুতর রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বা সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। আশাশুনি থেকে সাতক্ষীরা নিতে রোগীর স্বজনদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। ওষুধ নিতে আসা রোগীদের রয়েছে ওষুধ না পাওয়ার অভিযোগ। নানামুখী সংকটের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুল হক কালবেলাকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত তাগিদ দিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। হাসপাতালে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের সংকট রয়েছে। শত সংকটের মধ্যেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। জনবল সংকটের বিষয়েও যথাযথ কর্তৃপক্ষ অবহিত আছেন। বহির্বিভাগের পাশাপাশি ভর্তি রোগীদের প্রাপ্যতা অনুসারে আমরা প্রয়োজনীয় সকল প্রকার ওষুধ সরবরাহ করে থাকি। কিন্তু রোগী অনুসারে আমাদের ওষুধ প্রাপ্তি কম থাকায় সংকট থেকেই যায়।

সাতক্ষীরার সিভিল সার্জন মো. সবিজুর রহমান বলেন, আশাশুনি দুর্যোগকবলিত উপজেলা হওয়ায় সব সময় অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয়। সংকটের বিষয়ে অধিদপ্তরে সব সময় বলা হচ্ছে। আশা করি, শিগগিরই এ সমস্যা সমাধান হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

ইতালিতে জরুরি অবস্থা জারি

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১০

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১১

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৪

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

১৬

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X