ডার্বি জিতে সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান
চলতি মৌসুমে ইউরোপের প্রথম লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার লেভারকুসেন। সপ্তাহখানেকের মধ্যে ইউরোপের দ্বিতীয় লিগ চ্যাম্পিয়নও পেয়ে গেছে ইউরোপা। সোমবার রাতে সিরি-এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। এটা তাদের ২০তম লিগ শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে ইন্টার। সিরি-এ-তে এখনো পাঁচ ম্যাচ বাকি। তার আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। চলতি মৌসুমে অসাধারণ খেলেছে সিমিওনে ইনজাগির দল। ৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে এসি মিলানের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে ইন্টার। চলতি মৌসুমে একটা মাত্র ম্যাচে হেরেছে তারা। সোমবার সানসিরোয় দারুণ খেলে ইন্টার। ২০২১ সালে দলের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি-এ শিরোপা এনে দিলেন ইনজাগি। এসি মিলানের বিপক্ষে শুরু থেকে কার্যকর ফুটবল খেলেছে ইন্টার। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল এসি মিলান। গোল বরাবর ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখেও একটির বেশি গোল পায়নি তারা। অন্যদিকে ইন্টার মিলান ১১ শটের তিনটি লক্ষ্যে রেখে দুটি গোল পেয়েছে। ম্যাচের প্রথমার্ধের ১৮তম মিনিটে ফ্রান্সেসকো আচের্বির গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লিড ২-০ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। ৮০তম মিনিটে ফিকায়ো তোমোরির গোলে ২-১-এ শেষ করে এসি মিলান। শেষের দিকে ডিফেন্ডার থিও এরনঁদেজ ও ইন্টারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস লাল কার্ড দেখেন। কনুই মেরে ডিফেন্ডার দাভিদে কালাব্রিয়াও লাল কার্ড দেখলে ৯ জন নিয়ে খেলা শেষ করে এসি মিলান। ৪৮ বছর বয়সী ইনজাগি সিরি-এ শিরোপা জয়ের পর বলেছেন, ‘তিন বছরে ছয়টি ট্রফি জয় এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা, এতটা সাফল্য পাওয়ার কল্পনা করা কঠিনই। আপনাকে পুরো তিন বছরকে একসঙ্গে দেখতে হবে। এ বছর আমাদের ভালো কেটেছে। কিন্তু এই জয়ের পথ অনেক লম্বা সময় নিয়ে তৈরি করা হয়েছে।’ একটা রেকর্ডও গড়েছেন ইনজাগি। ইন্টারের কোচ হিসেবে সোমবারের ম্যাচটি ছিল তার শততম জয়। তার আগে ইন্টারের কোচ হিসেবে এই কীর্তি গড়েছেন হেলেনিও হেরেরা, রবার্তো মানচিনি, জিওভান্নি ত্রাপাত্তোনি ও আরপাদ ভেইস।
২৪ এপ্রিল, ২০২৪

গ্রিজমানদের খালি হাতেই ফেরত পাঠাল ইন্টার মিলান  
ইউরোপের ঘরোয়া ফুটবল লিগের দলগুলোর মধ্যে এবার অন্যতম ধারাবাহিক এক দল ইন্টার মিলান। সিরি আ’-তে এবারের মৌসুমে কর্তৃত্ব দেখানো দলটি গত আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছিল। গতবার অপ্রতিরোধ্য সিটির সামনে পড়ে ট্রফি হারালেও এবার ইতালিয়ান জায়ান্টদের লক্ষ্য ট্রফি জয়। সেই টার্গেটে শেষ ষোলোর প্রথম লেগে অ্যান্তনিও গ্রিজম্যান-আলভারো মোরাতার অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে মার্তিনেজ-সমাররা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আর্নাতোভিচের গোলে জয় পায় ইন্টার মিলান।  মিলানের সান সিরোয় বাংলাদেশ সময় রাত ‍দুইটায় শুরু হওয়া ম্যাচে দর্শকরা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকলেও দুই দলই ম্যারমেরে খেলা উপহার দেয় প্রথমার্ধে। স্বাগতিক এবং সফরকারী কেউই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। দ্বাদশ মিনিটে অবশ্য অ্যাথলেটিকোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনো সুযোগ পান তবে তার শট লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ইন্টারের ফুটবলারদের পেনাল্টির আবেদনেও সাড়া দেননি রেফারি। প্রথমার্ধের শেষে দুটি সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেনি ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া বজায় থাকে ইন্টারের। বদলি হিসেবে নামা আর্নাতোভিচ মাঠে নামার ১৮ মিনিটের মধ্যে তিনটি সুযোগ হারান। তবে সেই আর্নাতোভিচই শেষমেশ কাঙ্ক্ষিত গোল এনে দেয় ইন্টারকে। বল ধরে বক্সে ঢুকে মার্তিনেজের নেওয়া শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন ওবলাক। ফিরতি বলে দুরূহ কোণ থেকে বাঁ পায়ে নিচু শট নেন আর্নাতোভিচ, গোললাইনে বল লিনোর পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পান মোরাতা কিন্তু স্প্যানিশ স্ট্রাইকারের হেড লক্ষ্যে থাকেনি। এদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৪ মিনিটে চমৎকার গোলে বরুশিয়াকে এগিয়ে নেন ডোনিয়েল মালেন। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন লুক ডি ইয়ং। তবে ডর্টমুন্ডের খেলোয়াড়রা সিদ্ধান্তটিকে বিতর্কিত বলে দাবি করে।     
২১ ফেব্রুয়ারি, ২০২৪
X