উত্তরা ও আতাউর রহমান ভূঁইয়ার জয়
নারী ফুটবল লিগে পৃথক ম্যাচে গতকাল জয় পেয়েছে উত্তরা ফুটবল ক্লাব ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ২-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে হারিয়েছে। আরেক ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে পরাজিত করেছে। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেছে উত্তরা ফুটবল ক্লাব। কিক-অফের পর মাত্র তৃতীয় মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন ইলামনি আক্তার ইলা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে দলের দ্বিতীয় গোল করেছেন স্বপ্না আক্তার। ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর দাপটের সঙ্গে খেলে জয় তুলে নেয় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ম্যাচে দলটি প্রথম গোল করেছে ৫৫ মিনিটে। ৬৩ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেছেন সাগরিকা। ৮২ মিনিটে তৃতীয় এবং পরের মিনিটে স্কোরলাইন ৪-০ করে দলটি।
০৬ মে, ২০২৪

উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও নবীন বিতর্ক প্রতিযোগিতা -২০২৪
‘কোমল শব্দে, কঠিন যুক্তি’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম আয়োজন করেছে, বিএনডিপি ডিবেটার হান্ট ও নবীন বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। এই আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে ছিল উত্তরা ইউনিভার্সিটি ডিবেট ক্লাব।  শনিবার (২৭ এপ্রিল) দেশের অন্যতম সেরা শিক্ষাঙ্গন উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে বিএনডিপি ডিবেটার হান্ট-২০২৪। যেখানে সারাদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন উদীয়মান বিতার্কিক অংশগ্রহণ করেছে। বিএনডিপি ডিবেটার হান্ট-২০২৪, এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোষামী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. এম আমজাদ হোসেন, উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।  এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশনের সাবেক সভাপতি ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের আ্যাডভাইজার ফয়সাল মাহমুদ শান্ত। উল্লেখ্য, বিএনডিপি ডিবেটার হান্ট শেষে এই আয়োজনে অংশগ্রহণকারীদের নিয়ে আগামী ৫ ও ৬ মে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিএনডিপি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। যেখানে সারাদেশ থেকে ৪৮টি বিতর্ক দল অংশগ্রহণ করতে যাচ্ছে।
২৮ এপ্রিল, ২০২৪

উত্তরা ভার্সিটির ভিসি ড. লেখার পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ
ভারতের ঝাড়খন্ডের রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) বা পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। শুক্রবার তাকে এই ডিগ্রি প্রদান করে রাঁচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার থিসিসের বিষয় ছিল ‘বাংলাদেশের প্রবাদ প্রবচন: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’। থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এসকে পাল। ২০২৩ সালে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান এই বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
০৭ এপ্রিল, ২০২৪

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরার পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। শুক্রবার (৪ এপ্রিল) অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে এই ডিগ্রি দিয়েছেন রাঁচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার থিসিসের টপিক ছিল ‘বাংলাদেশের প্রবাদ প্রবচন: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ।’ তার থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. এসকে পাল। ২০২৩ সালের এপ্রিল মাসে উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই বিশিষ্ট শিক্ষাবিদ। ড. লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষক হিসেবে অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
০৬ এপ্রিল, ২০২৪

উচ্চশিক্ষা ও গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জনের নির্ভরযোগ্য বিদ্যাপীঠ উত্তরা ইউনিভার্সিটি
‘উচ্চশিক্ষা এবং গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জন’ এই স্লোগানে ঢাকার উত্তরায় উচ্চশিক্ষার পাদপীঠ হিসেবে উত্তরা ইউনিভার্সিটির যাত্রা ২০০৩ সালে। শুরুতে দুটি অনুষদের অধীনে ৩টি বিভাগ নিয়ে শিক্ষা-কার্যক্রম শুরু হয়।  বর্তমানে দৃষ্টিনন্দন গ্রিন সিটি ক্যাম্পাস, শিক্ষার গুণগত মান ও পরিবেশ, শিক্ষা প্রদানসংক্রান্ত সব ধরনের সক্ষমতা, সর্বোচ্চ ডিগ্রিধারী কর্মদক্ষ এক ঝাঁক আধুনিক তরুণ ও যোগ্য শিক্ষকমণ্ডলী, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করার মধ্য দিয়ে বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।  এ ইউনিভার্সিটিতে ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ৩৪টি প্রোগ্রাম চালু রয়েছে। শুরু থেকেই গবেষণা-প্রকাশনা, প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন, শিক্ষা ও শারীরিক শিক্ষাসহ বিজনেস, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যার ওপর বিভিন্ন প্রোগ্রাম চালু আছে।  মানসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ায় এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা যে কোনো প্রতিযোগিতায় ও কর্মক্ষেত্রে নিজেদের চৌকস প্রমাণ করতে পারছে। উত্তরা ইউনিভার্সিটি এরইমধ্যে সম্পন্ন করেছে ৮টি সমাবর্তন। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিভার্সিটিতে চালু আছে ফাউন্ডার স্কলারশিপ। উত্তরা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আজিজুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অনার্স ডিগ্রি অর্জন করেন। একই বিভাগ থেকে মাস্টার অব সায়েন্স ডিগ্রিও লাভ করেন।  বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে তিনি আমেরিকার ভ্যান্ডারভিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ও বিদেশের ইউনিভার্সিটি পর্যায়ে তিনি ২৫ বছর অধ্যাপনা করেন। ১৯৮৯-৯৯ সাল পর্যন্ত তিনি ইউএস অ্যাম্বাসির ইউএসএইডে ইকোনমিকস অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন। ড. এম আজিজুর রহমান উত্তরা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য।  বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। ড. লেখা উত্তরা ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে তথা- ২০০৩ সাল থেকে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আছেন। এই ইউনিভার্সিটিতে তিনি শিক্ষা বিভাগের অধ্যাপক। পরে বিভাগীয় সভাপতি এবং শিক্ষা ও শারীরিক শিক্ষা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণের আগে তিনি ইউনিভার্সিটির উপউপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থায়ী ক্যাম্পাস উত্তরা ইউনিভার্সিটির একটি উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে, এটি শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে স্থায়ী ক্যাম্পাস- হোল্ডিং নং-৭৭, বেড়িবাঁধ রোড, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০ এ পাঠদান কার্যক্রম শুরু করেছে। দৃষ্টিনন্দন এ ক্যাম্পাসে শিক্ষার সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।  শিক্ষা ও গবেষণা বর্তমানে উত্তরা ইউনিভার্সিটিতে ১৪টি বিভাগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পড়াশোনার পাশাপাশি গবেষণার কাজও চলছে সমানতালে। স্থাপন করা হয়েছে ইনস্টিটিউট অব পলিসি রিসার্চ ও সেন্টার ফর রিসার্স অ্যান্ড ট্রেনিং। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গঠন করে শিক্ষার অভ্যন্তরীণ গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক, অফিসারদের ট্রেনিং দেয়া হয়েছে এবং Outcome Based Education Curriculum প্রণয়ণ করা হয়েছে। এ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। উত্তরা ইউনিভার্সিটির প্রতিটি বিভাগই গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষকদের গবেষণা প্রবন্ধ নিয়মিত প্রকাশ হচ্ছে দেশি ও আন্তর্জাতিক জার্নালে। এ ছাড়া বিভিন্ন অনুষদ থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে জার্নাল। ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে বিজনেস রিভিউ, আইন বিভাগ থেকে ল’ জার্নাল এরইমধ্যে প্রকাশিত হয়েছে। অন্যান্য অনুষদের জার্নাল প্রকাশ প্রক্রিয়াধীন আছে।  উত্তরা ইউনিভার্সিটি যুক্তরাজ্যের বেডফোর্ড শ্যায়ার ইউনিভার্সিটি ও অরচেস্টার ইউনিভার্সিটির সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে। এ ছাড়া কানাডার কয়েকটি ইউনিভার্সিটির সঙ্গেও এমওইউ সম্পন্ন করেছে। বাংলাদেশ, মালয়েশিয়া, আসাম ও কলকাতায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনেরও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।  আয়োজিত সম্মেলনগুলোতে আমেরিকা, জাপান ও ভারতসহ দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন নিয়মিত। সৃজনশীলতায় এগিয়ে শিক্ষার্থীরা উত্তরা ইউনিভার্সিটির গণিত বিভাগের ছাত্ররা আন্ডার গ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে অংশগ্রহণ করে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রতিযোগিতায় একাধিকবার প্রথম, তৃতীয়, চতুর্থ ও সপ্তম স্থান অর্জন করে।  শারীরিক শিক্ষা বিভাগের কৃতী ছাত্রী মাহফুজা খাতুন শীলা জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২০১৬ সালে জোড়া স্বর্ণপদক বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। এ বিভাগের আরেক শিক্ষার্থী মিনিতা সুপ্রিয়া মিজান ত্রপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ ২০১৬ সালে বিশেষ সাফল্য অর্জন করেছেন।  ইইই বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান শরীফ তেল ও গ্যাসবিহীন একটি মোটরযান উদ্ভাবন করেছেন, যা সোলার এনার্জিতে মাত্র ১০ টাকা খরচে সারা দিন চালানো যায়। প্রায় সব অনুষদ এবং বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যতিক্রমধর্মী নানা সৃজনশীল কার্যক্রম লক্ষ্য করা যায়। এসব সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার পরিবেশকে এক আনন্দঘন পরিবেশে পৌঁছে দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। যত অর্জন মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইউনিভার্সিটি বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে হংকংয়ের ‘দ্য বিজ অ্যাওয়ার্ড-২০১৮, দিল্লির এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১২, সিঙ্গাপুরের এশিয়াস বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড-২০১৩, মুম্বাইয়ে এশিয়ান সিইএফ বিজনেস স্কুল অ্যাওয়ার্ড ২০১৪, ইউজিসি অ্যাওয়ার্ড ২০১৪ ও ২০১৫ (আইন বিভাগ) অন্যতম। এ ছাড়া ষষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াডে এ ইউনিভার্সিটির শিক্ষার্থী দ্বিতীয় স্থান লাভ করে। ইতি কথা সর্বশেষে, এটাই বলব শুধু সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে বা উপযুক্ত কোনো পেশার সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়েই শিক্ষা পরিপূর্ণতা পায় না। লেখাপড়ার শেষ ধাপ হিসেবে ইউনিভার্সিটিতে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ থাকবে, তেমনি আনন্দের সঙ্গে সেই জ্ঞান আত্মস্থ করার জন্য থাকবে বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক ব্যবস্থা। শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন ক্লাবের কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীর মননশীলতার যে বিকাশ হয় তা তাদের সহযোগিতা, প্রতিযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণগুলোর চর্চা করায়। এ গুণগুলো তাদের কর্মজীবন, ব্যক্তিজীবন সবক্ষেত্রেই অভিযাজনের জন্য প্রয়োজন। তাই জ্ঞান ও গুণের দুধরনের বিকাশেই উত্তরা ইউনিভার্সিটি একটি মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।
০৪ এপ্রিল, ২০২৪

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ৭ জনের কারাদণ্ড 
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-১।  মঙ্গলবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে চক্রের সাতজন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  তিনি বলেন, অভিযানে দালালচক্রের ফিরোজ আলম স্বপনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. মোতালেব হোসেন এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, জিয়াদ রহমান আয়সকে এক মাসের দিনের বিনাশ্রম কারাদণ্ড, ফিরোজ আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. স্বপন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মার্চ, ২০২৪

উত্তরা থেকে টঙ্গী মেট্রোরেল সম্প্রসারণে সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী
রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজ আগামী বছরের জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরন্তর কাজ করে যাচ্ছেন। দিয়াবাড়িস্থ ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হলো। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইলফলক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর-২০২২ এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে ৪ নভেম্বর-২০২৩ প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোট্রেন রাত ৮ টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের নির্মাণকাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। অপর দুটি মেট্রোরেল লাইন এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে। তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৯৮ দশমিক ৯৫ শতাংশ। এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী ২০২৫ সালের জুন মাসে এই অংশের শুভ উদ্বোধন করা যাবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি-২০২৩ সুধী সমাবেশে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর-২০২৪ মাসে এমআরটি লাইন-১ এর পাতাল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।
২০ জানুয়ারি, ২০২৪

নাশকতার শঙ্কায় উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা
আন্দোলন কর্মসূচির নামে রেলপথে দুর্বৃত্তদের নাশকতার আশঙ্কায় রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচলকারী মেইল ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রেল পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য এ ট্রেনটির চলাচল বন্ধ ষোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচলকৃত ৩২/৩১নং উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকাতার সম্ভবনা থাকে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস্টিজিয়াস ট্রেনগুলোর যাত্রার আগে এ ট্রেনটি দিয়ে ট্রেন লাইন ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। সর্বোপরি রেল প্রয়োজনের তাগিদেই ট্রেনটিকে বন্ধ করা হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা যা করার দরকার তারা সেটি করছেন। তিনি আরও বলেন, ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। এ ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কেবল উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত অপেক্ষা করছে।
২২ ডিসেম্বর, ২০২৩

রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।   অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সাথে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে, তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি, এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ণ গ্রুপের সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রিমিয়াম মেগা গেটেড সিটির প্রথম স্কুল এ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ১ বছরের বেশি সময় ধরে, এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রূপায়ণ সিটি উত্তরাতে অবস্থিত দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো। গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সাথে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।
১৫ ডিসেম্বর, ২০২৩
X