হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ সুধা রানী, যে ব্যাখ্যা দিল এনটিআরসিএ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল বুধবার (১৫ মে) সন্ধ্যায় প্রকাশ হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে  পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।  প্রিলিমিনারি পরীক্ষায় হিন্দু সম্প্রদায়ের সুধা রানীকে ইসলাম ধর্মের হাদিস বিষয়ে প্রভাষক পদে উত্তীর্ণ দেখানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীর এ পরীক্ষার্থী আবেদনের সময় ভুল করায় এমনটি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন, ‘সুধা রানীর বিষয়টি সামনে আসার পর আমরা তার আবেদন কপি যাচাই করে দেখি। তিনি আবেদনের সময় ‘বিষয় পছন্দ’ দিয়েছেন হাদিস বিষয়ে। তার আবেদন অনুযায়ী ফল দেওয়া হয়েছে। এটি প্রার্থীর ভুলের কারণে হয়েছে।’ সুধা রানীর স্বামী গোবিন্দ চন্দ্র জানান, আবেদনটি কম্পিউটারের দোকান থেকে করা হয়েছিল। সেখানেই কম্পিউটার অপারেটর ভুলটি করেছেন। ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন উত্তীর্ণ হন। এর মধ্যে রয়েছেন স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।
১৮ মে, ২০২৪

সনদ পোড়ালেন এনটিআরসিএ নিবন্ধনধারীরা
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ১-১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ অনূর্ধ্বরা। সে সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের দেওয়া সনদ পুড়িয়েছেন তারা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের বেশি শিক্ষক ঘাটতি নিরসনে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ১-১৫তম নিবন্ধনধারীরা এ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এ সিদ্ধান্তের কারণে প্রায় ছয় লাখ শিক্ষকের নিবন্ধন সনদ অকার্যকর হয়ে গেছে। তারা আরও জানান, ১-১৫তম বৈধ সনদধারীদের সরকারি বিধি মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স অনূর্ধ্ব ৩৫ থাকা সত্ত্বেও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। এমপিও নীতিমালা অনুযায়ী সবাইকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন সনদ বাঁচাও আন্দোলনের সভাপতি রাসেল আহসান, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল ইসলাম, মুখপাত্র মো. মাহমুদুল হাসানসহ অনেকে।
০৭ এপ্রিল, ২০২৪
X