মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ইন্টারনেট-ওটিটি প্লাটফর্মে স্বাধীনতা নিশ্চিতের দাবি
ইন্টারনেট এবং ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটি এবং খাত সংশ্লিষ্টরা এমন দাবি জানান। ‘ওটিটি/ইন্টারনেট প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার’ শীর্ষক ঐ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।   মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে ইতোমধ্যে ৪২টি দেশে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেখানে সরকার ঘরে ঘরে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে সে সময় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে ওটিটি প্লাটফর্মে লাইভ টিভি দেখতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করি। যেখানে ফেসবুক সরকারের লাইসেন্সপ্রাপ্ত না হয়েও মোটা অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছে, সেখানে বৈধ লাইসেন্সারী ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টিভি দেখাতে না দেওয়া খুবই দুঃখজনক। আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকর্ণ কুমার ঘোষ বলেন, ইন্টারনেটে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া বা ওটিটি প্লাটফর্মে লাইভ টিভি দেখতে চাওয়া গ্রাহকের অধিকার। এখানে প্রতিবন্ধকতা তৈরি করা সমীচীন নয়। ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা পারস্পরিক সাংঘর্ষিক। সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অবশ্যই ইন্টারনেটে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি সরকার এবং সকল পক্ষকে এ বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, কেবল ব্যবসায়ীদের ৭০ ভাগ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। তাদের ইন্টারনেট ব্যবসা করার আইনগত অধিকার নেই অথচ তারা করছে। আমরা তাদের বাধা দিচ্ছি না কিন্তু তারা আমাদের ইন্টারনেট ব্যবসার মধ্যে হস্তক্ষেপ করছে যা মোটেও কাম্য নয়। খুব দ্রুত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিটিআরসি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে সমস্যার সমাধান করা না হলে দেশ থেকে অবৈধ উপায়ে বিদেশে টাকা চলে যাবে। সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
২৭ এপ্রিল, ২০২৪

ওটিটি প্ল্যাটফর্ম ওয়ানফ্লিক্সের ৪ জন গ্রেপ্তার
ওয়ানফ্লিক্সের মাধ্যমে পাইরেসি ও অবৈধ স্ট্রিমিং করে অর্থ আত্মসাতের অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির আদাবর এবং মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।  এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি হার্ড ডিস্ক, ৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয় ও তাদের ডোমেইন প্ল্যাটফর্ম সিজ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন ও রাহাত খান। অপরাধীরা ওটিটি প্ল্যাটফর্মে প্রবেশ করে এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।  জানা যায়, মোহাম্মদপুর থানায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।  মামলার ভার গ্রহণের পর বেশ কয়েকদিন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তৎপরতা পরিচালনার মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানায়, প্রতারকচক্র উক্ত দীর্ঘদিন ধরে হইচই টেকনোলজিস বাংলাদেশ, নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও এবং ডিজনি হটস্টার ইত্যাদি প্রতিষ্ঠানে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারকৃতরা গত ৬ মাসে এ কাজে প্রায় কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  এ বিষয়ে ডিএমপির সিটিটিসির সাইবার ইউনিটের এসপি নাজমুল ইসলাম বলেন, এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা যার কোনো নৈতিক ও আইনগত ভিত্তি নাই। ওয়ানফ্লিক্সসহ অন্যান্য সকল অবৈধ স্ট্রিমিং ডোমেইনের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

ওটিটিতে বিনামূল্যে দেখা যাবে ‘অন্তর্জাল’
দেশের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে সাইবার-থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’-এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে চলেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টফিতে উন্মুক্ত করা হবে চলচ্চিত্রটি। সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস  ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যে কোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা এবং সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়। যে লড়াইয়ে তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তি তৈরির বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমায়। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। ‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। চলতি বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ প্রথম মুক্তি পায়। টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী, বলেন, ‘টফিতে আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের  অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসাবে, বিজয় দিবসের ঠিক পরেই টফিতে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমি আশাবাদী যে, সব বয়সের দর্শকেরা অন্তর্জাল সিনেমাটি পছন্দ করবেন। আধুনিক প্রযুক্তিগত থিম ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের রূপকল্পের সাথেও এই সিনেমার গল্পটি প্রাসঙ্গিক’।
২০ ডিসেম্বর, ২০২৩

ওটিটি মাতানোর অপেক্ষায় তারা
সাম্প্রতিক বছরে ওটিটিতে ঝুঁকেছেন নির্মাতারা। উপহার দিচ্ছেন একের পর এক বৈচিত্র্যময় কনটেন্ট। ঈদুল আজহায় চলচ্চিত্রে যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই রেশ ধরে এবার ওটিটিতেও মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় আছেন তারকারা। দর্শক চাহিদা প্রাধান্য দিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে চমক জাগানিয়া সিরিজ ও সিনেমা। মুক্তির প্রতীক্ষায় থাকা এসব আলোচিত কনটেন্ট নিয়ে লিখেছেন রাব্বানী রাব্বি- সাড়ে ষোলো ১৭ আগস্ট হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে ইয়াসির আল হক পরিচালিত থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোলো’। এতে আইনজীবী রেজা চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা লড়বেন তিনি। করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী ও পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ। সিরিজটি নির্মিত হয়েছে হোটেল ভায়োলেট ইনের সাড়ে ষোলো তলার রহস্যময় ফ্লোর কেন্দ্র করে। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে, যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালে অন্যরকম এক গোপন ঘটনায়। অভিনেতা আফরান নিশো বললেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান ও সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র, যা আমাকে খুব আকর্ষণ করেছে। রেজা হিসেবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ভাইরাস গত অক্টোবরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’। এতে কেন্দ্রীয় দুটি চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। ব্যাপক আলোচনা তৈরি করেছিল সিনেমাটি। এবার এই নির্মাতা নিয়ে আসছেন ওয়েব সিরিজ, নাম ‘ভাইরাস’। ডিজিটাল প্ল্যাটফর্ম চরকিতে শিগগির মুক্তি পেতে যাচ্ছে এটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির একটি পোস্টার। যেখানে দেখা যায়, শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। জানা গেছে, বর্তমান সময়ের জীবনযাপন নিয়ে সিরিজের গল্প এগোবে। উঠে আসবে সমকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও। শ্যামল মাওলা বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে আছে অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে, গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের গল্পটি ভালো লাগবে।’ এ সিরিজে আরও রয়েছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ অনেকে। অগোচরা ডিজিটাল প্ল্যাটফর্ম বিঞ্জে আসছে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অগোচরা’। সম্প্রতি সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিদ্দিক আহমেদ নির্মাণ করেছেন সিরিজটি। ক্রাইম থ্রিলার ধাঁচের এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণকে। এ ছাড়া রয়েছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবুসহ অনেকে। জানা গেছে, আগস্টের মাঝামাঝি বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। এর আগে প্রকাশিত হবে ট্রেলার। যে কারণে এখনই গল্পের রহস্য ভাঙতে চাইছেন না নির্মাতা কিংবা অভিনয়শিল্পীরা। ট্রেলার মুক্তির পরেই বিস্তারিত জানা যাবে এ সিরিজ নিয়ে। এ ছাড়া আরও কিছু সিরিজ ও সিনেমা নির্মাণ হচ্ছে। নির্মাতা শিহাব শাহীন এ মাসেই তার ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মের কাজ শুরু করবেন। এটি নির্মাণ হচ্ছে পরিচালকের বাস্তব জীবনের একটি ঘটনা থেকে। ক্রাইম-থ্রিলার জনরার এ ফিল্মে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। অন্যদিকে, আলোচনায় রয়েছেন ‘মহানগর’ ও ‘সিন্ডিকেট’ সিরিজের সিক্যুয়েল নির্মাণ। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ‘সিন্ডিকেট ২’র শুটিং শুরু করবেন শিহাব শাহীন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকবে বেশ কিছু চমক। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট ২ সিরিজের গল্পের কাজ চলছে, এরপর লোকেশন ঠিক করা হবে। আশা করি এ বছরের শেষের দিকে শুটিং শুরু করব। তবে এবার বেশ কিছু নতুন চমক থাকবে।’
০২ আগস্ট, ২০২৩
X