রাবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । শনিবার (১১ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে কাচের বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ ও ৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।   বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারীদের সঙ্গে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টায় রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে রাজনৈতিক আলোচনা করার জন্য আসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক।  এসময় তাদের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদের কয়েকজন অনুসারীর সাথে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আতিক ও নিয়াজের মাঝে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। এরপরে নিয়াজ মোর্শেদ তার নেতাকর্মীদের নিয়ে হলের ভিতরে এবং আতিক তার নেতাকর্মী নিয়ে হল গেটে অবস্থান নেন। রাত পৌনে ১২ টার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অনুসারীরা হল গেটে অবস্থান নিয়ে 'বাবু-গালিব পরিষদ, সবার সেরা পরিষদ','অ্যাকশন অ্যাকশন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশনসহ নানা বাক্যে মিছিল দিচ্ছিল।  মিছিল চলাকালীন নিয়াজ মোর্শেদের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন এবং হলের দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদে অবস্থান নেন। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এর কিছুক্ষণ পরে তারা হল থেকে বের হয়ে হল গেট পর্যন্ত ধাওয়া করেন এবং গেটে থাকা মোটরসাইকেল ভাঙচুর করেন। এরপরে রাত সোয়া ১২টায় শাখা ছাত্রলীগ শীর্ষ দুই নেতার অনুসারীরা পাল্টা ধাওয়া করেন এবং ইট-পাটকেল, কাচের বোতল ও ককটেল নিক্ষেপ করেন। এসময় মোট সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপরে রাত সোয়া ১ টায় ঘটনাস্থলে হল প্রাধ্যক্ষ, প্রক্টর ও পুলিশ আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।  সংঘর্ষের বিষয়ে জানতে রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, টিভির রুমে বসাকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত। পরে নিয়াজ ও তার সমর্থকরা বহিরাগত ও ছাত্রশিবিরের ক্যাডারদের ছাত্র আবাসিক হলে ঢুকিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিয়াজ ও শিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটিয়েছে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।  সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।   বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।'  
১২ মে, ২০২৪

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টন একটি গাড়ির শোরুমের সামনে ওই বিস্ফোরণ ঘটে। এতে সানির দুই হাত ও দুই পা ক্ষতিগ্রস্ত হয়। পল্টন থানার এসআই মোহাম্মদ আলী জানান, আহত সানিকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, ওই কিশোর ভাঙাড়ি টোকাত। ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার হাত-পায়ের তালু ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বাম হাত ও দুই পায়ে স্প্রিন্টারের আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সানি জানায়, তার বাবার নাম টিটু মিয়া। বাড়ি চট্টগ্রামে। নয়াপল্টন ও কাকরাইল এলাকায় ভাসমান থাকে এবং ভাঙাড়ি কুড়িয়ে বিক্রি করে। নয়াপল্টনে ভাঙাড়ি টোকাতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। ব্যাগে হাত ঢোকাতেই দুটি ককটেল বিস্ফোরিত হয়।
১২ মে, ২০২৪

ককটেল বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে আহত সৈকত সরদার নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সৈকত সরদার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি গ্রামের কাসেম সরদারের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারির সমর্থক ছিলেন। জাজিরা থানার ওসি হাফিজুর রহমান কালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) সাহাবুদ্দিন সারেং নামে এক যুবক নড়িয়া থেকে তার বাড়িতে আসার সময় সারেং কান্দি বাজারে আসলে বর্তমান চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারির কিছু লোক তাকে গতিরোধ করে। পরে তাকে সেখানে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাতবর ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সৈকত সরদার ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসকরা। বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারি কালবেলাকে বলেন, সংঘর্ষের সময় আমার সমর্থক সৈকতের পিঠে, গলায় ও মাথায় ককটেলের আঘাত লেগে গুরুতর আহত হওয়ার পর এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। তিনি বলেন, আমি চেয়ারম্যান হিসেবে এমন সংঘর্ষ কখনোই সমর্থন করি না। কিন্তু জলিল মাদবরের সমর্থকরা খুবই বেপরোয়া প্রকৃতির। জলিল মাতবর এলাকায় অরাজকতা চালিয়ে যাচ্ছে। এ বিষয় জানতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাতবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। ওসি হাফিজুর রহমান বলেন, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় কোনো মামলা করেনি কেউ।
২৮ এপ্রিল, ২০২৪

আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপি পবিত্র রমজানে কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে। বিএনপি রমজানের পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলে বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাসী নয়। উল্লেখ্য, গতকাল গণভবনে প্রধানমন্ত্রী বলেছেন ‘বিএনপি রমজান মাসে ১ হাজার ইফতার পার্টি করেছে’। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ঈদ মানে আনন্দ-খুশি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। উন্নতমানের খাবার কেনার সঙ্গতি ছিল না। অত্যন্ত কষ্টে দিন যাপন করছে দেশের মানুষ। আজকে আওয়ামী লীগ কোটি কোটি লুটপাট করেছে। তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই। আজকে বিভিন্ন প্রজেক্টের নামে বড় দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। লঞ্চে দড়ি ছিড়ে বিল্লালের পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছে। হতাহত হয়ে মৃত্যু শোক যেন ঈদের খুশির আনন্দকে ম্লান করে দিয়েছে। তিনি বলেন, মানুষ আগুনে পুড়ে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতুমন্ত্রীর কিছু যায় আসে না। ওবায়দুল কাদের সাহেব আপনার মনে স্বস্তি থাকতে পারে, আপনার মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই। রিজভী বলেন, ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। কয়েক দিন আগে রাজধানীর বেইলি রোডে আগুন লেগেছে, শিল্প কারখানায় আগুন লেগে কয়েকজন মারা গেছে। ঈদের দিনও আগুনে দগ্ধ হয়ে অনেক মানুষ মারা গেছেন। এইতো সরকারের পক্ষ থেকে ঈদের উপহার। সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের এ দুরবস্থা। কারণ, তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয়, জনগণের ভোটে নির্বাচিত নন। তাদের জবাবদিহিতা জনগণের কাছে নয়, তাদের জবাবদিহিতা একমাত্র শেখ হাসিনার কাছে। তিনি বলেন, বিএনপি জনগণের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া একটি রাজনৈতিক দল। তাদের এত নিপীড়ন ও নির্যাতন। এরপরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছি। যত নির্যাতন আসুক, যতই হুমকি আসুক গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আছে। থাকবে। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
১২ এপ্রিল, ২০২৪

ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত
বগুড়ায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাদের দুজনেরই পায়ে জখম হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) তথ্য নিশ্চিত করে বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলছেনে, রাত ৮ টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এই ককটেল হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের ঘোনপাড়ার এক নারী ৯৯৯-এ ফোন করে জানান তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এই খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সাথে থাকা অপর দুজন পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে তিনি ও এএসআই রশিদ পায়ে জখমপ্রাপ্ত হন। পরে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু হয়েছে। জড়িতদের সনাক্ত এবং আটক করতে পুলিশের একাধিক দল কাজ করেছে।
১২ এপ্রিল, ২০২৪

মোজায় ‘আল্লাহ’ লেখা, সেই দোকানে ককটেল হামলা
দোকানে মিলেছে ‘আল্লাহ’ লেখা মোজা। এরপর সেই দোকানো ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার (৩০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, আল্লাহ মুদ্রিত মোজা বিক্রির জন্য রাখা দোকানটিতে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে দোকানের প্রবেশপথে আগুন লেগে যায়। আর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।  দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান কেকে সুপারমার্টের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। কোম্পানির মালি চাই কি কান ও তার স্ত্রী লোহ সিউ মুইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের কয়েক দিন পর এ ককটেল বিস্ফোরণ ঘটেছে।  মালয়েশিয়ার পূর্বাঞ্চলের কুয়ানতান শহরের পুলিশ প্রধান ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু বলেন, কেকে মার্টের শাখাটিতে স্থানীয় সময় ভোরের কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্তাধীন। আল্লাহ শব্দখচিত মোজার ঘটনার সঙ্গে ককটেল বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে বলেও জানান তিনি।  তিনি আরও বলেন, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  সংবাদমাধ্যম জানিয়েছে, অনলাইনে মোজার ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। পবিত্র রমজানে কেনাকাটা করতে গিয়ে বিষয়টি সামনে আসে। এতে মুসলিমরা ক্ষুব্ধ হন। এ ছাড়া মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা  এ ঘটনার সমালোচনা করেছেন।  মালয়েশিয়ার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। দেশটির মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ মানুষ মুসলিম। যা সংখ্যায় প্রায় তিন কোটি ৪০ লাখ। গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার চাইয়ের এ আচরণের নিন্দা জানিয়েছেন। এ ছাড়া তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।  দেশটির রাজপ্রাসাদ থেকে এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।  এএফপি জানিয়েছে, দেশটির আইনানুসারে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 
৩০ মার্চ, ২০২৪

আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও  ইউনিয়ন  আ.লীগ নেতা আব্দুস সালামের ব্যক্তিগত গাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আব্দুস সালামসহ আরও চারজন।  রোববার (২৪ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার ঘোড়া স্ট্যান্ড এলাকার চৌধুরী মোড়ে পৌঁছলে প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫-৭টি বোমা বিস্ফোরণ ঘটায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ থেকে নয়ালাভাঙ্গা বাড়ি ফেরার পথে তাকে বহনকারী প্রাইভেটকারে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময়  গাড়ির সামনের চাকা পাংচার ও গ্লাস ভেঙে যায়। তবে এতে কোনো প্রাণহানি না ঘটলেও জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ মামুন নামে একজন সামান্য আহত হন। পরে মামুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে। মিন্টু রহমান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
২৫ মার্চ, ২০২৪

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
যশোরের মণিরামপুর কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।  আহত দুই শিশু হলো- ফতেয়াবাদ গ্রামের আসলাম সরদারের ছেলে আরজু হোসেন (৮) ও একই গ্রামের বাবলু রহমানের ছেলে মাইমুন আহম্মেদ (৪)। চিকিৎসা দিতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আরজু ও মাইমুন ফতেয়াবাদ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই বাড়ির একটি ঘর থেকে শিশুরা লাল-কালো টেপ প্যাঁচানো বল সদৃশ বস্তু দেখতে পায়। খেলার ছলে ওই টেপ খুলতেই বিকট শব্দে একটির বিস্ফোরণ ঘটে। এতে আরজুর বাম হাত ও মাইমুনের মুখসহ শরীরের ওপরের অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেয়। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। মণিরামপুর থানার ওসি এ বি এম মেহেদি মাসুদ কালবেলাকে বলেন, ঘটনাস্থল থেকে ৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৭ মার্চ, ২০২৪

আধিপত্য বিস্তারে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হয়। এতে দুপক্ষের তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জাজিরা ও সদর উপজেলা সীমানার মধ্যবর্তী এলাকার গঙ্গানগর বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মূলনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক মাদবর গ্রুপ ও জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হালেম তালুকদার গ্রুপের পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিতায় সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য ফারুক মাদবরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন হালেম তালুকদার গ্রুপের সদস্য খলিল ঢালী (৬৫) তিনি মূলনা ইউনিয়নের গয়ঘর মোল্লা কান্দি গ্রামের বাসিন্দা এবং ফারুক মাদবর গ্রুপের সোহাগ মাদবর(৪২) ও ফারুক মাদবর নিজে। মূলনা ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মাদবর কালবেলাকে বলেন, সন্ধ্যার সময় হালেম তালুকদারের গ্রুপের ২০-৩০ জন লোক নিয়ে বাজারে মহড়া দিচ্ছিল। পরে তাদের কাছে জানতে চাইলে তারা উগ্র আচরণ করে। এরপরই আমাকেসহ আমাদের লোকজনদের উপর হামলা করে। জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হালেম তালুকদার কালবেলাকে বলেন, গঙ্গানগর বাজারের সংঘর্ষের ব্যাপারে আমি কিছু জানি না। আমি বাড়িতে ছিলাম। জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। দুপক্ষের কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কাঁপল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় বিবদমান দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ওই এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ককটেল বিস্ফোরণের শব্দে সকালের ঘুম ভেঙেছে। এলাকায় থমথমে পরিবেশ, মানুষের‌ মাঝে আতঙ্ক বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিবদমান দুটি পক্ষের আধিপত্যের দ্বন্দ্বে এর আগে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ১৩ এপ্রিল নয়ালাভাঙ্গা ইউপির নবাবমোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. আলম আলী (৫৫)  নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন রাতে শিবগঞ্জ থানায় আ. লীগের স্থানীয় ৫৯ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। গত ২৫ জুন সন্ধ্যায় আলম হত্যা মামলার আসামি এক‌ই এলাকার দুরুল হোদাকে (৪০) মিরাটুলি বাবুপুর গ্রামে শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানায়, বিবদমান পক্ষ দুটি সোমবার নয়ালাভাঙ্গা এলাকার মিরাটুলি বাবুপুর মোড় ও আশপাশে অর্ধশতাধিক ককটেল মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ ও মানুষজনের মাঝে আতঙ্কে বিরাজ করছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি নির্মাণাধীন বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করে। পরের দিন সকালে র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে একটি ফাঁকা আম বাগানে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত আছে। এ ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে ।
১২ ফেব্রুয়ারি, ২০২৪
X