চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় বিবদমান দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ওই এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ককটেল বিস্ফোরণের শব্দে সকালের ঘুম ভেঙেছে। এলাকায় থমথমে পরিবেশ, মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিবদমান দুটি পক্ষের আধিপত্যের দ্বন্দ্বে এর আগে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ১৩ এপ্রিল নয়ালাভাঙ্গা ইউপির নবাবমোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. আলম আলী (৫৫) নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন রাতে শিবগঞ্জ থানায় আ. লীগের স্থানীয় ৫৯ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়।
গত ২৫ জুন সন্ধ্যায় আলম হত্যা মামলার আসামি একই এলাকার দুরুল হোদাকে (৪০) মিরাটুলি বাবুপুর গ্রামে শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, বিবদমান পক্ষ দুটি সোমবার নয়ালাভাঙ্গা এলাকার মিরাটুলি বাবুপুর মোড় ও আশপাশে অর্ধশতাধিক ককটেল মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ ও মানুষজনের মাঝে আতঙ্কে বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি নির্মাণাধীন বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করে। পরের দিন সকালে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে একটি ফাঁকা আম বাগানে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত আছে। এ ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে ।
মন্তব্য করুন