ঈদে ‌‘তেজপাতা’ উপহার দিলেন মমতাজ
ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন  ফোকসম্রাজ্ঞী মমতাজ।  ‘তেজপাতা’ শিরোনামে গানটি বুধবার (১০ এপ্রিল) টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।  গানটির কথা ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস। ঢাকার একটি ব্যস্ত কাঁচাবাজারে তেজপাতা মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। এ গানের প্রথম লাইনগুলো হচ্ছে—‘বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না।’ মমতাজ বলেন, ‘অনেকদিন পর ঈদে একটি নতুন গান করলাম। এটি নিঃসন্দেহে শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে। দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, সেগুলো যেমন মানুষের মুখে মুখে থাকে, তেমনি এ গানের কথাগুলোও চমৎকার। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি।  এটি ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’
১১ এপ্রিল, ২০২৪

কণ্ঠশিল্পী খালিদ আর নেই
জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে গ্রিন রোডের কমফোর্ড হাসপাতালে মারা যান তিনি।   ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন খালিদ। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’- এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ। বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কীভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।  কণ্ঠশিল্পী খালিদের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতে গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।
১৮ মার্চ, ২০২৪

কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে স্মরণ করল বাংলাদেশ সংগীত পরিষদ
‘তন্দ্রাহারা নয়ন আমার' গানের শিল্পী হাসিনা মমতাজকে স্মরণ করল বাংলাদেশ সংগীত পরিষদ। এই শিল্পীর স্মরণে গত শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীর আইরিশ স্কাই লাউঞ্জের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা সেখানে হাসিনা মমতাজের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। শিল্প ও সংস্কৃতির বিকাশে তার সাধনার নানা প্রসঙ্গ ওঠে আসে বক্তাদের কথায়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগীত পরিচালক শেখ সাদী খান, শিল্পী তিমির নন্দী, লীনু বিল্লাহ, সংগীত পরিচালক আনিসুর রহমান তনু, শিল্পী রেবেকা সুলতানা, কণ্ঠশিল্পী রূপা ফরহাদ, কণ্ঠশিল্পী মালা খুররম, নকীব খান, ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, আকরামুল ইসলাম, সাদিয়া আফরিন মল্লিক, কাজী মুখলেসুর রহমান, গীতিকার আবিদা রহমান এবং সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী রেহানা আশিকুর রহমান। গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনা মমতাজ।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আবারও ক্যানসারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন
আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।  সম্প্রতি অসুস্থ হয়ে পরায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই দেওয়া হবে রেডিওথেরাপিও।  এর আগেও ২০০৭ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা। পরে সবার সহযোগিতায় ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি।  পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। আব্দুল আলীম থেকে শুরু করে একালের উঠতি গায়কদের সঙ্গেও তিনি একের পর এক গান গেয়েছেন। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর ডি বর্মণের সুরে গান গাওয়ার। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সঙ্গেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসংগীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানা আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এ ছাড়া জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। ১৯৮৪ সালে বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতের ওপর লাভ করেন ডক্টরেট ডিগ্রিও। ১৯৯০ সালে শেরেবাংলা স্মৃতি পদক, ১৯৯১ সালে বিএফজেএ পুরস্কার ও উত্তম কুমার পুরস্কার, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার এবং একই বছর নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে পান ‘বেস্ট সিঙ্গার’ পুরস্কার।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ছাদ থেকে পড়ে জ্ঞান হারালেন কণ্ঠশিল্পী নকুল কুমার, অতঃপর..
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কয়েক মিনিট অচেতন থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়ায়।  তার ফেসবুক পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে তিনি মাটিতে পড়ে যান। এ সময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। নকুল কুমারের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে এখনো হাসপাতালে। নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির দোতলার চারপাশ শিমুল গাছের ডালে ছেয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী চিকিৎসা নেব। সবাই আমার জন্য দোয়া করবেন।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কণ্ঠশিল্পী মমতাজ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো ‘বাজুস’ ফেয়ারে উপস্থিত হন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মমতাজ তার নিজস্ব পেজে কয়েকটি ছবি পোস্ট করেন।  পোস্টে তিনি লিখেছেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর অব বাজুস’ মনোনীত করায় ধন্যবাদ বাজুস প্রেসিডেন্ট সায়েম সুবহান আনভীরসহ বাজুসের সকল কর্মকর্তাকে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয় ‘বাজুস ফেয়ার ২০২৪’।  দেশে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার’-এর আয়োজন করা হলো। এ প্রসঙ্গে মমতাজ বলেন, অসাধারণ এক আয়োজন এবারের ‘বাজুস ফেয়ার’। অলংকারই হলো নারীর অহংকার। এখানে সব নামকরা ব্যবসায়ীরা এসেছেন। সেই সঙ্গে অনেক সুন্দর সুন্দর গহনার কালেকশন রয়েছে। এসময় পুরোনো দিনের গহনাগুলো পুনরায় নতুন করে তুলে ধরার পরামর্শ দেন দেশ বরেণ্য শিল্পী মমতাজ। এদিকে বাজুস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় তার নির্বাচনী এলাকা সিঙ্গাইর-হরিরামপুর ও সদরেরর একাংশের দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন সাবেক এ সংসদ সদস্য।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে চার্জশিট
কনসার্ট না করে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত ৩০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর হুমায়ুন কবির এ চার্জশিট দাখিল করেন। গতকাল আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির ১ লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে উত্তোলন করেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে এজহারনামীয় আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত বছর ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলার পর ২০ মে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিনই আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওই বছরের ২২ মে বাদীকে কনসার্টে গান গাওয়ার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে চার্জশিট 
কনসার্ট না করে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত ৩০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর হুমায়ুন কবির এ চার্জশিট দাখিল করেন।  বুধবার (৭ ফেব্রুয়ারি) আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।  মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি নোবেল বাদীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে উত্তোলন করেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে না গিয়ে ওই টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে এজহারনামীয় আসামি নোবেলের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত বছরের ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলা দায়েরের পর ২০ মে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিনই আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওই বছরের ২২ মে বাদীকে কনসার্টে গান গাওয়ার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সনম পুরী
গাঁটছড়া বেঁধেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চে বাগদান হয় সনম-জুচোবেনির। খবর টাইমস অব ইন্ডিয়ার। সংবাদমাধ্যমে বিয়ের অনুভূতি প্রকাশ করে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’ পাঞ্জাবি ঐতিহ্য ও নাগা সংস্কৃতির মিশেলে সম্পন্ন হয়েছে সনম-জুচোবেনির বিয়ে। দুই সংস্কৃতির সংমিশ্রণের বিষয়ে সনম বলেন, ‘বিয়েতে দুই সংস্কৃতির মিশেল ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার ও বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা পাক। আমাদের বিয়ের আগের রাতে আমরা নিকটতম পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম, যেখানে নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ ও উদযাপন করি। এর আগে বিয়ের রিহার্সাল ছিল। সেখানে ছিলেন আমাদের প্রিয় মানুষরা।’ সম্প্রতি প্রকাশ হয়েছে সনম ব্যান্ডের নতুন একটি গান। সেটি গেয়েছেন সনম পুরীর স্ত্রী। ওই গানের বিষয়ে সনম বলেন, ‘আমি জানতাম যে তার কণ্ঠ এ গানের জন্য নিখুঁত হবে। মজার বিষয় হলো—গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায় এই গানটি, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
১২ জানুয়ারি, ২০২৪

মানিকগঞ্জ-২ / মৃত ও বিদেশে থাকাদের ভোটও দেওয়া হয়েছে : মমতাজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে মৃত ও বিদেশে থাকাদের ভোটও দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পরাজিত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম।  মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুমে নিজের বাড়িতে কর্মিসভায় এ কথা বলেন তিনি।  মমতাজ বেগম বলেন, সিংগাইর উপজেলার বলধরা, বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে অস্বাভাবিক ভোট পড়েছে। বিদেশে আছে, মারা গেছে তাদের ভোটও দেওয়া হয়েছে। আমি অন্য জায়গায় পাস করলেও, এসব এলাকায় অস্বাভাবিক ভোট হওয়ায় পরাজিত হয়েছি।  তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছড়িয়ে বিএনপি-জামায়াতের ভোট কিনে এমপি হয়েছেন। নির্বাচনের রাত থেকে তার লোকজন আমাদের অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে।  নেতাকর্মীদের উদ্দেশে মমতাজ বলেন, আপনাদের কারও ওপর হামলা হলে, আঘাত করলে আমাদের জানাবেন। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলে আমরাও বসে থাকব না। তবে, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।  কর্মিসভায় আরও বক্তব্য রাখেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী, সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমুখ। 
০৯ জানুয়ারি, ২০২৪
X