শনিবার ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট
শীতকে কনসার্টের মৌসুম ধরা হলেও সাম্প্রতিক সময়ে বছরজুড়েই দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট। তারই ধারাবাহিকতায় শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টসের আয়োজনে এ কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। ইতোমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। কনসার্টে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টলের পাশাপাশি থাকবে স্পন্সর বুথ ও নানা কর্মসূচি। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে থাকবে জুনিয়র চেম্বারস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ ছাড়াও বিশেষ কিছু আয়োজনে পার্টনার হিসেবে থাকবে এশিয়ান পেইন্টস্, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার র এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রুপ এবং কডিক্সেল থাকছে।  কনসার্টিতে রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক্।  এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। উক্ত কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি। আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়। এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।
০৯ মে, ২০২৪

কনসার্ট করতে অস্ট্রেলিয়া যাবেন তাহসান
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী অস্ট্রেলিয়া মাতাতে যাবেন। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন। অস্ট্রেলিয়া কনসার্টের বিষয়ে তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’  একক কনসার্টটি আয়োজন করছে রিমেইনস অস্ট্রেলিয়া। তবে এর টিকিট মূল্য এখনো প্রকাশ করা হয়নি।  এর আগে আগামী ১০ মে অনুষ্ঠিত হবে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ শীর্ষক কনসার্ট। এতে ‘ব্ল্যাক’র বর্তমান সদস্যদের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্য তাহসান, জন, মিরাজ ও টনি।  
০৫ মে, ২০২৪

মের গরমে জমবে কনসার্ট
দেশে চলছে হিট অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে কাবু নগরবাসী। প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না ঘর থেকে। নিয়ম মেনে চলছে সাধারণ মানুষের জীবন। সেই নিয়মের মধ্যে থেকেই এবার মে মাসে ৫টি কনসার্ট আয়োজন করা হচ্ছে ব্যান্ডপ্রেমীদের জন্য। তিনটি ঢাকায়, একটি চট্টগ্রামে। আসছে ১০ মে ঢাকার বসুন্ধরা এক্সপো জোনে আয়োজন করা হচ্ছে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্ট। সেখানে পারফর্ম করবে ব্ল্যাক (রি-ইউনিয়ন), ক্রিপটিক ফেইট, অনি হাসান, পপাই, রিকল, ওল্ড স্কুল ও ফারুক ভাই প্রজেক্ট। এটি হবে ওপেন কনসার্ট। এই কনসার্ট নিয়ে ইতোমধ্যেই ব্যান্ডপ্রেমীদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। অনেকেই মুখিয়ে আছেন ওল্ড ব্ল্যাকের জন্য, আগ্রহ আছে রিকল ও ওল্ড স্কুলকে নিয়েও। যাদের বেশকিছু গান দর্শকমহলে পরিচিত। এর এক দিন পর ১১ মে ব্যান্ডের শহরে ওপেন কনসার্ট করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। শহরের দ্য কিং অব চট্টগ্রামে কনসার্ট করবে তারা। দর্শকদের জন্য ২০০ টাকা মূল্যে টিকিট রাখা হয়েছে। ওয়ারফেজ ছাড়াও এখানে গান গাইবেন শাফিন আহমেদ, অ্যাভয়েডরাফা ও জেফার রহমান। ১১ মে ঢাকায় আরও একটি কনসার্ট রয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মাতাবে দেশের জনপ্রিয় দুই রক ব্যান্ড ক্রিপটিক ফেইট ও নেমেসিস। এর প্রবেশ মূল্য রাখা হয়েছে ৮০০ ও ৬৫০ টাকা। একই দিন ১১ মে ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। কনসার্টের শিরোনাম ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনা। এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবেন তরুণ গায়ক আহমেদ হাসান সানি। থাকবে ব্যান্ডদল কাকতাল। এ ছাড়া ৯ মে অ্যাশেজ যাবে রাজশাহী মাতাতে। আরও বেশকিছু কনসার্টের কথা হচ্ছে। যেগুলো মে মাসে অনুষ্ঠিত হবে। তবে বেশকিছু ওপেন কনসার্ট নিয়ে রয়েছে শঙ্কা। ঝড়ের আগাম বার্তার কারণে এই কনসার্টগুলো নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি আয়োজকরা।
২৮ এপ্রিল, ২০২৪

১০ বছর পর লন্ডনে জেমসের কনসার্ট
দীর্ঘ ১০ বছর পর ২০২৩ সালে লন্ডনে কনসার্ট করে ‘নগর বাউল’ জেমস। তার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সেবার লন্ডনের দ্য রয়েল রিগেনসি ও বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেন তিনি। মাস ৪ পর আবারও লন্ডন মাতাতে যাবেন দেশের এই রকস্টার। আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে গাইবেন তিনি। জেমসের লন্ডন সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি বলেন, ‘আগামী মাসে আমরা লন্ডন সফর যাচ্ছি। সবকিছু এরই মধ্যে নিশ্চিত হয়েছে। এবার শুধু লন্ডনেই দুটি কনসার্ট হবে। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে এরই মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’ এর আগে দেশেও জেমসের বেশকিছু কনসার্ট রয়েছে। সর্বশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।
২১ এপ্রিল, ২০২৪

কনসার্ট দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার পারলক্ষীপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের খালিদ হোসেন ও তামিম আহমেদ। আহত কিশোরের নাম মো. সজিব। তিনজনেই সম্পর্কে চাচাতো ভাই। আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় রাস্তার পাশে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। একজনকে আহত অবস্থায় পায়। পরে আহত একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের ফুফাতো ভাই বোড়াই গ্রামের আরশাদ হোসেন বলেন, ঈদের আনন্দ উদযাপন করতে দুই মামাতো ভাইসহ তিনজন কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুরে কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
১৪ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে ২০ কনসার্ট করবে সোলস
দেশের লিজেন্ডারি সফট রক ব্যান্ড সোলস। যাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে ছড়িয়ে আছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই গানের জগতে পথচলা তাদের। কনসার্ট করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার ব্যান্ডটি আবারও যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছে। বিষয়টি সোলসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সোলস ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের বিষয়ে প্রচার শুরু করে দিয়েছে সোলস ও আয়োজকরা। তবে এই সফরে টিমে থাকছেন না সোলসের জ্যেষ্ঠ সদস্য গায়ক নাসিম আলী খান। পারিবারিক ও ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফরে থাকছেন না তিনি। বিষয়টি নিয়ে সোলস ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই। জানা গেছে, এবারের যুক্তরাষ্ট্রের সফরে ২০টি শোতে পারফর্ম করবে সোলস। এ কারণে দিনরাত স্টুডিতে চলছে রিহার্সেল। এছাড়া ঈদ উপলক্ষে সোলস ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে। এদিকে আগামী ১ এপ্রিল লন্ডনে যাবেন পার্থ বড়ুয়া।  সেখান থেকেই যুক্তরাষ্ট্রে সোলস টিমের সঙ্গে যোগ দিবেন এই গায়ক। সোলসের সদস্য :  পার্থ বড়ুয়া,  নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি–বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)। এই সফরে ২০টির মতো কনসার্ট করবে দলটি।  
৩১ মার্চ, ২০২৪

মস্কোয় ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৯৩
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) রুশ তদন্ত কমিটি এই জানিয়েছে। খবর আলজাজিরার। সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা আলজাজিরাকে বলেছেন, এই ঘটনায় আট শিশুসহ অন্তত ১৮৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ক্রোকাস সিটি হলে জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের পারফরমেন্স দেখতে হাজারো মানুষ জড়ো হন। একপর্যায়ে স্বয়ংক্রিয় অস্ত্রধারী অন্তত পাঁচ ছদ্মবেশী বন্দুকধারী ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলির পাশাপাশি তারা বিস্ফোরণ ঘটায়। ফলে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।  এদিকে হামলার পরপর রাশিয়ায় বিমানবন্দর ও স্টেশনের পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছে, এই হামলার পর ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এসব তথ্য জানিয়েছে।
২৩ মার্চ, ২০২৪

মস্কোতে কনসার্ট হলে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ৬০
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।  শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ক্রোকাস সিটি হলে জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের পারফরমেন্স দেখতে হাজারো মানুষ জড়ো হন। একপর্যায়ে স্বয়ংক্রিয় অস্ত্রধারী অন্তত পাঁচ ছদ্মবেশী বন্দুকধারী ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলির পাশাপাশি তারা বিস্ফোরণ ঘটায়। ফলে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। রুশ তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ১৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০ জনের অবস্থা গুরুতর। এর আগে রুশ গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই হামলায় ৪০ জন নিহতের খবর দেয়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা কনসার্ট চলাকালীন মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। তারা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।  এদিকে হামলার পরপর রাশিয়ায় বিমানবন্দর ও স্টেশনের পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা। 
২৩ মার্চ, ২০২৪

প্রথমবার কুমিল্লায় সিম্ফনি অব রক কনসার্ট
মিউজিক বার অব বাংলাদেশের তৃতীয় বছর উদযাপনে কনসার্টের আয়োজন করেছে বেসরকারি ইভেন্ট প্রতিষ্ঠান মেলোডিক মাইনর ইভেন্টস লিমিটেড। আগামী ১৮ এপ্রিল কুমিল্লার শিল্পকলা একাডেমিতে কনসার্টটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে। প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। কনসার্টের শিরোনাম ‘সিম্ফনি অব রক চ্যাপ্টার ১’। কনসার্ট আয়োজন প্রতিষ্ঠানের সিও জাহিদুল আলম হিমেল কালবেলাকে বলেন, “আমাদের একটি মিউজিক গ্রুপ রয়েছে। যার নাম ‘মিউজিক বার অব বাংলাদেশ’, যেখানে আমরা দেশ-বিদেশের ব্যান্ড সংগীতের ইনফরমেশন নিয়ে কাজ করি। সেই গ্রুপটির তিন বছর উপলক্ষে প্রথমবারের মতো এ আয়োজন। আশা করছি আগামী দিনগুলোতে ব্যান্ডপ্রেমীদের জন্য আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারব। সেই যাত্রা কুমিল্লা থেকে শুরু হবে। এ ছাড়া কনসার্টে আমরা স্থানীয় ব্যান্ডগুলোর জন্য বড় একটি সুযোগ করে দিচ্ছি। আশা করছি আয়োজনটি কুমিল্লাবাসীর জন্য স্মরণীয় করে রাখতে পারব। এই গ্রুপটি দেশ ও দেশের বাইরে বেশ জনপ্রিয়।” এর আগে বছরের শুরুতে কুমিল্লায় ওপেন এয়ার কনসার্ট আয়োজন করা হলেও পরবর্তীকালে স্থগিত করা হয়। এবারের কনসার্টে প্রধান আকর্ষণ ব্যান্ড অ্যাশেজকে রেখে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ ছাড়া আরও পারফর্ম করবে হাইওয়ে, প্লাজমিক নক, আর্ট অব হেভেন, ক্রেক, এমিলের গোয়েন্দা বাহিনী, ব্লু স্কাই ও থাউজেন্ড ফ্রেম।
২৩ মার্চ, ২০২৪

মস্কোতে কনসার্ট হলে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।  শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে।  রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্ত্রাসীরা এ হামলায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় ৪০ জন নিহত হয়েছেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা কনসার্ট চলাকালীন মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। তারা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে। এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বিমানবন্দর এবং স্টেশনগুলোর পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা।  প্রসঙ্গত, স্থানীয় সময় সন্ধ্যায় ওই কনসার্ট হলে শিশু-কিশোরদের একটি নাচের প্রতিযোগিতা চলছিল। হলে প্রতিযোগীদের পাশাপাশি তাদের বাবা-মায়েরাও উপস্থিত ছিলেন।
২৩ মার্চ, ২০২৪
X