মিউজিক বার অব বাংলাদেশের তৃতীয় বছর উদযাপনে কনসার্টের আয়োজন করেছে বেসরকারি ইভেন্ট প্রতিষ্ঠান মেলোডিক মাইনর ইভেন্টস লিমিটেড। আগামী ১৮ এপ্রিল কুমিল্লার শিল্পকলা একাডেমিতে কনসার্টটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে। প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। কনসার্টের শিরোনাম ‘সিম্ফনি অব রক চ্যাপ্টার ১’।
কনসার্ট আয়োজন প্রতিষ্ঠানের সিও জাহিদুল আলম হিমেল কালবেলাকে বলেন, “আমাদের একটি মিউজিক গ্রুপ রয়েছে। যার নাম ‘মিউজিক বার অব বাংলাদেশ’, যেখানে আমরা দেশ-বিদেশের ব্যান্ড সংগীতের ইনফরমেশন নিয়ে কাজ করি। সেই গ্রুপটির তিন বছর উপলক্ষে প্রথমবারের মতো এ আয়োজন। আশা করছি আগামী দিনগুলোতে ব্যান্ডপ্রেমীদের জন্য আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারব। সেই যাত্রা কুমিল্লা থেকে শুরু হবে। এ ছাড়া কনসার্টে আমরা স্থানীয় ব্যান্ডগুলোর জন্য বড় একটি সুযোগ করে দিচ্ছি। আশা করছি আয়োজনটি কুমিল্লাবাসীর জন্য স্মরণীয় করে রাখতে পারব। এই গ্রুপটি দেশ ও দেশের বাইরে বেশ জনপ্রিয়।”
এর আগে বছরের শুরুতে কুমিল্লায় ওপেন এয়ার কনসার্ট আয়োজন করা হলেও পরবর্তীকালে স্থগিত করা হয়। এবারের কনসার্টে প্রধান আকর্ষণ ব্যান্ড অ্যাশেজকে রেখে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ ছাড়া আরও পারফর্ম করবে হাইওয়ে, প্লাজমিক নক, আর্ট অব হেভেন, ক্রেক, এমিলের গোয়েন্দা বাহিনী, ব্লু স্কাই ও থাউজেন্ড ফ্রেম।