পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডি
রমজানের কারণে পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। আন্তর্জাতিক কাবাডির সূচি অনুযায়ী মার্চে আয়োজিত হওয়ার কথা ছিল আসরের খেলা। ঐতিহাসিক ৭ মার্চ প্রতিযোগিতা শুরু এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ফাইনাল আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আসন্ন রমজানের কারণে বিকল্প ভাবতে হচ্ছে। একই কারণে আগামী বছর নির্ধারিত সময়ের পরে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. গাজী মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বঙ্গবন্ধু কাপ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আসন্ন রমজানের কারণে বিকল্প ভাবতে হচ্ছে। ঈদের পর আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা।’ ২০২১ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। কেনিয়াকে হারিয়ে অভিষেক আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২২ সালে পরের আসরের ফাইনালেও আফ্রিকান দেশটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। গত বছর চাইনিজ তাইপেকে হারিয়ে শিরোপার হ্যাটট্রিক পূর্ণ করে লাল-সবুজরা। চার আসরে শতভাগ সাফল্যর জন্য এরইমধ্যে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের শীর্ষ খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পে ডাকা হয়েছিল। সেখান থেকে কয়েক ধাপ বাছাইয়ের পর বর্তমানে ২৮ জনকে রাখা হয়েছে। এখান থেকে ১৫ জনের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। প্রস্তুতি সম্পর্কে সিনিয়র কোচ আব্দুল জলিল বলেছেন, ‘জাতীয় দলে খেলার উপযোগী সম্ভাব্য সব খেলোয়াড়কে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল। তাদের মধ্যে থেকে বাছাই করে কিছু খেলোয়াড়কে রাখা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে।’  সাবেক এ কাবাডি খেলোয়াড় আরও বলেন, ‘এখনও পুরোদমে প্রস্তুতি শুরু হয়নি। দল গঠনের প্রাথমিক প্রক্রিয়া চলছে। সামনের দিনগুলোতে ফিটনেস এবং ম্যাচ প্র্যাকটিস শুরু হবে।’ ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দল প্রস্তুতি প্রক্রিয়ায় আব্দুল জলিলের সঙ্গে কাজ করছেন সুবিমল চন্দ্র দাস, বাদশা মিয়া, আশরাফুল আলম, জাহেদ হোসেন ও আরদুজ্জামান মুন্সি। আয়োজকরা জানিয়েছেন, বিগত আসরগুলোর মতো এবারও সবগুলো মহাদেশের দলকে আমন্ত্রণ জানানো হবে।  
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে ও কেএসআরএম-এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জাধীন ১১টি দল ও আরআরএফ, চট্টগ্রামসহ মোট ১২টি অংশগ্রহণ করছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।  ডিআইজি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। দেশীয় সংস্কৃতির অপরিহার্য অংশ ঐতিহ্যবাহী কাবাডি খেলা যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম সৃষ্টি করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। উন্নয়ন-অগ্রযাত্রার চালিকা শক্তি যুবসমাজ যেন বিপথগামী না হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে সেলক্ষ্যে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।দেশের বিভিন্ন বাহিনী একেকটি খেলার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তাদের অনুপ্রেরণায় বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত থেকে শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে এ টুর্নামেন্টের আয়োজন।  তিনি বলেন, এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। তাদের বাছাই করে সঠিক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি সমৃদ্ধ হবে। তিনি যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চায় সক্রিয় থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তিকে দূরে ঠেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শন করেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনী খেলায় বান্দরবান পার্বত্য জেলা ৪২-১৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে পরাজিত করে।  অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিকেএসপির কর্মকর্তারা, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

সেমিফাইনালে পুলিশ কাবাডি ক্লাব
রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে জয় পেয়েছে গোপালগঞ্জ কাবাডি ক্লাব এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। দিনের প্রথম ম্যাচে গোপালগঞ্জ তিনটি লোনাসহ ৪২-২৯ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দলকে পরাজিত করে। ম্যাচ হারলেও একটি লোনা ছিল ফায়ার সার্ভিসের। এ জয়ের পরও সেমিফাইনালে উঠতে পারেনি গোপালগঞ্জ কাবাডি ক্লাব। নিজেদের প্রথম দুই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মেঘনা কাবাডি ক্লাবের কাছে হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় দলটির। ফায়ার সার্ভিসও সেমিফাইনালে উঠতে পারেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে হেরেছে দলটি। প্রতিযোগিতার আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব দুটি লোনাসহ ৪৩-৩৪ পয়েন্টে ডিএমপি কাবাডি ক্লাবকে পরাজিত করে। এ জয়ে ‘খ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্বেই দৌড় শেষ হয়েছে ডিএমপি কাবাডি ক্লাবের।
১৩ ডিসেম্বর, ২০২৩

টুকরো খবর / বিজয় দিবস কাবাডি শুরু
জয় দিয়ে রানার বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশ পুলিশ। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দিয়া স্পোর্টিং ক্লাবকে ৫৩-২০ পয়েন্টে হারিয়েছে দলটি। গতকাল শুরু হওয়া আসরের প্রথম দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রানার গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের ও পৃষ্ঠপোষক রানার গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ ডিসেম্বর, ২০২৩

মারা গেলেন সাবেক কাবাডি খেলোয়াড় জাকির
দুই বছর ধরে ব্রেইন টিউমারের সাথে লড়াইয়ের পর চিরতরে চলে গেলেন জাতীয় কাবাডি দলের সাবেক অলরাউন্ডার জাকির হোসেন। ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় কাবাডি দলের প্রতিনিধিত্ব করেন তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সবাইকে কাঁদিয়ে ৩৯ বছর বয়সী জাকির টিউমারের কাছে হার মানেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায় দুই বছর আগে খেলার সময় মাথায় আঘাত পেয়েছিলেন জাকির হোসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রেন টিউমারের অস্তিত্ব মেলে তার মস্তিস্কে। অস্ত্রোপচারের পর কিছু দিন ভালোও ছিলেন তিনি। তবে গত কিছু দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু এরপর তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। জাতীয় দলে তার সতীর্থ ও এক সময়ের অধিনায়ক মাসুদ করিম বাংলাদেশের এক অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের সঙ্গে খেলার সময় জাকির মাথায় আঘাত পায়। সেখান থেকেই ওর টিউমার ধরা পড়ে।’ তিনি আরও বলেন, এত অল্প সময়ে জাকির চলে যাবে সেটা মানতে পারছি না। টিমমেট হিসেবে ও অসাধারণ ছিল। আমরা এক সঙ্গে জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি। সাতক্ষীরার গ্রামের বাড়িতে জাকিরের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
১৬ নভেম্বর, ২০২৩
X