রমজানের কারণে পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। আন্তর্জাতিক কাবাডির সূচি অনুযায়ী মার্চে আয়োজিত হওয়ার কথা ছিল আসরের খেলা।
ঐতিহাসিক ৭ মার্চ প্রতিযোগিতা শুরু এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ফাইনাল আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আসন্ন রমজানের কারণে বিকল্প ভাবতে হচ্ছে। একই কারণে আগামী বছর নির্ধারিত সময়ের পরে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. গাজী মোজাম্মেল হক।
তিনি বলেছেন, ‘পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বঙ্গবন্ধু কাপ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আসন্ন রমজানের কারণে বিকল্প ভাবতে হচ্ছে। ঈদের পর আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা।’
২০২১ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। কেনিয়াকে হারিয়ে অভিষেক আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২২ সালে পরের আসরের ফাইনালেও আফ্রিকান দেশটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। গত বছর চাইনিজ তাইপেকে হারিয়ে শিরোপার হ্যাটট্রিক পূর্ণ করে লাল-সবুজরা। চার আসরে শতভাগ সাফল্যর জন্য এরইমধ্যে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের শীর্ষ খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পে ডাকা হয়েছিল। সেখান থেকে কয়েক ধাপ বাছাইয়ের পর বর্তমানে ২৮ জনকে রাখা হয়েছে। এখান থেকে ১৫ জনের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।
প্রস্তুতি সম্পর্কে সিনিয়র কোচ আব্দুল জলিল বলেছেন, ‘জাতীয় দলে খেলার উপযোগী সম্ভাব্য সব খেলোয়াড়কে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল। তাদের মধ্যে থেকে বাছাই করে কিছু খেলোয়াড়কে রাখা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে।’
সাবেক এ কাবাডি খেলোয়াড় আরও বলেন, ‘এখনও পুরোদমে প্রস্তুতি শুরু হয়নি। দল গঠনের প্রাথমিক প্রক্রিয়া চলছে। সামনের দিনগুলোতে ফিটনেস এবং ম্যাচ প্র্যাকটিস শুরু হবে।’
৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দল প্রস্তুতি প্রক্রিয়ায় আব্দুল জলিলের সঙ্গে কাজ করছেন সুবিমল চন্দ্র দাস, বাদশা মিয়া, আশরাফুল আলম, জাহেদ হোসেন ও আরদুজ্জামান মুন্সি।
আয়োজকরা জানিয়েছেন, বিগত আসরগুলোর মতো এবারও সবগুলো মহাদেশের দলকে আমন্ত্রণ জানানো হবে।
মন্তব্য করুন