কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম
কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ সিনিয়র নেতারা।   শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তারা কারাবন্দি ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দীন সিরাজ, ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ শাখি, নবাবপাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান, ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল, ৩৩নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস, ৩৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্লাম রাজু, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল রউফ রনি, বংশাল থানা নেতা মোহাম্মদ সোহেল এবং শাহিদের বাসভবনে যান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম হোসেন, ৩৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারভেজ হ্যাপিসহ বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
২৭ এপ্রিল, ২০২৪

বিএনপির কারাবন্দি নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগরীর নেতারা
দীর্ঘদিন কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে খোকনের ঢাকার বাসায় যান নেতারা। এ সময় বিএনপির নেতারা তার সহধর্মিণী ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদস্য ফারুক-উল- ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বীথি প্রমুখ।
২০ এপ্রিল, ২০২৪

কারাবন্দি নবী উল্লাহর বাসায় আব্দুস সালাম
কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর পরিবারের সদস্যদের খোঁজখবর  নিতে তার বাসায় যান দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যার পর  নবীর যাত্রাবাড়ী নবীনগরস্থ বাসভবনে যান তিনি। এ সময় নবীর অসুস্থ সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন সালাম। এ সময় উপস্থিত ছিলেন  মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, সদস্য জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামান, খোরশেদ আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, আতিকুল হকসহ প্রমুখ নেতারা। উল্লেখ, গত ৬ জানুয়ারি নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করে পুলিশ।
১৫ মার্চ, ২০২৪

কারাবন্দি বিএনপি নেতা আমানের পরিবারের খোঁজ নিলেন মঈন খান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কারাবন্দি আমানউল্লাহ আমানের পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আমানের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী সাবেরা আমানকে সমবেদনা জানান ড. আব্দুল মঈন খান। দুপুরে বিএনপি নেতা আমানের মহাখালীস্থ ডিওএইচএসের বাসায় যান তিনি। এসময় মৎসজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন। মঈন খান সেখানে কারারুদ্ধ বিএনপি নেতা আমানের পরিবারের খোঁজখবর নেন এবং আশাবাদ প্রকাশ করেন যে, আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে আমানকে যেন অবিলম্বে জামিন প্রদান করা হয়।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

জেল সুপার, পুলিশ কর্মকর্তার পরিচয়ে কারাবন্দি পরিবারকে ফোন, অতঃপর...
কখনো জেল সুপার, আবার পুলিশ কর্মকর্তা বা পরিচয় দিতেন আইনজীবী হিসেবে। নিজেকে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত দিয়ে কারাগারে বন্দি আসামিদের আত্মীয়স্বজনদের কাছে ফোন করতেন। বিভিন্ন উপায়ে আসামি মুক্ত করার কথা বলে স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এমন চক্রের মূল হোতাকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড়ের আহাদ মোড় এলাকার আজহার সরকারের ছেলে মো. মামুন হোসেন (৩০) ও একই এলাকার শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২৮)। এহতেশামুল হক খান জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকার আদালত প্রাঙ্গণে উদ্ধেগ উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য আবার অনেকে অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এ ধরনের ব্যক্তিদের আত্মীয়স্বজনদের টার্গেট করে এক ধরনের প্রতারক চক্র। কখনো জেল সুপার, জেলা পুলিশ, উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নাম্বারে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এ চক্রটি দীর্ঘদিন ধরে পাবনা জেলাতে নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতরণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হয়ে একজন লিখিত অভিযোগ করলে মাঠে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. মামুন ও তার সহযোগী ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব বিষয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।  
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

কারাবন্দি বিএনপি নেতা শরীফুল আলমের বাসায় প্রিন্স 
দলের কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক  ও কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি কারাবন্দি শ‌রীফুল আলমের পরিবারের খোঁজ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শরীফুল আলমের বাসায় যান সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। তারা কারাবন্দি শরীফুল আলমের স্ত্রী ও ছেলের কাছ থেকে পরিবারের খোঁজ নেন। গত বছরের ৪ নভেম্বর ভৈরবের কমলপুর থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।  তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা রয়েছে। সব মামলায় জামিন না হওয়ায় এখনও কারাগারে রয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক  শরীফুল আলম।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

কারাবন্দি নেতা চাঁদের পরিবারের খোঁজ নিলেন রিজভী
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান রিজভী। এ সময় চাঁদের গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার তার সঙ্গে ছিলেন। পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবনযাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তির দাবি জানান। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, এভাবে বেশিদিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

কারাবন্দি যুবদল নেতার বাসায় মোনায়েম মুন্না 
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারাবন্দি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ানের বাসায় যান সংগঠনটির সদ্য কারামুক্ত সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় কারাবন্দি সুমনকে অতি দ্রুত মুক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও তার পরিবারকে আশ্বস্ত করেন যুবদলের এই সাধারণ সম্পাদক। মোনায়েম মুন্নার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (বরিশাল বিভাগ) তসলিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সুমন প্রমুখ।  এদিকে, বিএনপির মহাসচিবসহ কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় বাসায় যাচ্ছেন বিএনপি নেতারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও হাবিবুর রহমান হাবিবের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ ছাড়া গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেন গয়েশ্বর রায়।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪
X