কালবেলায় আজকের জনপ্রিয় পাঁচ খবর
দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কালবেলা’। পত্রিকার অনলাইন সংস্করণ কালবেলা অনলাইনে সোমবার (৬ মে) প্রকাশিত সংবাদগুলোর মধ্যে পাঁচটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো - মোটরযান চালকদের সুখবর দিল বিআরটিএ জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত সর্বশেষবারের মতো এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে নতুন এই সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন মোটরযান মালিকরা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ১ লাখ টাকায় পাবেন ১১ লাখ! আপনি রিকশায় উঠেছেন। নামার সময় রিকশাচালক আপনাকে একটা ডলার বা ইউরোর নোট দেখিয়ে বোকা বোকা ভাব নিয়ে বলবে, স্যার এইটা কী জিনিস দেখেন তো। আমার রিকশায় একজন ব্যাগ ফেলে গেছে। সেখানে এক বান্ডেলে ১০০টা এই কাগজ আছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য কারাগার থেকে মুক্ত হয়েই জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৪ মে) মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য দেন তিনি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সৌদিতে কি কেয়ামতের আলামত দেখা দিয়েছে? কেয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত হলো- অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে; প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড়বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম জারি হজ ভিসা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। নতুন নিয়মে হজ ভিসা দিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। এর বাইরে অন্যকোনো স্থানে ভ্রমণ করা যাবে না। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।  
০৬ মে, ২০২৪

সংখ্যালঘুবান্ধব সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি কালবেলা সম্পাদকের
২০১৮-২০২৪ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুবান্ধব সব প্রতিশ্রুতি এই মেয়াদে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব কালবেলার সম্পাদক ও সাংবাদিক সন্তোষ শর্মা। শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।  কালবেলা সম্পাদক বলেন, বাংলাদেশে এই সরকারের মেয়াদে যোগাযোগ সেক্টরে রীতিমতো বিপ্লব হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু। মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল নির্মাণও হয়েছে। এসব স্থাপনার চালুর মধ্য দিয়ে দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আজকের অনুষ্ঠানে উপস্থিতসহ দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে দুঃখ রয়ে গেছে।  তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা আওয়ামী লীগের পক্ষ থেকে সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এবারের নির্বাচনী ইশতেহারেও পুরোনো প্রতিশ্রুতিগুলো ক্ষমতাসীন দল বহাল রেখেছে।  সন্তোষ শর্মা বলেন, আমাদের আকুল আবেদন নির্বাচনী ইশতেহারে দেওয়া ৭ দফা প্রতিশ্রুতির সবকটি দ্রুত সময়ে আওয়ামী লীগ বাস্তবায়ন করবে। এরমধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
১৬ মার্চ, ২০২৪

টুকরো খবর / কোয়ার্টার ফাইনালে কালবেলা
‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৪’ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে কালবেলা। গতকাল শেষ আটের লড়াইয়ে রুহুল আমিনের একমাত্র গোলে বাংলানিউজ টোয়েন্টি ফোরকে হারায় তারা। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ যুগান্তর। সেমির লড়াইয়ে কালবেলা ছাড়াও খেলবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল আই, যমুনা টেলিভিশন, ৭১ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও ঢাকা ট্রিবিউন। রাউন্ড অব সিক্সটিনের খেলায় শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে কালবেলা। প্রথমার্ধে গোল না পেলেও প্রতিপক্ষের গোল লাইনে বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে দ্বিতীয়ার্ধে এসে দারুণ একটি সুযোগ কাজে লাগান রুহুল আমিন। হেড থেকে গোল করেই দলকে কোয়ার্টারে তোলেন তিনি। ম্যাচসেরা নির্বাচিত হন রুহুল আমিন। দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল আই, ৭১ টেলিভিশন, দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন ও বৈশাখী টেলিভিশন।
০৮ মার্চ, ২০২৪

কুষ্টিয়ায় কালবেলা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ
সংবাদ সংগ্রহকালে কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরাপারসন এসআই সুমন এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বিদ্যুৎ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা, বাংলাভিশন টেলিভিশন ও দেশ রূপান্তরের প্রতিনিধি হাসান আলী, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের প্রতিনিধি মিলন উল্লাহ, দেশটিভির প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, এনটিভির প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মতলবে কালবেলা সাংবাদিকের ওপর হামলা
সংবাদ প্রকাশের জেরে কালবেলার মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. মমিনুল ইসলামের (৩৩) ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়েছে স্থানীয় মাদক কারবারিরা। গতকাল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা ভূমি কার্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর এ হামলা চালানো হয়। আহত মমিনুল উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার দেওয়ানজিকান্দি গ্রামের দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আহত মমিনুল। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা হলো আমির হোসেন মোল্লা, রাজিব মৃধা, মিজান মোল্লাসহ ছয় থেকে সাতজন। তারা প্রত্যেকেই ছেঙ্গারচর পৌরসভার ঘনিয়ারপাড়ের বাসিন্দা। স্থানীয়রা জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির ও মিজানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। একই সঙ্গে মিজানকে গরু চুরির অপরাধে পুলিশ আটকের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়। ভিডিও ভাইরাল ও পত্রিকায় সংবাদ প্রকাশে মমিন জড়িত সন্দেহে তার ওপর এ হামলা চালানো হয়। অভিযোগ প্রসঙ্গে হামলাকারীরা গা ঢাকা দেওয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।
১৭ ডিসেম্বর, ২০২৩

কালবেলা প্রতিবেদককে হুমকি ও থানায় অভিযোগ 
সংবাদ প্রকাশের জেরে ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবেলা প্রতিবেদকের বিরুদ্ধে থানায় অভিযোগ ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিক পরিচয়দানকারী আলমগীর কবির আলফাডাঙ্গা পৌর সদর বাজারের মায়ের দোয়া গোশত ভাণ্ডার থেকে ল্যাব টেস্টের নামে মাংস নিয়ে যায়। প্রতিদিনের মতো ওই দিনও গরু জবাই করা হয়। এমন সময় সেখানে উপস্থিত হন আলমগীর কবির। ভয়ভীতি প্রদর্শন করে নিয়ে যান মাংস। আশপাশের দোকানিরাও জানিয়েছেন আলমগীরের মাংস নিয়ে যাওয়ার কথা।  ‘সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা, টাকা ছাড়াই নিয়ে গেল মাংস’ শিরোনামে আলমগীর কবিরের কুকীর্তি কালবেলা মাল্টিমিডিয়া নিউজে শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপযুক্ত তথ্য-প্রমাণসহ প্রকাশ পেলে আলমগীর কবির একইদিন রাত ১০টায় আলফাডাঙ্গা থানায় মনগড়া পরিকল্পনায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। যেখানে উল্লেখ আছে, ‘কালবেলা প্রতিবেদক তন্ময় উদ্দৌলা আমাকে নামসর্বস্ব ও ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে সুস্থ সবল মস্তিষ্কে আমার মানের হানি ঘটিয়েছে।’  এ ছাড়াও আলমগীর কবির কালবেলা প্রতিনিধি তন্ময় উদ্দৌলাকে ফোনে হুমকি দিয়ে বলেন, ‘আলফাডাঙ্গাতে সাংবাদিকতা নতুন করছ, করো। এর পরিণতি ভালো হবে না। যা পারো তুমি করো, তোমাকে সর্বোচ্চটুকু করার অনুমতি দিলাম।’ এ প্রসঙ্গে আলফাডাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেন ফোনে কালবেলাকে জানান, আলমগীর কবির নামে একজন ব্যক্তি তার মানহানি হয়েছে মর্মে আলফাডাঙ্গার দৈনিক কালবেলা প্রতিনিধি তন্ময় উদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা সত্য-মিথ্যা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। 
২৫ নভেম্বর, ২০২৩

ঢাকায় কালবেলা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের মানববন্ধন
গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে কালবেলার সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, কার্যনিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, এম এ আলম, কাজী সেলিম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আবুল কাশেম মন্ডল ও আবদুর রউফ, সবুজ খন্দকার প্রমুখ।  প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  
৩০ অক্টোবর, ২০২৩

গণমানুষের প্রত্যাশা ফুটিয়ে তুলেছে কালবেলা
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে এরইমধ্যে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেন দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের এই চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যন্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি। দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি মুনওয়ার কানন, ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, জেলা অনলাইন ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইসলামসহ অন্যান্যরা। এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এনটিভি'র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কালবেলার চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার, ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক চাঁদপুর সময় এর বার্তা সম্পাদক এস আর শাহ আলম, দৈনিক আদি বাংলার যুগ্ম বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে সকলকে সঙ্গে নিয়ে তিনি কেক কাটায় অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছেন।
১৮ অক্টোবর, ২০২৩
X