২০১৮-২০২৪ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুবান্ধব সব প্রতিশ্রুতি এই মেয়াদে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব কালবেলার সম্পাদক ও সাংবাদিক সন্তোষ শর্মা।
শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
কালবেলা সম্পাদক বলেন, বাংলাদেশে এই সরকারের মেয়াদে যোগাযোগ সেক্টরে রীতিমতো বিপ্লব হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু। মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল নির্মাণও হয়েছে। এসব স্থাপনার চালুর মধ্য দিয়ে দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আজকের অনুষ্ঠানে উপস্থিতসহ দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে দুঃখ রয়ে গেছে।
তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা আওয়ামী লীগের পক্ষ থেকে সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এবারের নির্বাচনী ইশতেহারেও পুরোনো প্রতিশ্রুতিগুলো ক্ষমতাসীন দল বহাল রেখেছে।
সন্তোষ শর্মা বলেন, আমাদের আকুল আবেদন নির্বাচনী ইশতেহারে দেওয়া ৭ দফা প্রতিশ্রুতির সবকটি দ্রুত সময়ে আওয়ামী লীগ বাস্তবায়ন করবে। এরমধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
মন্তব্য করুন