চাঁদপুরের মতলব দক্ষিণে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেছেন, কালবেলা পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায়। আর এ চর্চা অব্যাহত রেখে তারা সব সময় সাদাকে সাদা এবং কালাকে কালো বলে এগিয়ে যাচ্ছে। আমরা পাঠক হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলা পত্রিকা ও সংশ্লিষ্ট সবািইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মঙ্গলবার (২৪ অক্টোবর) শহরের একটি স্কুলের হল রুমে নবরূপে প্রকাশে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়। মতলব সরকারি ডিগ্রি কলেজ ইংরেজী বিভাগের প্রভাষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সংগঠক ফয়সাল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক দৈনিক কালবেলার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি চয়ন চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গোলাম হায়দার মোল্লা, খাঁদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মো. আকাতার হোসেন, আমাদের সময় পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মো. মাহফুজ মল্লিক প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য, সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার বার্তা সম্পাদক মান্নান খাঁন, আওয়ার বাংলাদেশ পত্রিকার মতলব প্রতিনিধি লোকমান হাবিব, দৈনিক রুপসী বাংলা পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি মো. কাজী নজরুল প্রমুখ। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য মো. রকিবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও আজকের মতলব পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন চক্রবর্তীর পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক,সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও কালবেলা পত্রিকার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনার পরে অতিথিসহ সকলে মিলে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
২৪ অক্টোবর, ২০২৩

রংপুরের কাউনিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রংপুরের কাউনিয়ায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় কেক কেটে কালবেলা জন্মদিন উদযাপন করা হয়। এ ছাড়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অনলাইন প্রেস ক্লাব কাউনিয়ার অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কাউনিয়া থানার ওসি মো. মোনাতাছের বিল্লাহ্, ওসি তদন্ত মো. ফরহাদ হোসেন মন্ডল, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ রাজু আহমেদ, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা আহ্বায়ক মো. আকরাম হোসেন। এ ছাড়া কাউনিয়া রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ্ মো. মোবাশ্বারুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুম আলী, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জসিম। পরে কালবেলা পত্রিকার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
২৩ অক্টোবর, ২০২৩

মেহেরপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।  আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, কালবেলা এখন আমাদের দৈনন্দিন চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। এক বছরের মধ্যেই কালবেলা তার বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশব্যাপী গ্রহণযোগ্যতা তৈরির পাশাপাশি আমাদের মনোজগতেও প্রভাব ফেলেছে। অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি মিটিং এর কারণে তিনি উপস্থিত হতে না পেরে কালবেলার মেহেরপুর প্রতিনিধিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।  মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বি, জেলা প্রেস ক্লাব মেহেরপুরের সভাপতি তোজাম্মেল আজম, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু।  এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। আলোচনা সভায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বি বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ খবর প্রকাশের নির্ভীক একটি মাধ্যম। আশা করছি দৈনিক কালবেলা ভবিষ্যতে সংবাদ প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবে। বিশেষ অতিথি মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারাদেশ অনেক পুরাতন ও ভালো পত্রিকা থাকার পরও দৈনিক কালবেলা এক বছরেই যে সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করে শিষে উঠে এসেছে তার মূল কারণ কর্তৃপক্ষের বলিষ্ঠ ভূমিকা ও সারাদেশের সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ। পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আশা করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, কালবেলা এক বছরের একটি নবজাতক শিশু কিন্তু এই এক বছরের প্রমাণ হয়েছে। কালবেলা অনেক দূর যাবে এবং অনেক ভালো করবে। এ কারণেই কালবেলাকে অভিনন্দন। কালবেলা আমাদের অনেক বড় প্রাপ্তি এবং জীবনের নতুন অধ্যায়ের সৃষ্টিকর্তা। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২৩ অক্টোবর, ২০২৩

শরীয়তপুরের ভেদরগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় আলোচনাসভা হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। দৈনিক কালবেলা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. মিরাজ সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাদবর, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডি এম আমির হোসেন, ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না সিকদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাসার, ভেদরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সহিদ উজ্জামান খান, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এম গোলাম মোস্তফা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ছগির হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শাকিল, সখিপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আহম্মেদ শাকিল, সখিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি জি কে সানজিদ। এ ছাড়া সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার সম্পাদক সোহেল রানা, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইফ রুদাদ, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রায়েজুল আলম, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সিহাব, দৈনিক যায়যায়দিন পত্রিকার ডামুড্যা উপজেলা উপজেলা প্রতিনিধি কালাম সরদার, দৈনিক খোলা কাগজের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী, দৈনিক প্রতিদিন খবরের জেলা প্রতিনিধি মিরাজ পালোয়ান, দৈনিক আমার সংবাদের গোসাইরহাট উপজেলা প্রতিনিধি নয়ন দাস, দৈনিক আমার সংবাদের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুম তালুকদার, দৈনিক গণমুক্তি পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শফি দেওয়ান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্র বার্তার স্টাফ রিপোর্টার নাসির খান, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক কালবেলা পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি ইয়ামিন কাদের নিলয়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক সংবাদ মোহনার জেলা প্রতিনিধি আমান আহমেদ সজিব, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ, মফস্বল সাংবাদিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ার হোসেন বাবু, দৈনিক রুদ্র বাংলার জেলা প্রতিনিধি আক্তার হোসেন, ইংরেজি গ্লোবাল ন্যাশন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, পরিবেশ ও মানবাধিকার কর্মী আমির হোসেন, দৈনিক বর্তমান কথা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা বলেন, মাত্র এক বছরের মধ্যেই কালবেলা পত্রিকা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কালবেলা পত্রিকা দেশের সব মানুষের কথা বলে। তাদের এ ধারা অব্যাহত থাকলে অচিরেই পত্রিকাটি দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে। সভাপতির বক্তব্যে কালবেলা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় বলেন, ‘পাঠকদের সহযোগিতা ও ভালোবাসায় কালবেলা বহুদূর এগিয়ে যাবে।’   
২২ অক্টোবর, ২০২৩

মনোহরদীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নরসিংদীর মনোহরদীতে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার ১৯ (অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মো. এ কে এম জহিরুল হক জহির, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রায়হান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, মনোহরদী সরকারি কলেজের সাবেক জি এস মঞ্জুরুল আহসান রূপন, উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন বাদল, মনোহরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান নূর, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি জেড এম শাহজাহান মোল্লা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
১৯ অক্টোবর, ২০২৩

জাজিরায় বৃক্ষরোপণসহ নানা আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শরীয়তপুরের জাজিরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেন কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম মোল্লা। এ সময় প্রথমে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভার পাশাপাশি কেক কেটে ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে উপজেলা পরিষদ চত্বরে কৃষ্ণচুরাসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি মিরাজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা উপজেলা প্রতিনিধি মো. ইমরান হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, জাতীয় দৈনিক আজকের দর্পণের জাজিরা প্রতিনিধি শাওন বেপারী, হৃদয়ে শরীয়তপুরের জাজিরা প্রতিনিধি সাগর মিয়া এবং মুক্তিযুদ্ধ ৭১ সংবাদের জাজিরা প্রতিনিধি রাশেদুল ইসলাম রিয়াদসহ জাজিরা প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকরা।
১৮ অক্টোবর, ২০২৩

পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮অক্টোবর) বিকেলে বাউফল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মিলাদ ও কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কালবেলা পত্রিকার বাউফল প্রতিনিধি মশিউর মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল রিপের্টার্স ইউনিটির সভাপতি দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, দৈনিক পর্যবেক্ষন প্রতিনিধি মিশু সিকদার, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি জাহিদ সিকদার, দৈনিক অধিকার প্রতিনিধি আবু বকর মিল্টন, দৈনিক সন্ধ্যা বানী প্রতিনিধি মু. মোজাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কালবেলা অনলাইন এডিটর পলাশ মাহমুদের সদ্য প্রয়াত মা জাহানারা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি করে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও কালবেলা বাউফল প্রতিনিধি মশিউর মিলন দৈনিক কালবেলার পত্রিকার পাশে থাকায় ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সবার কাছে সহযোগিতা কামনা করে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে কালবেলা আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। এছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য কামনা করে বক্তারা।  
১৮ অক্টোবর, ২০২৩

নরসিংদীর বেলাবতে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে নরসিংদীর বেলাবতে জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূইয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নিলু, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মানিক, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাদেক, বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল হক, যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মো. বাদল মিয়া, আশিকুর ইসলাম সৈকত, ফয়সাল আহমেদ আব্দুল্লা ও দৈনিক গড়বো বাংলাদেশ জেলা প্রতিনিধি কাজী শাহিনূর আক্তারসহ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে পত্রিকার সাফল্য কামনা করেন।  
১৮ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ময়মনসিংহের ভালুকায় বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাব ভালুকা কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কালবেলা পত্রিকার ভালুকা প্রতিনিধি শেখ আজমল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ্ আশরাফুল হক জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজি আব্দুর রহমান, আ.লীগ নেতা সিরাজ মাষ্টার, উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক দেশ রূপান্তর ভালুকা প্রতিনিধি শাহ্ মো. আলী আজগর, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ভোরের ডাক প্রতিনিধি শাহ মো. আকরাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নূরে আলম সিদ্দিকী স্বপন, দলিল লেখক সাইফুল ইসলাম খান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মীর ফাহাদ, বণিক বার্তার প্রতিনিধি মোরশিদুল আলম, জবাবদিহির প্রতিনিধি আবু তায়েব, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাবিবুর রহমান তরফদার, মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান, শেখ এনামুল হাসান প্রমুখ। কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ভালুকা গফরগাঁও সড়কে র‌্যালি বের করা হয়।  
১৮ অক্টোবর, ২০২৩

ভালুকায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ময়মনসিংহের ভালুকায় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) উপজেলা প্রেস ক্লাব ভালুকা কার্যালয়ে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।  কালবেলা পত্রিকার ভালুকা প্রতিনিধি শেখ আজমল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজি আব্দুর রহমান, আ.লীগ নেতা সিরাজ মাস্টার, উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক দেশ রূপান্তর ভালুকা প্রতিনিধি শাহ্ মো. আলী আজগর, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ভোরের ডাক প্রতিনিধি শাহ মো. আকরাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নূরে আলম সিদ্দিকী স্বপন, দলিল লেখক সাইফুল ইসলাম খান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মীর ফাহাদ, বণিক বার্তা প্রতিনিধি মোরশিদুল আলম, জবাবদিহি প্রতিনিধি আবু তায়েব, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাবিবুর রহমান তরফদার, মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান, শেখ এনামুল হাসান প্রমুখ। কেক কাটা শেষে ভালুকা গফরগাঁও সড়কে র‌্যালি বের করা হয়।
১৮ অক্টোবর, ২০২৩
X