চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহাম্মদ ম‌ল্লিক (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। অপর ঘটনায় টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।  শ‌নিবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাটাচোরা মাঠে ও গো‌বিন্দহুদা গ্রামের বাড়িতে পৃথক এ দুর্ঘটনা ঘটে। মৃত আহাম্মদ ম‌ল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের ম‌ল্লিকের ছেলে ও আহত টুনু খাতুন একই উপজেলার গো‌বিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী। দামুড়হুদা সদর ইউ‌নিয়নের সাবেক মেম্বার পাটাচোরা গ্রামের কুতুব উদ্দীন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ কর‌ছিলেন আহাম্মদ ম‌ল্লিক। পরে তিনি মাঠ থেকে বা‌ড়ি ফেরার জন্য রওনা দিলে রাস্তায় বজ্রপাতের আঘাতে মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গো‌বিন্দহুদা গ্রামে বজ্রপা‌তে আহত গৃহবধূর স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃ‌ষ্টির সময় বাড়িতে ঘরের দরজায় বসে ছিলেন টুনু। এমন সময় উঠানে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প‌রিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চি‌কিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা) ডা. হেলেনা আক্তার নিপা জরুরি বিভা‌গের চি‌কিৎসক না‌জিয়া নওরিনের বরাত দিয়ে বলেন, হাসপাতালে আসার আগেই বজ্রপাতে আহত আহাম্মদ ম‌ল্লিক মারা যান।  চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. ওয়া‌হিদ আশরাফ র‌বিন জানান, বজ্রপা‌তে আহত গৃহবধূ টুনু খাতুন‌কে ম‌হিলা মে‌ডিসিন ওয়ার্ডে ভ‌র্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহ্ন‌ নেই। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে তার কানের সমস্যা হয়েছে।
১১ মে, ২০২৪

বজ্রপাতে কৃষকের মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. মুজিবার চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার সময় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে। লক্ষীপাশা ইউপি সদস্য ওহিদ শেখ জানান, বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘলা দেখে বাড়ির পাশে পশ্চিম ডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে যান কৃষক মুজিবার চৌধুরী। মাঠের কাটা ধান গুছিয়ে রেখে বাড়িতে ফিরছিলেন তিনি। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে দ্রুত মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান। পরে স্থানীয় লোকজন ও নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কমল বারোয়ার (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক নাচোল এলাকার মোহাম্মদপুর জাল মাছ কুড়িগ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ওসি মো তারেকুর রহমান সরকার জানান, বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক কমল বারোয়ার নামে কৃষকের মৃত্যু হয়েছে।
০৯ মে, ২০২৪

হাতি মারার ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু
ধানক্ষেত রক্ষা করতে বৈদ্যুতিক তার দিয়ে হাতি মারার ফাঁদ পাতেন কৃষকরা। কিন্তু সে ফাঁদে আটকে পড়ে নজির আহমেদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) সকালে কক্সবাজারের চকরিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত নজির আহমেদ স্থানীয় চকরিয়ার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহছেন সিকদার পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নজির আহমদ ওরফে বার্মাইয়া নজির নামে এক কৃষকের ঝলসানো মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সাতকানিয়া ঘোনা এলাকায় ধানক্ষেতে পানি দিতে গেলে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়েন নজির আহমেদ। এ সময় অন্য কৃষকরা নিহতের আত্মীয়স্বজন ও হারবাং পুলিশ ফাঁড়িতে খবর দেয়। দুপুর ১২টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী ও এএসআই সোলায়মান খাঁনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা হওয়ায় প্রায়ই বন্যহাতির আনাগোনা থাকে। বিশেষ করে এদের পাল রাতে ধানক্ষেতে আসে। এ অবস্থায় নিজেদের ধান রক্ষায় এর চারপাশে বৈদ্যুতিক লাইন সংযুক্ত করে হাতি মারার ফাঁদ পাতেন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাপিতচিতা এলাকার আব্দুল ছাত্তার, জমির উদ্দিন, মো. সাজ্জাদ ও মিজানুর রহমান ওরফে ছোটন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন কৃষক নজির আহমেদ। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ব্যাপারে জানতে অভিযুক্ত মিজানুর রহমান ওরফে ছোটনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে মেসেজ পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
০৫ মে, ২০২৪

রামগড়ে বজ্রপাতে দুটি গরুসহ কৃষকের মৃত্যু
খাগড়াছড়ির রামগড়ে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে দুটি গরুসহ গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর ৫টার উপজেলার ১নং ইউনিয়নের দুর্গম হাজাছড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে মৃত গনজ মারমা দুর্গম হাজাছড়া গ্রামের বাসিন্দা কংজ্র মারমার ছেলে। এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি ও হাজাছড়া পাড়াসহ ৫টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৫ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পিলার ও বিভিন্ন গাছ ভেঙে যায়। এতে এসব এলাকায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়। হাজাছড়া পাড়া কার্বারি চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।  রামগড় থানার ওসি দেব প্রিয় দাস বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
০৫ মে, ২০২৪

বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে তার মৃত্যু হয়। নিহত দৌলতুর রহমান ওই গ্রামের সুন্দর আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা মন্দির মিয়া জানান, ধানক্ষেতে ওষুধ ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ওষুধ ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ওই মেশিনটি আনতে গেলে বজ্রপাতে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। এদিকে সিলেটের কানাইঘাটে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের শফিক হাওরে বজ্রপাতে কৃষক বাবুল আহমদ (৪৮) নিহত হন। নিহত বাবুল আহমদ দক্ষিণ কুয়রেরমাটি মৃত আব্দুস সালামের ছেলে। বজ্রপাতে ঝলসে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন নিহত বাবুল আহমদের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২০)। নিহতের স্বজন ও স্থানীয় জানান, বৃহস্পতিবার দুপুরে বাবুল আহমদ স্থানীয় শফিক হাওয়রে বর্গা জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় তার সঙ্গে ছিল ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ দুজন। হঠাৎ করে প্রচণ্ড বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ঝলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝলসে গিয়ে আহত ফাহিম ও প্রদীপকে তাৎক্ষণিক চিকিৎসকরা সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহতের লাশ কানাইঘাট থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন বাবুল আহমদ। এ অসহায় পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা আহবান করেন।
০২ মে, ২০২৪

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিলেটের কানাইঘাটে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের শফিক হাওরে বজ্রপাতে কৃষক বাবুল আহমদ (৪৮) নিহত হন। নিহত বাবুল আহমদ দক্ষিণ কুয়রেরমাটি মৃত আব্দুস সালামের ছেলে। বজ্রপাতে ঝলসে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন নিহত বাবুল আহমদের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২০)। নিহতের স্বজন ও স্থানীয় জানান, বৃহস্পতিবার দুপুরে বাবুল আহমদ স্থানীয় শফিক হাওয়রে বর্গা জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় তার সঙ্গে ছিল ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ দুজন। হঠাৎ করে প্রচণ্ড বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ঝলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝলসে গিয়ে আহত ফাহিম ও প্রদীপকে তাৎক্ষণিক চিকিৎসকরা সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ও নিহতের লাশ কানাইঘাট থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন বাবুল আহমদ। এ অসহায় পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা আহবান করেন।
০২ মে, ২০২৪

নওগাঁয় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে তীব্র দাবদাহে ধান কাটতে গিয়ে দুলাল উদ্দিন সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে মাঝে বোরো ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নিহত দুলাল উদ্দিন সরদার শিমুলিয়া গ্রামের কশরত আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি কৃষক দুলাল গরমে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের স্বজনরা জানান, কৃষক দুলাল উদ্দিন সরদার সকাল ৮টার দিকে তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। ধান কাটার একপর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পরে যান। তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি জানান, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। তিনি সম্ভবত মাঠের মধ্যেই মারা গেছেন। স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তার লো পেশার ছিলো বলেও জানান স্বজনরা। গত ৩ সপ্তাহ ধরে চলমান দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস।
০১ মে, ২০২৪

তীব্র গরমে ধানক্ষেতে কাজে গিয়ে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে জিল্লুর রহমান নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার সলপ ইউনিয়নের চর তাড়াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।  কৃষক জিল্লুর রহমান চর তাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।  স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সোনাতলা তাড়াবাড়িয়া মাঠে নিজের ধানক্ষেতের পরিচর্যা করতে যান জিল্লুর রহমান। সেখানে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে মারা যান জিল্লুর রহমান।  সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান কালবেলাকে বলেন, সোনাতলা তাড়াবাড়িয়া মাঠে ক্ষেতে কাজ করার সময় গরমে অসুস্থ হয়ে কৃষক জিল্লুর রহমান মারা গেছেন।  উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিউল ইসলাম বলেন, গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যুর কথা শুনেছি। তবে তিনি হিটস্ট্রোকে মারা গেছে কি না তা নিশ্চিত নই।
৩০ এপ্রিল, ২০২৪

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির কাছে সেচ পাম্পে সুইস দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাজু আহমেদ উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামের ইজ্জত শেখের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন। চরগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, সকালে নিজের সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
৩০ এপ্রিল, ২০২৪

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে উমর ফারুক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. উমর ফারুক (৪০) একই গ্রামের মুকছেদ আলীর ছেলে। মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটার সময় অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। লক্ষণ দেখে প্রাথমিকভাবে চিকিৎসক জানান তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
২৮ এপ্রিল, ২০২৪
X