মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার সময় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের গাড়িবহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র দাখিল করে গাড়িবহর নিয়ে বাসায় ফেরার পথে দরগাহ গেইট এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে। অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তার অনুসারীদের নিয়ে শোডাউন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তার অনুসারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে পালিয়ে যায়। এ ব্যাপারে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ কালবেলাকে বলেন, একটি মহল চাচ্ছে আমি যেন নির্বাচন না করি। আমার মনে হচ্ছে ওই মহলই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসব করে আমাকে নির্বাচন থেকে সরাতে পারবেন না।   কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ কালবেলাকে বলেন, মিসবাহ সিরাজের গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলার ঘটনাটি আমি শুনেছি। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।
৩০ নভেম্বর, ২০২৩

বার্নিকাটের গাড়িবহরে হামলা : ৯ জনের বিচার শুরু
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় বাদী ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ রোববার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার চার্জশিটে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ওই বছরের গত ৪ ডিসেম্বর এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। গত ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম বরাবর প্রেরণ করেন। গত ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। অধিকতর তদন্ত শেষে ১৯ সেপ্টেম্বর এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।
১৯ নভেম্বর, ২০২৩

বার্নিকাটের গাড়িবহরে হামলা : বদিউলের শ্যালক ইশতিয়াকের জামিন
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের খিলজি রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ আসামি ইশতিয়াককে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। তবে পলাতক থাকায় ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। সম্পূরক চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। কিন্তু ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়। এ সময় বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কিন্তু বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।
০৫ অক্টোবর, ২০২৩

যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলা
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন কেন্দ্রীয় এই যুবলীগ নেতার গাড়িবহরে থাকা কয়েকজন নেতাকর্মী। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি। গতকাল শনিবার উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, মিরসরাই ইকোনমিক জোনের সড়কে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নাসির রিপন, মোমিনুল ইসলামসহ প্রায় অর্ধশত অস্ত্রধারী এ হামলা চালায়। এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের মো. আলি, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, মো. শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। মিরসরাই থানার ওসি কবির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঝামেলায় আছেন বলে লাইন কেটে দেন। পরে তাকে আবারও কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
১৮ জুন, ২০২৩
X