আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের গাড়িবহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র দাখিল করে গাড়িবহর নিয়ে বাসায় ফেরার পথে দরগাহ গেইট এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তার অনুসারীদের নিয়ে শোডাউন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তার অনুসারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে পালিয়ে যায়।
এ ব্যাপারে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ কালবেলাকে বলেন, একটি মহল চাচ্ছে আমি যেন নির্বাচন না করি। আমার মনে হচ্ছে ওই মহলই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসব করে আমাকে নির্বাচন থেকে সরাতে পারবেন না।
কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ কালবেলাকে বলেন, মিসবাহ সিরাজের গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলার ঘটনাটি আমি শুনেছি। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।
মন্তব্য করুন