বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা
দুপুর আড়াইটায় মাঠে গড়িয়েছে ভারত বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খেলা শুরু হলেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপস্থিতি অনেকটা কম। বৃহস্পতিবার (৫ অক্টোবর) পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ। কিন্তু গ্যালারিতে দর্শকের সংখ্যা একদমই হাতে গোনা। এর আগে উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়ায় ম্যাচটি।  জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। আর তাইতো দর্শক ভর্তি করতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।  গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ‘অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসবের আমেজ থাকে। তবে, আমরা নারী দর্শকদের জন্য ফ্রি টিকিট দিয়েছি।’  
০৫ অক্টোবর, ২০২৩

রাহুল গান্ধীর সাজা  / গুজরাট সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
মোদির পদবি অবমাননার মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী বিজেপি নেতা পূর্ণেশ মোদিকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ এই মামলায় অবস্থান জানতে নোটিশ পাঠিয়েছেন গুজরাট সরকারকেও। আগামী ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। খবর এনডিটিভির। কোর্ট জানিয়েছেন, এ পর্যায়ে মামলার দীর্ঘায়িত শুনানির প্রয়োজন নেই। সাজার ওপর স্থগিতাদেশ হবে না বহাল থাকবে, শুনানি হবে তা নিয়েই। ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দুই বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিলেন, তার ওপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিলেন গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ।
২২ জুলাই, ২০২৩

রাহুল গান্ধীর রিভিউ আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ
‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে করা মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাটের সুরাটের নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন গুজরাটের হাইকোর্ট। গতকাল শুক্রবার গুজরাট হাইকোর্ট এক রায়ে তা বহাল রাখেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন। এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। খবর এনডিটিভির। নিম্ন আদালতের রায় স্থগিত রাখার জন্য গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল। নিম্ন আদালতের রায় গুজরাট হাইকোর্ট স্থগিত করলে রাহুল তার লোকসভার সদস্যপদ ফিরে পেতেন; কিন্তু তা না হওয়ায় রাহুলকে এখন ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চে গত মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। শুনানিতে রাহুলের আইনজীবীরা অন্তর্বর্তী রায়ের আরজি জানিয়েছিলেন; কিন্তু বিচারপতি তা অগ্রাহ্য করেন। বিচারপতি প্রচ্ছক তখন বলেছিলেন, গ্রীষ্মকালীন অবকাশের পর হাইকোর্ট খুললে এই মামলার রায় দেবেন তিনি। এক মাসের অবকাশকালীন ছুটি শেষে হাইকোর্ট খুললে গতকাল রায় দেন বিচারপতি প্রচ্ছক। তিনি বলেন, এই রায় রাহুলের প্রতি অবিচার নয়। নিম্ন আদালতের রায় স্থগিত রাখার কোনো যুক্তিসংগত কারণ নেই। নিম্ন আদালতের রায় যথার্থ ও আইনগত দিক থেকে ন্যায্য। রাজনীতি হওয়া উচিত স্বচ্ছ ও অমলিন। রাহুলের বিরুদ্ধে এমন আরও অন্তত ১০টি মামলা বিভিন্ন আদালতে রয়েছে বলে রায়ে উল্লেখ করেন বিচারপতি প্রচ্ছক। এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে লেখেন, ‘সত্যমেব জয়তে’। অর্থাৎ সত্যেরই জয় হয়। শেহজাদ পুনাওয়ালা আরও লেখেন, এবার হাইকোর্টও রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে এক জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রাহুল। অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে দেশত্যাগী নীরব মোদি, ললিত মোদিদের নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, সব চোরের পদবি কেন মোদি হয়?
০৮ জুলাই, ২০২৩

রাহুল গান্ধীর রিভিউ আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ
‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে করা মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাটের সুরাটের নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন গুজরাটের হাইকোর্ট। গতকাল শুক্রবার গুজরাট হাইকোর্ট এক রায়ে তা বহাল রাখেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন। এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। খবর এনডিটিভির। নিম্ন আদালতের রায় স্থগিত রাখার জন্য গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল। নিম্ন আদালতের রায় গুজরাট হাইকোর্ট স্থগিত করলে রাহুল তার লোকসভার সদস্যপদ ফিরে পেতেন; কিন্তু তা না হওয়ায় রাহুলকে এখন ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চে গত মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। শুনানিতে রাহুলের আইনজীবীরা অন্তর্বর্তী রায়ের আরজি জানিয়েছিলেন; কিন্তু বিচারপতি তা অগ্রাহ্য করেন। বিচারপতি প্রচ্ছক তখন বলেছিলেন, গ্রীষ্মকালীন অবকাশের পর হাইকোর্ট খুললে এই মামলার রায় দেবেন তিনি। এক মাসের অবকাশকালীন ছুটি শেষে হাইকোর্ট খুললে গতকাল রায় দেন বিচারপতি প্রচ্ছক। তিনি বলেন, এই রায় রাহুলের প্রতি অবিচার নয়। নিম্ন আদালতের রায় স্থগিত রাখার কোনো যুক্তিসংগত কারণ নেই। নিম্ন আদালতের রায় যথার্থ ও আইনগত দিক থেকে ন্যায্য। রাজনীতি হওয়া উচিত স্বচ্ছ ও অমলিন। রাহুলের বিরুদ্ধে এমন আরও অন্তত ১০টি মামলা বিভিন্ন আদালতে রয়েছে বলে রায়ে উল্লেখ করেন বিচারপতি প্রচ্ছক। এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে লেখেন, ‘সত্যমেব জয়তে’। অর্থাৎ সত্যেরই জয় হয়। শেহজাদ পুনাওয়ালা আরও লেখেন, এবার হাইকোর্টও রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে এক জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রাহুল। অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে দেশত্যাগী নীরব মোদি, ললিত মোদিদের নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, সব চোরের পদবি কেন মোদি হয়?
৩০ নভেম্বর, ০০০১
X