দুপুর আড়াইটায় মাঠে গড়িয়েছে ভারত বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খেলা শুরু হলেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপস্থিতি অনেকটা কম।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ। কিন্তু গ্যালারিতে দর্শকের সংখ্যা একদমই হাতে গোনা।
এর আগে উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়ায় ম্যাচটি।
জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। আর তাইতো দর্শক ভর্তি করতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ‘অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসবের আমেজ থাকে। তবে, আমরা নারী দর্শকদের জন্য ফ্রি টিকিট দিয়েছি।’
মন্তব্য করুন