আগুনে পুড়ে ছাই গ্রিস প্রবাসী নারী উদ্যোক্তার স্বপ্ন
গ্রিসের রাজধানী এথেন্সের আখারনুনে মৌসুমী পারভিন নামে এক নারীর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মৌসুমী পারভীন গ্রিস আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও একজন নারী উদ্যোক্তা। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানে থাকা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান মৌসুমী পারভিন।  প্রবাসীরা জানায়, প্রায় মধ্য রাত হওয়ার কারণে দোকানের ভেতরে কেউ ছিল না এবং রাস্তায়ও লোকজনের তেমন চলাচল ছিল না। হঠাৎ দোকানে আগুন দেখে আশপাশের প্রবাসী বাংলাদেশিরা মৌসুমীকে খবর দিলে ঘটনাস্থলে আসেন মৌসুমী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুন মার্কেটের তিন তলার বারান্দায় পৌঁছে যায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে খবর পেয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে দূতাবাসের মিনিস্টার মোহাম্মাদ খালেদ, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  এ সময় বাংলাদেশ সরকার, দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির কাছে সহায়তার অনুরোধ জানান মৌসুমী পারভীন। রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, বাংলাদেশ দূতাবাস সব সময় মৌসুমীর পাশে আছে। তার মত একজন নারী উদ্যোক্তাকে নিয়ে আমরা গর্ব করি। তাদের পাশে থেকে সহায়তার হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহায়তায় বাংলাদেশ কমিউনিটিকে সঙ্গে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।  এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি হাজি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সভাপতি মান্নান মাতুব্বর, সহসভাপতি মিয়া মিজান, সাবেক সাধারণ সম্পাদক আলফা মিজান, কমিউনিটি নেতা আহসান উল্লাহ হাসানসহ ব্যবসায়ী ও প্রবাসীরা দূতাবাসের সঙ্গে ঘটনাস্থল পরিদশন করেন।
১১ অক্টোবর, ২০২৩
X