উপজেলা নির্বাচন / সন্দ্বীপের সেই ঘাট ইজারাদার আনোয়ারের শুনানি স্থগিত
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া চট্টগ্রামের সন্দ্বীপের ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেনের শুনানি সাময়িক স্থগিত করা হয়েছে। জেলা পরিষদের বকেয়া কোটি কোটি টাকা পরিশোধ না করাসহ নানা অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের নন্দনকাননে সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের শুনানিকালে অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক।  মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আনোয়ার হোসেন ও শেখ মোহাম্মদ জুয়েল নামে দুজনের শুনানি আপাতত স্থগিত করা হয়েছে। আমরা বিকেল সাড়ে ৩টায় আবার তাদের শুনানি নেব।  তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত শুনানি শেষে বিকেল ৪টায় জানানো হবে।   চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যার এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমাদের বকেয়া টাকাসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। এটা নিয়ে শুনানিও হবে। পরে বিস্তারিত জানাতে পারব। জানা গেছে, বুধবার সকাল ১০টায় সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে সন্দ্বীপ, সীতাকুণ্ডসহ তিন উপজেলার নির্বাচনে আগ্রহী প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় এসএম আনোয়ার হোসেনের বিরুদ্ধে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে ঘাট ইজারা বাবদ কোটি কোটি টাকা বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। যে কারণে তার শুনানি সাময়িক স্থগিত করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় ফের এই শুনানি হওয়ার কথা রয়েছে।
১৭ এপ্রিল, ২০২৪
X