চামড়া শিল্প বাঁচাতে কোনো ছাড় নয়
পরিবেশবান্ধব বিনিয়োগে গুরুত্বারোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, চামড়া শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে হবে। এ শিল্পের মান বাঁচাতে কোনো ছাড় দেওয়া হবে না। চামড়া শিল্প পরিবেশবান্ধব না হলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এ ছাড়া চামড়া শিল্প লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনগার বা সিইটিপি নতুন করে তৈরি করতে হবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল হাই-লেভেল ডায়লগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর’ শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এতে আরও বক্তব্য দেন ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ড. ফাহমিদা খানম, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক ভিসি ও যৌথ নদী কমিশনের সদস্য প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত এবং ইইউর মিনিস্টার কাউন্সেলর ও হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিশাল ক্রেজা প্রমুখ।
১৭ মে, ২০২৪

টেকসই চামড়াশিল্প গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় সংলাপ
দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে এগিয়ে নিতে আগামী বৃহস্পতিবার জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।  মঙ্গলবার (১৪ মে) রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  এই খাতকে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছে বেসরকারি সংস্থা সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তাদের নেওয়া কর্মপরিকল্পনা বিস্তারিত জানাতে আগামী বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উচ্চপর্যায়ের জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে।  সলিডার সুইসের তত্ত্বাবধানে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। তিন বছর মেয়াদি এ প্রকল্পের ইতোমধ্যে এক বছর পূর্ণ হয়েছে। এ সময় এই প্রকল্পের অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন বক্তারা। বৃহস্পতিবারের জাতীয় সংলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (প্রাইভেট সেক্টর, গ্রিন এনার্জি ট্রানজেশন অ্যান্ড সোশ্যাল প্রটেকশন) ইশরাত শবনম, সলিডার সুইসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আমানউল্লাহ, বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বক্তারা জানান, বৃহস্পতিবারের ‘ন্যাশনাল হাইলেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপ চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সাভারে চামড়াশিল্প নগরীতে অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নিরসন করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে।  ট্যানারি মালিকদের মধ্যে পরিবেশগত মান বজায় রাখার ব্যাপারে সচেতনতা সৃষ্টি হলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে। এতে আরও অধিক শক্তিশালী, পরিচ্ছন্ন এবং মানসম্পন্ন চামড়া খাত গঠন করার পথ ত্বরান্বিত হবে বলে দাবি করেন বক্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ তারিখের সংলাপে ঈদুল আজহার সময় চামড়াশিল্প নগরীতে ধারণক্ষমতার চেয়ে মাত্রাতিরিক্ত বর্জ্য শোধনের উপায় নিরূপণ এবং কর্মকৌশল প্রণয়নের বিষয় নিয়েও আলোচনা হবে।  জাতীয় সংলাপে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ট্যানারি মালিক, শ্রমিকনেতা, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী। 
১৪ মে, ২০২৪

চামড়া কেনায় ঋণ দিতে সুপারিশ করবে শিল্প মন্ত্রণালয়
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পাওয়ার পথ খুলতে শিল্প মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে সুপারিশ করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, চামড়া শিল্প খাতে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে, যাতে চামড়া নষ্ট না হয়। তাই চামড়া ব্যবসায়ী বা পাইকাররা যাতে এ সময় পুঁজির সমস্যায় না পড়েন ও সহজ শর্তে ঋণ পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাতে আগামী ৭ থেকে ৮ মাস যেন তারা ব্যবসা করতে পারে। গতকাল রোববার রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত ‘চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’-এর সপ্তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য বছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ এবং চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণের নিমিত্ত বিজ্ঞাপন বা টিভিসি আকারে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা, স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ এবং পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য কৌশলগত স্থানে অস্থায়ী সংরক্ষণাগার নির্মাণ, কোরবানির পশুর চামড়ার পাচার রোধ, চামড়া সংগ্রহ ও পরিবহন কার্যক্রমে কোনো প্রকার চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি না হয় এবং চামড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সিইটিপির পরিশোধন ক্ষমতার মধ্যে সীমিত রাখার লক্ষ্যে কোরবানির পরবর্তী সাত দিনের মধ্যে ঢাকার বাইরে থেকে যাতে পশুর চামড়া ঢাকার ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে ইফ্লুয়েন্ট ডিসচার্জ করা, সারা দেশে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণসহ এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করতে বিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
১৩ মে, ২০২৪

চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া শিল্প খাতের শ্রমিকদের জন্য ২২ হাজার ৭৭৬ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, মূল্যস্ফীতিসহ নানা কারণে এ খাতের শ্রমিকদের খরচ অনেক বেড়েছে। তবে এ প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যানারি শিল্পের মালিকরা। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে চ্যালেঞ্জ’ বিষয়ে মিডিয়া ব্রিফিং ও আলোচনায় এ প্রস্তাব করা হয়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় বক্তব্য দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, অশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম মোরশেদ প্রমুখ। গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সিপিডির সিনিয়র গবেষক তামিম আহমেদ। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চামড়াজাত নিয়ে আলোচনা এলে সবচেয়ে বেশি পরিবেশগত বিষয়টি সামনে আসে। তবে এ খাতের মজুরি নিয়ে আলোচনা খুব একটা হয় না। সেই বিবেচনায় মজুরি বাড়লে এ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, চামড়া খাতের বর্তমান পরিস্থিতিতে সিপিডির এমন প্রস্তাব কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, বোর্ডে আলোচনা করে দেখা হবে মজুরি কতটা বাড়ানো সম্ভব।
০৫ মে, ২০২৪

পাথরঘাটায় হরিণের ৪টি চামড়া জব্দ
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। গত রোববার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলামের নেতৃত্বে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নীলিমা পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কন্টিনজেন্ট কমান্ডার বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের চামড়া চারটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
০২ এপ্রিল, ২০২৪

বরগুনায় অভিযান চালিয়ে ৪টি হরিণের চামড়া জব্দ
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৩১ মার্চ) রাত ১০টায় পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ডে নীলিমা পয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন এ অভিযান চালায়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  তিনি বলেন, আমরা নিলিমা পয়েন্টে একটি বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে উক্ত এলাকা থেকে ৪টি হরিণের চামড়া জব্দ করা হয়। তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের চামড়া চারটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১ এপ্রিল, ২০২৪

গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানালেন যুবক!  
মাতৃভক্তির অনন্য নজির গড়লেন এক যুবক। নিজের শরীরের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানালেন। তারপর সেই জুতা নিজ হাতে মায়ের পায়ে পরিয়ে দিলেন তিনি।  বৃহস্পতিবার (২১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা রৌনক গুর্জর মাকে ভালোবেসে এমন কাণ্ড ঘটিয়েছেন। জানা যায়, অতীতে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রৌনক গুর্জর। একবার পুলিশের গুলিও খেয়েছিলেন। পায়ে গুলি লেগেছিল তার। সেই পায়ের ওপরের অংশ থেকেই কিছুটা চামড়া অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বের করে নেন। নিজের সেই চামড়া নিয়ে যান মুচির কাছে। গোটা প্রক্রিয়ার কথা বাড়িতে কাউকে জানতেও দেননি তিনি। নিজের চামড়া দিয়ে তৈরি জুতা নিজ হাতে মায়ের পায়ে পরিয়ে দেওয়ার পর রৌনক গুর্জর খোলাসা করেন, কী দিয়ে আসলে জুতাটি তৈরি করা হয়েছে। সন্তানের মুখে সেই কথা শুনে কেঁদে ফেলেন বৃদ্ধা। সেখানে মা এবং ছেলের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। মূলত, রামায়ণ থেকে মাতৃভক্তির এই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় এই যুবক। রৌনক গুর্জর বলেন, তিনি রামায়ণের ভক্ত। রোজ একবার করে রামায়ণ পাঠ করেন। রাম তার আদর্শ। সেই গ্রন্থ পাঠ করেই মায়ের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার মনে। সেই মতো নিজের চামড়া দিয়ে মায়ের জুতা তৈরির পরিকল্পনা করেন।
২২ মার্চ, ২০২৪

সামাজিক সংলাপ পুরস্কার পেল ৬ টেক্সটাইল ও চামড়া কারখানা
সোশ্যাল ডায়ালগ অ্যাওয়ার্ড বা সামাজিক সংলাপ পুরস্কার ২০২৩ পেয়েছে টেক্সটাইল ও চামড়া খাতের ছয়টি কারখানা। মূলত এসব কারখানার ব্যবস্থাপনা, কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মীদের নিরাপত্তায় সংলাপ এবং অংশগ্রহণের সংস্কৃতি তৈরিতে ভূমিকা রাখায় মিলেছে এ স্বীকৃতি। এতে অংশগ্রহণকৃত ৩১টি কারখানার ১৩৬টি ব্যবস্থা মূল্যায়ন করে বিজয়ীদের মধ্য থেকে তিনটি প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন ও তিনটিকে রানারআপ নির্ধারণ করা হয়। তৈরি পোশাক খাত, নাগরিক সমাজ, পোশাক শ্রমিক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এ মূল্যায়ন করেছে। এরপর গত সোমবার বিজয়ী সব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পার্টিসিপেশন কমিটির মাধ্যমে অনলাইনে ডাক্তারের পরামর্শ সেবা চালুর জন্য চ্যাম্পিয়ন হয়েছে পিকার্ড বাংলাদেশ। এ ক্যাটাগরিতে সন্তানসম্ভবা নারীদের জন্য বিশেষ চেয়ার সুবিধা চালুর জন্য রানারআপ হয়েছে ব্লু ওশান ফুটওয়ার। এ ছাড়া সুইং অপারেটরদের জন্য ব্যাক সাপোর্ট চেয়ারের ব্যবস্থা করে সোশ্যাল ডায়ালগ সেফটি কমিটির চ্যাম্পিয়ন পুরস্কার গেছে আমানা নিটেক্সের হাতে। আর সব কর্মীর জন্য ফ্রি চক্ষু পরীক্ষা সেবা চালুর জন্য এ ক্ষেত্রে দ্বিতীয় স্থান পেয়েছে ক্লিফটন টেক্সটাইল ও অ্যাপারেলস। অন্যদিকে সোশ্যাল ডায়ালগের এন্টি হ্যারেসমেন্ট কমিটির চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে নিট কনসার্ন। তারা এন্টি হ্যারেসমেন্ট কমিটিকে ইউনিফর্ম দিয়েছে। এর মাধ্যমে কমিটির সদস্যরা সবার কাছে দৃশ্যমান এবং তাদের খুঁজে বের করা খুবই সহজ ছিল। এ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ক্লিফটন টেক্সটাইল ও অ্যাপারেলস। তারা কারখানার শ্রমিকদের স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া এবং পানি সরবরাহের জন্য কারখানার একপাশে চেঞ্জ কর্নার চালু করেছিল। টেক্সটাইল ও চামড়া খাতের টেকসই উন্নয়নের জন্য স্টাইল কর্মসূচিটি জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করছে জার্মান সংস্থা জিআইজেড। সহযোগিতায় আছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ, বিকেএমইএ, এলএফএমইএবি। এসব প্রতিষ্ঠানই এ পুরস্কারের উদ্যোক্তা। অনারেবল মেনশন পান লায়লা স্টাইল।
০৭ মার্চ, ২০২৪

বিসিক চামড়া শিল্পনগরী আ.লীগের বিজয় দিবস উদযাপন
সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানার ১৪ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দিল জাহান ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোঁড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজি ইলিয়াছুর রহমান বাবুল, ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সহসভাপতি সাঈদুল ইসলাম, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাখাওয়াত উল্লাহ, ইউপি সদস্য শাহ আলম, মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মালেক, সামছুল আলম রিপনসহ অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে দেশে দুষ্কৃতিকারীরা নির্বাচন বানচালের জন্য ঘাপটি মেরে আছে মন্তব্য করে তাদের প্রতিহত করার আহ্বান জানান। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে  আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়াও প্রধান অতিথির বক্তব্যের সমর বলেন ট্যানারি শিল্প মালিকদের নিয়ে ভ্রান্ত ধারণা ছিল যে সাভারে যেসব ট্যানারি শিল্প মালিক রয়েছে তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে জামায়াত বিএনপির সমর্থক কিংবা কর্মী বা নেতা। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এসে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল দেখে সেই ধারণা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সমর বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আজ এই বিজয়ের দিনে আমাদের মনে রাখতে হবে যে লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম যে লক্ষ্যে বঙ্গবন্ধুর ডাকে আমরা জীবনবাজি রেখেছিলাম, আজ এই বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্নপূরণ হলেও বঙ্গবন্ধুর যে স্বপ্ন নিয়ে এই স্বাধীন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন সেই স্বপ্নের কিন্তু এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর দেখা সেই স্বপ্ন যেন পূরণ না হয় সেই জন্যই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এখনো সেই ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আবারও জীবনবাজি রাখতে চাই। অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানার ১৪ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দিল জাহান ভুঁইয়া তার সমাপনী বক্তব্যে বলেন, যিনি আমাদের একটি লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন, যিনি আমাদের একটি সার্বভৌম ও স্বাধীন বাংলা উপহার দিয়েছেন যিনি আমাদের জাতীয় সংগীত উপহার দিয়েছেন তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি হিসেবে আমরা মহান এই নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সৌভাগ্যবান যে এখনো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি, করতে পেরেছি যুদ্ধাপরাধীদের বিচার, পেয়েছি অর্থনৈতিক মুক্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের পরিপূর্ণ বাস্তবায়নে আমরা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নির্বাচনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যা করণীয় জীবনবাজি রেখে হলেও তাই করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
১৮ ডিসেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে পিঠের চামড়া থাকবে না - রাশেক রহমান
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের চরম শিখরে উঠেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে; কিন্তু দেশবিরোধী শত্রু বিএনপি-জামায়াত নানা চক্রান্তে লিপ্ত। তারা দেশের উন্নয়ন চায় না। আগামী নির্বাচনে তারা যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারে, তাহলে কারও পিঠের চামড়া থাকবে না। রংপুরের মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়াম হলরুমে পূজামণ্ডপে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল মহন্ত, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ অক্টোবর, ২০২৩
X