বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। এই প্রতিপাদ্যের ওপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা হয়। চারটি গ্রুপের প্রতিটিতে তিনজন করে বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। ক গ্রুপে অনূর্ধ্ব আট বছর; খ গ্রুপে আট থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপে ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছরের শিশু-কিশোররা অংশ নেয়। বিজয়ী প্রতিযোগীদের নাম ২১ মে শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট www.doe.gov.bd-এ প্রকাশ এবং টেলিফোনে জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিল্পকর্মগুলো প্রকৃতির গুরুত্ব এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
১৮ মে, ২০২৪

আইন সমিতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া ও ইফতার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স অ্যানেক্স) ভবন চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মনজুর মোহাম্মদ শাহনেয়াজ টিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিমণ্ডলী, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ক গ্রুপে তিনজন, খ গ্রুপে তিনজন ও গ গ্রুপে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
৩১ মার্চ, ২০২৪

শেষ হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ’
আজ শনিবার (৪ নভেম্বর) ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ ৬.০’। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো- দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। দেশের প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রায় ৫০০-এর বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘৬ বছর ধরে জেসিআই ঢাকা ওয়েস্ট সাফল্যের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এমন উদ্যোগ শিশুদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখছে। তাছাড়া এমন আয়োজন নতুন প্রজন্মকে শিল্পী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।’ চিত্রাঙ্গন প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মোরশেদ মিশু ও চিত্রাশিল্পী আফিয়া নূর। ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৬.০’র এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোসায়েব আলম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ন্যাশনাল ট্রেজারার এরফান হক, ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের নির্বাচিত প্রেসিডেন্ট এস এম বেলাল। কনভেনার এবং কো-কনভেনার ছিলেন সুজাউর রহমান ইমন এবং মো. তানভির হাসান। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। সারাবিশ্বে এর সদস্য সংখ্যা প্রায় ২ লাখের বেশি। বর্তমানে দেশে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।
০৪ নভেম্বর, ২০২৩

বাশিকপের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্ব শিশু দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের (বাশিকপ) উদ্যোগে গতকাল শনিবার দুপুরে পরিষদ মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরীর বিপুলসংখ্যক শিশু অংশগ্রহণ করে। শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি—এ প্রতিপাদ্যে প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতিমান সাংবাদিক দৈনিক কালবেলা পত্রিকার প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবেদ খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিকপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস। পুরস্কারপ্রাপ্তরা হলো ‘ক’ শাখায় প্রথম ঋষিতা শীল ধৃতি, দ্বিতীয় মোহাম্মদ সরফরাজ, তৃতীয় আফফান আল হাসনাইন। ‘খ’ শাখায় প্রথম প্রকৃতি চৌধুরী, দ্বিতীয় সাইফুল্লাহ সিয়াম, তৃতীয় সপ্তক দাস। ‘গ’ শাখায় প্রথম সানজিদা তাবাচ্ছুম, দ্বিতীয় জারিন মাহমুদ, তৃতীয় আনিশা সান্তনি। ‘ঘ’ শাখায় প্রথম কানিজ ফাতেমা ঐশী, দ্বিতীয় আব্দুল আল সাবিত, তৃতীয় তানজিলা আক্তার বর্ষা। এ ছাড়া ১৮ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন দিবসটি উদযাপন কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জাকারিয়া পিন্টু, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল যাদু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আলী আকবর, কোষাধ্যক্ষ এ কিউ এম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব রীতা জেসমিন, কার্যনির্বাহী পরিষদ সদস্য প্রফেসর নাসিমুন নেসা, আবুল কালাম আজাদ খান, কাউন্সিলর মসয়ূদ মান্নান, নাসরিন মনসুর, খুরশীদা ইমাম, মাহমুদ খান বিজু, আশিকুর রহমান ভুলু, মো. সেলিম, দীপা আহমেদ, বাশিকপ পরিচালক ইয়াসমীন আরা ডলি ও বাশিকপ কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন কুটু প্রমুখ।
০৮ অক্টোবর, ২০২৩
X