তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশসীমায় চীনের ৪৫ যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। এতে করে চীন তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ মে) রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ান নিজেদের আশপাশে চীনের ৪৫টি যুদ্ধবিমান ও ছয়টি রণতরীর উপস্থিতি শনাক্ত করেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের আকাশে এটি একদিনে সর্বোচ্চ বিমানের উপস্থিতি। স্বায়ত্বশাসিত এ দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে চীনের এমন আচরণ নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে।  তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই আগামী ২০ মে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।  প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব যুদ্ধবিমানের মধ্যে অন্তত ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া এ ঘটনার যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও জানিয়েছে তারা।  চীন স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এ দ্বীপের চারপাশে গত চার বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করছে তাইওয়ান। এর আগে গত এপ্রিলে তাইওয়ানের আশপাশে চীনের ৩০টির মতো সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বীপটিতে ১০৩টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত হয়। যার মথ্যে অন্তত ৪০টি প্রণালির মধ্যরেখা অতিক্রম করে।   
১৫ মে, ২০২৪

নির্বাচনের এক মাস আগে তাইওয়ানে ১২ চীনা যুদ্ধবিমান
নির্বাচনকে সামনে রেখে চীন-তাইওয়ান উত্তেজনা আরও বাড়ছে। স্বশাসিত দ্বীপটিতে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। দ্বীপটি জানিয়েছে, নির্বাচনের এক মাস আগেই শুক্রবার (৮ ডিসেম্বর) ১২ চীনা যুদ্ধবিমান ও একটি সন্দেহভাজন গোয়েন্দা বেলুন তাইওয়ান প্রণালির সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এর আগেই চীনা যুদ্ধবিমান ও গোয়েন্দা বেলুন প্রণালির সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করায় দ্বীপটিতে উত্তেজনা বাড়ছে।  চীন স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এ দ্বীপের চারিপাশে গত চার বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করছে তাইওয়ান।  তাইওয়ানে আগামী বছরের শুরুতে অর্থাৎ ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে আগামী সরকার চীনের সঙ্গে কীভাবে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।  তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে চীনের ১২টি যুদ্ধবিমান তাইওয়ানের সংবেদনশীল সীমানা অতিক্রম করেছে। এ রেখাটি চীন ও তাইওয়ানের মাঝে অঘোষিতভাবে সীমানা হিসেবে বিবেচনা করা হলেও এটির ওপর দিয়ে চীনের যুদ্ধবিমান নিয়মিত উড্ডয়ন করছে।  এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আকাশে একটি চাইনিজ বেলুন চিহ্নিত করা হয়েছে । এটি  তাইওয়ানের উত্তরের শহর কিলাং থেকে ১০১ নটিক্যাল মাইল (১৮৭ কিমি) দক্ষিণ পশ্চিমে দেখা গিয়েছে। এ বেলুনটি প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর প্রণালির দিক দিয়ে অদৃশ্য হয়ে গেছে।  তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চি কু চেন পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে এটিকে একটি আবহাওয়া সংশ্লিষ্ট গোয়েন্দা বেলুন হিসেবে ধারণা করা হচ্ছে। তবে মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি জনগণের জন্য খোলাসা করা। কেননা অন্য কোনো বিভাগ বা দেশ বিষয়টি শনাক্ত করলে বিষয়টি জনগণের জন্য আতঙ্কের কারণ হতে পারে। তবে বিষয়টি নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  চীনের এ গোয়েন্দা বেলুন বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র চীনের একটি গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিত করেছিল। যদিও চীনের দাবি, এটি ছিল একটি বেসামরিক ক্রাফট, যেটি ভুলপথে চলে গিয়েছে। 
০৮ ডিসেম্বর, ২০২৩

তাইওয়ানের আকাশে ৩৭ চীনা যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩৭টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ছয় ঘণ্টার মধ্যেই একের পর এক যুদ্ধবিমান তাদের আকাশে ঢুকে পড়তে দেখে বিমান প্রতিরক্ষা পদ্ধতি সক্রিয় করে দেশটি। এরপর চীনা বিমানগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা দেশটির আকাশে বেইজিংয়ের গণঅনুপ্রবেশের সর্বশেষ পদক্ষেপ। খবর বিবিসি ও আলজাজিরার। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেন, স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৩৭টি যুদ্ধবিমান প্রবেশ করে। এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের সামরিক বাহিনী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। টহল বিমান, নৌযান এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
০৯ জুন, ২০২৩
X