রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে একটি 'চুক্তি' স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুপুরে রূপায়ণ সিটি সিইও এম মাহবুবুর রহমান এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং জনাব গোস্বামী অসীম রঞ্জন এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের পক্ষে জনাব মারুফ মনজুর ও মোহাম্মদ আবদুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।    চুক্তি অনুযায়ী রূপায়ণ সিটির গ্রাহক এবং কর্মকর্তাবৃন্দ বিশ্বখ্যাত 'ক্যামেরিচ' ব্র্যান্ডের আসবাবপত্র ক্রয়ে বিশেষ ছাড়সহ অন্যান্য সুবিধাদি খুব সহজেই গ্রহণ করতে পারবে।  ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল বলেন, ক্যামেরিচ একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। রূপায়ণ সিটির মাধ্যমে তাদের গ্রাহকদের হাতের কাছে হাজির হয়েছে। এখানে আমাদের একটি ডিসপ্লে সেন্টার থাকবে, রূপায়ণ সিটি উত্তরার যে সকল গ্রাহক উন্নত ফার্নিচার খুঁজছেন তাদের জন্য সমাধান যেন দিতে পারি। আজকের যে আয়োজন করা হয়েছে তার জন্য রূপায়ণ সিটির সিইও ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ক্যামেরিচের দুনিয়ায়।  রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এবং সব সময়েই তার সন্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় 'ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি'- এই দর্শনকে ধারণ করে রূপায়ণ সিটি তার ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী। দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এবং সব সময়েই তার সন্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ‘ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি’– এই দর্শনকে ধারণ করে রূপায়ণ সিটি তার ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী ।
১৪ মে, ২০২৪

গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ ও ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে ড. লামাগনা গবেষকদের জন্য তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এআইইউবি-এর চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়। এআইইউবির গবেষকরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি ৪ (গুণমান শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন, এবং অবকাঠামো) ও এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব) এর ওপর গবেষণাকে গুরুত্ব প্রদান করেন।
২৩ এপ্রিল, ২০২৪

ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন। রোববার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার। দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে দুই মন্ত্রী দুদেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট' স্বাক্ষর করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো দিয়াস ফারসে এবং উভয় দেশের পদস্থ কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রথম কোনো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। একটি সফল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। বৈঠকে তুলা আমদানি বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে, পাশাপাশি বাণিজ্যে শুল্ককমানোর কথাও বলা হয়েছে। এ ছাড়াও আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ করার জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ। এ বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতাবিষয়ক চুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।  
০৮ এপ্রিল, ২০২৪

এক্সিম-পদ্মা একীভূতকরণে আজ চুক্তি স্বাক্ষর
সংকটে থাকা পদ্মা ব্যাংকের সঙ্গে নিজ উদ্যোগে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক। এ লক্ষ্যে বেসরকারি খাতের এই ব্যাংক দুটির মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুটি ব্যাংকের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত। জানা গেছে, আজ সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হবে। এতে কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তারাও উপস্থিত থাকবেন। এর আগে গত বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কালবেলাকে বলেন, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে বেসরকারি পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। চুক্তির পর একীভূত কার্যক্রমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি বলেন, পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় যা আছে সব এখন এক্সিম ব্যাংকে চলে আসবে। পদ্মা ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না। তবে পদ্মা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা হবে না। আর ওই ব্যাংকের আমানতকারীরা একীভূত হওয়ার পর থেকে এক্সিম ব্যাংকের আমানতকারী হিসেবে বিবেচিত হবেন। সব মিলিয়ে কারও কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত কার্যক্রম সম্পন্ন করতে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। সেই নীতিমালার আওতায় একীভূত হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। জানা গেছে, পদ্মা ব্যাংকের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা কিনে নেবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। ফলে যে কারণে ব্যাংকটির সম্পদের (ঋণ ও বিনিয়োগ) মান খারাপ হয়ে পড়েছে, তা আর থাকবে না। এরপর ভালো সম্পদগুলো নিয়ে কার্যক্রম শুরু করবে এক্সিম ব্যাংক। এর ফলে এক্সিম ব্যাংকের সূচক খারাপ হয়ে পড়ার কোনো শঙ্কা নেই। ২০১৩ সালের ফারমার্স ব্যাংক নামে অনুমোদন পায় বর্তমান পদ্মা ব্যাংক। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে এ ব্যাংকেই বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। এরপর ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসে। ফারমার্স ব্যাংকের নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক। ২০১৭ সালে এ ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত হয় সরকারি একাধিক ব্যাংক ও সংস্থা। ব্যাংকটির ৬০ শতাংশ ঋণই এখন খেলাপি। এদিকে, এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক—এই ঘোষণা দিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে এক্সিম ব্যাংক। এতে বলা হয়েছে, ১৪ মার্চ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৭তম বৈঠকে পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।
১৮ মার্চ, ২০২৪

এক্সিম-পদ্মা একীভূতকরণে আজ চুক্তি স্বাক্ষর
সংকটে থাকা পদ্মা ব্যাংকের সঙ্গে নিজ উদ্যোগে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক। এ লক্ষ্যে বেসরকারি খাতের এই ব্যাংক দুটির মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুটি ব্যাংকের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত। জানা গেছে, আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হবে। এতে কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তারাও উপস্থিত থাকবেন। এর আগে গত বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কালবেলাকে বলেন, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে বেসরকারি পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। চুক্তির পর একীভূত কার্যক্রমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি বলেন, পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় যা আছে সব এখন এক্সিম ব্যাংকে চলে আসবে। পদ্মা ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না। তবে পদ্মা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা হবে না। আর ওই ব্যাংকের আমানতকারীরা একীভূত হওয়ার পর থেকে এক্সিম ব্যাংকের আমানতকারী হিসেবে বিবেচিত হবেন। সব মিলিয়ে কারও কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত কার্যক্রম সম্পন্ন করতে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। সেই নীতিমালার আওতায় একীভূত হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। জানা গেছে, পদ্মা ব্যাংকের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা কিনে নেবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। ফলে যে কারণে ব্যাংকটির সম্পদের (ঋণ ও বিনিয়োগ) মান খারাপ হয়ে পড়েছে, তা আর থাকবে না। এরপর ভালো সম্পদগুলো নিয়ে কার্যক্রম শুরু করবে এক্সিম ব্যাংক। এর ফলে এক্সিম ব্যাংকের সূচক খারাপ হয়ে পড়ার কোনো শঙ্কা নেই। ২০১৩ সালের ফারমার্স ব্যাংক নামে অনুমোদন পায় বর্তমান পদ্মা ব্যাংক। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে এ ব্যাংকেই বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। এরপর ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসে। ফারমার্স ব্যাংকের নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক। ২০১৭ সালে এ ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত হয় সরকারি একাধিক ব্যাংক ও সংস্থা। ব্যাংকটির ৬০ শতাংশ ঋণই এখন খেলাপি। এদিকে, এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক—এই ঘোষণা দিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে এক্সিম ব্যাংক। এতে বলা হয়েছে, ১৪ মার্চ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৭তম বৈঠকে পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।
১৮ মার্চ, ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের সাথে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি স্বাক্ষর
জাতীয় প্রেস ক্লাব এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া, স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপকমিটি বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. রুহুল আমিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট এডমিনিস্টে্রটর মো. নজরুল ইসলাম শাওন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ প্রমুখ। ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজ থেকে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা পাবেন।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪

ইকিউ চার্জিং স্টেশন স্থাপনে র‍্যানকন মোটরস ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের চুক্তি স্বাক্ষর  
দেশব্যাপী ইকিউ চার্জিং স্টেশন স্থাপনে র‍্যানকন মোটরস (মার্সিডিজ বেঞ্জ পরিবেশক) ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। মার্সিডিজ-বেঞ্জ ঢাকা চলতি বছরের এপ্রিলের মধ্যে ৫টি ভিন্ন মডেলের ইকিউ লাইনআপ চালু করার পরিকল্পনা করছে। নিরবচ্ছিন্ন সেবা এবং গ্রাহকদের সহজলভ্য ও সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে জেনেক্স এবং র‍্যানকন ইকিউ যান চালুর আগে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করবে। প্রাথমিকভাবে, ঢাকায় ৭টি এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ইকিউ চার্জিং স্টেশন স্থাপন করা হবে। সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকার র‌্যাংগস ব্যাবিলোনিয়া টাওয়ারের মার্সিডিজ-বেঞ্জ শোরুমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। র‍্যানকন মোটরসের প্রতিনিধি হিসেবে জনাব ইমরান জামান খান, বিভাগীয় পরিচালক; রেদওয়ানুল জিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা; চৌধুরী মো. নাবিল হাসান, হেড অব মার্কেটিং এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষে জনাব সৈয়দ শফিকুল হাসান, সিওও; মাহমুদুল হাসান লরেন্স, উপ-মহাব্যবস্থাপক (অর্থ); পল্লব কুমার পাল, সিনিয়র ম্যানেজার (সল্যুশন এবং গবেষণা ও উন্নয়ন) ও গালিব মোহাম্মদ করিম, সহকারী ব্যবস্থাপক বিজনেস এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে স্বাভাবিক সড়কপথ ৩০০ কিলোমিটারের বেশি নয়। তাই বাংলাদেশ ইভি বা বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকেল) জন্য একটি আদর্শ দেশ। মার্সিডিজের সকল ইকিউ লাইনআপ বিজ্ঞাপনের পরিসীমা ৪৫০ থেকে ৬৫০ কিলোমিটারের বেশি। এ জন্য, মার্সিডিজ-বেঞ্জ এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দেশব্যাপী প্রিমিয়াম হোটেল, পর্যটন গন্তব্য, হাইওয়ে রেস্তোরাঁ, শপিং মল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে মোট ২১টি ইকিউ চার্জিং স্টেশন স্থাপন করবে। এই পদক্ষেপের মাধ্যমে র‍্যানকন মোটরস তাদের পরিবেশগত দায়বদ্ধতা সুচারুরূপে পালন করে দেশের বিচক্ষণ গ্রাহকদের কাছে আধুনিক বৈদ্যুতিক গতিশীলতা নিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, টেকসই পরিবহন ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনকে ব্যাপকভাবে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি কম আমদানি শুল্ক এবং কম জ্বালানি খরচের জন্য গ্রাহকদেরও বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ তৈরি করছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্রে জানা গেছে, সারা দেশে চার্জিং স্টেশনের বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি কাঠামো প্রদানের জন্য ‘ইলেকট্রিক ভেহিকেল চার্জিং গাইডলাইন’ প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সরকারও ভবিষ্যতের স্বয়ংচালিত রূপান্তরের জন্য একে অগ্রাধিকার দিচ্ছে। ফলে র‍্যানকন মোটরস লিমিটেডের এই উদ্যোগ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হতে যাচ্ছে। অনুষ্ঠানে র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে কাজ করছি। আমাদের লক্ষ্য, বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির অনুপ্রবেশ বাড়ানোর লক্ষ্যে কাজ করা এবং চার্জিং স্টেশনের মাধ্যমে গ্রাহকদের জন্য নির্বিঘ্ন এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান লরেন্স বলেন, ‘মানুষ যত বেশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা শুরু করবে, চার্জিং স্টেশনের চাহিদা বাড়বে। আমাদের দক্ষ এবং নিবেদিত ইপিসি দল নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষে প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন করতে প্রস্তুত।’  
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বার্জার ও আইডিএলসি ইনভেস্টমেন্টসের চুক্তি স্বাক্ষর
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু পরিকল্পনার জন্য আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে।  সোমবার (৫ ফেব্রুয়ারি) বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রূপালী হক চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রেজা উদ্দিন আহমেদ তাদের কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রসঙ্গত, বার্জার প্রতিটি সাধারণ শেয়ার ১,৩৭৬ টাকা ইস্যু মূল্যে ২,৭২৮,১১১ টি সাধারণ শেয়ার ইস্যু করে ৩.৭৫ বিলিয়ন টাকা সংগ্রহ করতে চায়। রাইটস ইস্যু থেকে প্রাপ্ত অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে তৃতীয় কারখানা স্থাপনের জন্য ব্যবহার করা হবে। প্রকল্পটি এপ্রিল ২০২৬ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে এবং এর জন্য প্রায় ৮.১৩ বিলিয়ন টাকা খরচ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন, বার্জার এর সিএফও এবং পরিচালক সাজ্জাদ রহিম চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী এবং উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে ডিএসইএক্স চুক্তি স্বাক্ষর
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)-এর মধ্যে ডিএসইএক্স শরিয়াহ সূচকের ডেটা শেয়ারিংয়ের জন্য একটি চুক্তিসম্পাদন হয়েছে। দেশের প্রথম মার্চেন্ট ব্যাংক হিসেবে পিবিআইএল ডিএসইর সঙ্গে এ ধরনের চুক্তিসম্পন্ন করল।  দেশের পুঁজিবাজারে শরিয়াহসম্মত বিনিয়োগকে উৎসাহিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট প্রথমবারের মতো শরিয়াহ সম্মত ডিস্ক্রিশনারি পোর্টফোলিও প্রোডাক্ট “প্রাইমইনভেস্ট শরিয়াহ” চালু করতে যাচ্ছে। এই প্রোডাক্ট ব্যাবস্থাপনায় শরীয়াহ মানদণ্ডের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এই চুক্তিসম্পাদন করেছে।  চুক্তির শর্তাবলির অধীনে, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে শরিয়াহসম্মত শেয়ারের তালিকা ও প্রয়োজনীয় বিধিবিধান প্রদান করবে। ডিএসই টাওয়ারে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “আমরা বাংলাদেশের পুঁজিবাজারে শরিয়াহভিত্তিক পণ্যের অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেশের ব্যাংকিং খাতে আমানতের একটি উল্লেখযোগ্য অংশ শরিয়াহভিত্তিক আমানত। প্রচলিত ধারার বিনিয়োগ স্কিমের পাশাপাশি শরিয়াহ বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত প্রাইম ইনভেস্ট শরিয়াহর মাধ্যমে বহুসংখ্যক ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহী হবে বলে আমরা আশাবাদী।’’ এই অনুষ্ঠানে, ডিএসইএর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ বলেন, "ডিএসই শরিয়াহ ডাটা সাবস্ক্রাইব করার জন্য দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংক হিসাবে পিবিআইএলএর অগ্রগামী পদক্ষেপ প্রশংসার দাবিদার। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের শরিয়াহ সম্মত ডিসক্রিশনারি প্রোডাক্ট ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ প্রসারিত করবে। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করে এবং বিদ্যমান আইনকানুন মেনে পরিচালিত হয়ে প্রাইম ইনভেস্ট শরিয়াহ্ পুঁজিবাজারে শরিয়াহসম্মত বিনিয়োগের জন্য নতুন পথ খুলে দেবে এবং দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।" ২১ এ জানুয়ারী, ২০২৪ তারিখে নিকুঞ্জের ডিএসই টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। এ ছাড়া খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মোহাম্মদ মাহফুজুর রহমান, ইনডেক্স ম্যানেজমেন্ট প্রধান, ঢাকা স্টক এক্সচেঞ্জ,  খন্দকার রায়হান আলী, এফসিএ, সিওও, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
২৩ জানুয়ারি, ২০২৪

নভোএয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বিএসএমআরএএইউ
নভোএয়ারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসএমআরএএইউ -এর ঢাকা ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও নভোএয়ার লিমিটেড, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় এবং বিমান শিল্পের মধ্যে অধিকতর সহযোগিতা প্রতিষ্ঠা হবে। এটি বিশেষভাবে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগের শিক্ষার্থীদের অদূর ভবিষ্যতে তাদের ব্যবহারিক প্রশিক্ষণ, ওজেটি ও ইন্টার্নশিপ অর্জনে সহায়ক হবে। এ চুক্তির জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানান। উক্ত চুক্তি স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর, ডীনসহ, বিভাগীয় প্রধানগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১২ জানুয়ারি, ২০২৪
X