মিষ্টি বিতরণের ধুম / চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
কথায় কথায় গ্রুপে-উপগ্রুপে সংঘর্ষে জড়ানো চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে নগর ছাত্রলীগ। আর কমিটি ভেঙে দেওয়ার আনন্দে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে। শনিবার (১৮ মে) নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হলো। ১০ টাকার খাম ১০০ টাকায় বিক্রি, পদ ব্যবহার করে অবৈধ টাকা উপার্জনসহ নানা অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিল চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। আর এসব অনিয়মের পেছনে মাহমুদ-সবুজের হাত ছিল বলে অভিযোগ করেন একাধিক ছাত্রলীগ নেতাকর্মী।  এদিকে নগর ছাত্রলীগ বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো। এ বিষয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন বলেন, ‘ওরা ছয়টি বছর ১৮ হাজার শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল। ছাত্রলীগের পদ ব্যবহার করে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে, কিনেছে ফ্ল্যাট। তাই ওদের হাতে আমাদের ছাত্রলীগ নিরাপদ না, এটা আমাদের দ্বিতীয় বিজয়। এর আগে প্রথম বিজয় হয় শিবির থেকে ক্যাম্পাস উদ্ধার করার পর।’ সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘আমাদের ওপর সাংগঠনিক বিশৃঙ্খলার যে অভিযোগ আনা হয়েছে, সে রকম কোনো অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। শুধু কিছু বিপথগামী ছাত্রনেতার স্বার্থের কারণেই আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি।’ নিজেদের সফল দাবি করে তিনি বলেন, ‘যতদিন আমরা দায়িত্বে ছিলাম কখনো জামায়াত-শিবিরের সঙ্গে আপস করিনি।’ কমিটি বিলুপ্তির ঘোষণার পর ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের একাংশ।
২০ ঘণ্টা আগে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক ছাত্রলীগের কমিটি ঘোষণা 
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৫টি বিভাগ তথা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ), আইন বিভাগ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগে এই কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলো ঘোষণা করা হয়। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (বিবিএ) ছাত্রলীগের কমিটিতে জাওয়াদ রহমান সভাপতি ও রিয়াদুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ জনকে সহসভাপতি করা হয়। তারা হলেন- আবিদ শাহরিয়ার পুলক, অর্ণব বসাক, নাসিফ চৌধুরী রাদিদ, সাদমান জিসান, মোহতাসিম মোহাম্মদ তৌফিক, সাফির আবরার, আরমান হোসেন, তৌফিকুজ্জামান মিয়া ও শাহেদ সিরাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- রাকিব আহমদ রাফি, তাশদিদ ইসলাম রঙ্গন ও মারুফ ইসলাম জিদান।  সাংগঠনিক সম্পাদক হলেন শাহ্ মো. নাজমুস সামি, আরিফিন হাসিব, তানভির হোসেন পাহেল ও মো. ইফতেখারুল ইসলাম ইফতি। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. সাইব সাখাওয়াত তূর্য ও সাধারণ সম্পাদক এসএম আসাদুল্লা মুগ্ধ। সহসভাপতি নিষাদ ভূঁইয়া, ফাহিম ফয়সাল, জারিফ মুসতাভী ও মনতাহা সীমান্ত।  যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর পিয়াস, প্রতীক সেন ও মুনিম শাহরিয়ার মিশু। সাংগঠনিক সম্পাদক শেখ ওমর সাদী, মো. শিহাব হোসেন ফাহিম ও তীর্থ নাগ। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ ছাত্রলীগে শ্রাবণ সরকার শাওনকে সভাপতি ও শিহাবুর রহমান শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়। এতে সহসভাপতি হলেন এস এম নাজমুস সাকিব, সজীব চৌধুরী ও সানি কবির। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. রিব রহমত, ইফতেখার জামান। সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম বাঁধন, নাসিমুল হক নাসিম ও মো. মুফতি হাসান। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ ছাত্রলীগে সভাপতি শান্ত মিয়া ও চৈতন্য সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সহসভাপতি হলেন রিদ্দাত আহমেদ, সৌরভ মজুমদার ও সাফোয়ান মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ইরফাত ও রিফাত উদ্দিন। সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গালিব ও মো. ওয়াহেদুন নবী। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মুনতাসিম ফারুক জাফরিকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে বিমা সামাদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
০৬ এপ্রিল, ২০২৪

সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে কসবায় ছাত্রলীগের কমিটি বিলপ্তি
সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্য রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কাজে স্থবিরতা দেখা  কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মোবাইল ফোনে কালবেলাকে জানান অচিরেই কর্মিসভার মাধ্যমে দ্রুততম সময়ে কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। ২০১৯ সালের ৩০ জুন আফজাল হোসেন রিমনকে আহ্বায়ক, কাজী মানিক ও আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ৫৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই আহ্বায়ক কমিটি প্রায় পাঁচ বছর পর বিলুপ্ত ঘোষণা করল জেলা ছাত্রলীগ।
২৯ মার্চ, ২০২৪

দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য করা নতুন কমিটিতে শহীদুল আলমকে সভাপতি এবং রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার (২৩ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে মাইনুল এইচ সাচ্চু মৃধা, এস এম প্রিন্স, রাসেল শরীফ, সবুজ উদ্মাদিন, মামুন মোল্লা,আরিফ মুন্সী, রাহাত তালুকদারকে সহ-সভাপতি, বায়েজিদ খান, সৈয়দ রাব্বি, ইমন হাওলাদার ও শফিউল আলম জিসানকে যুগ্ন সাধারন সম্পাদক, মোস্তফা, মশিউর রহমান,শাহীন ও শেখ সোহাগকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা মিলে বিশাল আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেন।
২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বাংলাদেশ ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষতির ছাত্রলীগের দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ৭ বছর পর ২০১৮ সালের ১০ মে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম র‌্যাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ২ সদস্য কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৮ জুলাই ১৮৮ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।    
২৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, মিষ্টি বিতরণ 
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক‌ইসঙ্গে নতুন কমিটি গঠন করার জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিদ্ধান্ত মোতাবেকে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ তারিখ থেকে ২ এপ্রিলের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।  এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষণার পর আনন্দের জোয়ার ব‌ইছে মৌলভীবাজার জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। কমিটি বিলুপ্ত ঘোষণার পর মৌলভীবাজার শহরে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগের কর্মীরা।  উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল এক বছরের জন্য মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ছয় বছর এই কমিটি দিয়ে সাংগঠনিক কাজ চালিয়ে আসছে। দীর্ঘ ছয় বছর নানা অনিয়ম, দুর্নীতি ও সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগ উঠে এই কমিটির নেতাদের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।  
২৩ মার্চ, ২০২৪

রাজধানীর ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের কমিটি নেই
সম্মেলনের পর পেরিয়ে গেছে পাঁচ মাস। পদপ্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে জীবনবৃত্তান্ত। তখন বলা হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হবে কমিটি। কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে হতাশ হয়ে পড়ছেন পদপ্রত্যাশীরা। অনেকের মধ্যে জন্ম নিয়েছে ক্ষোভ। সম্মেলন এবং কর্মিসভা করার পরও কমিটি না দিতে পারার বিষয়টিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদিচ্ছার অভাব হিসেবে দেখছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১৮ অক্টোবর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ১ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সেদিন সম্মেলন হয়ে যাওয়ার এতদিন পরও কমিটি না দেওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্নের। এর আগে ২০২২ সালের ১৪ জুন ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বিবৃতির মাধ্যমে ২৯ জুন শাখাটির সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। শেষ পর্যন্ত তারা এই সম্মেলন বাস্তবে রূপ দিতে ব্যর্থ হন। সর্বশেষ ২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা কলেজ ছাত্রলীগের তিনটি কমিটি গঠিত হয়। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে নভেম্বরে ১২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর ২০১৭ সালে বছরের শুরুতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আবারও এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় নেতারা। ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে আক্ষরিক অর্থে ঢাকা কলেজের কোনো কমিটি নেই। অন্যদিকে, সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৪ সালের ৮ অক্টোবর। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম এক বছরের জন্য কমিটি ঘোষণা করেছিলেন। তখন মুজিবুর রহমান অনিককে সভাপতি ও সোলায়মান মিয়া জীবনকে সাধারণ সম্পাদক করে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। এর দুই বছর পর ২০১৬ সালে সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইনের কমিটি শাখাটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, যা ২০১৯ সালের ২১ মার্চ পরবর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে আর নতুন নেতৃত্ব পায়নি এই প্রতিষ্ঠান। গত ২০২২ সালের ডিসেম্বরেও কমিটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ঢাকা কলেজ ইউনিটের প্রায় সাত বছর এবং সরকারি বাঙলা কলেজ ইউনিটের প্রায় পাঁচ বছর পর সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ১৮ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। ফলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত কর্মিসভায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক মাসের মধ্যে কমিটি ঘোষণা করে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে বলে জানান। একই বছরের ২ অক্টোবর বাঙলা কলেজ ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানেও সাদ্দাম হোসাইন ও শেখ ওয়ালী আসিফ অতি দ্রুত কমিটি প্রদানের আশ্বাস দিয়েছিলেন। আজ পর্যন্ত সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। ছাত্রলীগের গঠনতন্ত্রে যে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং গুরুত্ব বিবেচনা করে ঢাকা ও বাঙলা কলেজকে সাংগঠনিক জেলা শাখার মর্যাদা দেওয়া হয়েছে। গঠনতন্ত্রের ১০ নম্বর ধারায় উল্লেখ আছে, জেলা শাখার কার্যকাল এক বছর। জেলা শাখাকে উপরোক্ত সময়ের মধ্যে নবনির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন ক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে জেলা কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখাগুলোতে প্রতি বছর একবার করে সম্মেলন ও নতুন কমিটি হওয়ার কথা থাকলেও বিগত ১০ বছরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে মাত্র দুটি, ঢাকা কলেজে একটি (আহ্বায়ক) এবং বাঙলা কলেজে একটি কমিটি ঘোষিত হয়েছে, যা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এ প্রসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পদপ্রত্যাশী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ গত বছরের নভেম্বরে সম্মেলন আয়োজন করে শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর চার মাস অতিবাহিত হলেও কোন অদৃশ্য শক্তির প্রভাবে কমিটি ঘোষণা করতে পারছে না, সেটা আমার বুঝে আসে না। বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনে এমন অনিয়ম আমরা কখনোই আশা করি না। আমরা এখন চরম হতাশায় নিমজ্জিত আছি।’ ঢাকা কলেজ ছাত্রলীগের এক পদপ্রত্যাশী নেতা বলেন, ‘অনেক বলেছি। বলতে বলতে এখন বলার শক্তি হারিয়ে ফেলেছি। এখন আমরা পাথরের মতো চুপ হয়ে গেছি।’ বাঙলা কলেজের আরেক পদপ্রত্যাশী বলেন, ‘বছরের পর বছর ধরে এখানে কমিটি নেই। এত বছর পর কর্মিসভা হলো, তারপরও কমিটির বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এটা দুঃখজনক।’ সার্বিক বিষয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালবেলাকে বলেন, ‘আমরা এই তিন ইউনিটের কমিটি নিয়ে কাজ করছি। আশা করছি, দ্রুতই কমিটিগুলো গঠন করতে পারব।’ কত দিনের মধ্যে কমিটি গঠন হতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে দ্রুতই এই কমিটিগুলো হয়ে যাবে।’ এ বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনকে মোবাইল ফোনে কয়েকদিন ধরে বারবার কল দিলেও তিনি সাড়া দেননি।
০৩ মার্চ, ২০২৪

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে পিরোজপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করে।  কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ প্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্য নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে (সকাল ১০ থেকে রাত ৮টা) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিরুজ্জামানকে সভাপতি ও ইফতেখার মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ২০ জন সহসভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়। ১ বছর ২ মাসেও বিলুপ্ত এ কমিটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।  শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত বাংলাদেশ ছাত্রলীগ, পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হলো এবং একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, মঠবাড়িয়া উপজেলা শাখা, পিরোজপুর এর আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কোনো বক্তব্য পাওয়া জায়নি।
০২ ডিসেম্বর, ২০২৩

রাবি ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা, সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর
প্রায় সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে বিতর্কিত ও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত একাংশের নেতাকর্মী। এ ছাড়া নতুন কমিটির সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছেন তারা৷ রোববার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় টেন্টে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় সদ্য কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। পরে দলীয় টেন্ট থেকে ক্যাম্পাসে শোডাউন বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেল এলাকায় ছাত্রলীগকর্মী আরবকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করেন পদবঞ্চিতরা। এর আগে শনিবার রাত ১১টায় ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পদবঞ্চিত নেতা ও গত কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন বলেন, ‘৩৪ দিন যাচাই-বাছাই করে যে কমিটি দিয়েছে তা মেনে নেওয়ার মতো না। সব পোস্ট বিতর্কিতদের দিয়ে করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক গালিব ইন্টার পাস। ৩-৪ বছর পড়াশোনা করে পাস করতে পারেনি। সে বিয়েও করেছে। তার পরিবারের ৮ জন বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। গত কমিটিতে যে সহসভাপতি এখন ৭ বছর পর সে আবার সহসভাপতি। এটা মেনে নেওয়া যায় না। এই কমিটি হাস্যকর। এটা আমাদের সঙ্গে রসিকতা করা হয়েছে। তারা সংগঠন শেষ করে দিয়েছে। আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি।’ সদ্য কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ‘বর্তমান কমিটি সম্পূর্ণ বিতর্কিত। অছাত্র, ইন্টার পাস ও বিতর্কিতদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। সাধারণ সম্পাদক গালিব বিবাহিত, ইন্টারপাস ও বিতর্কিত। রাজাকারের নাতিও এই কমিটিতে আছে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা আসতে পারবে না।’ এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে জানতে সদ্য সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসেও তার দেখা মেলেনি।
২২ অক্টোবর, ২০২৩
X