অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে অর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে দিনব্যাপী খারুভাজ নদীর বাছুরবান্ধা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলাধীন খারুভাজ নদী থেকে কৃষি চাষাবাদী জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ (ছ) লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় পৃথক ৭টি মামলায় ৭ জনকে ৩,৫০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। তারাগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, কৃষি জমি ক্ষতি ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৯ ঘণ্টা আগে

প্রমাণ হলো এসএমসি প্লাস অনুমোদনহীন, কর্ণধারকে জরিমানা
ইলেক্ট্রোলাইট ড্রিংকস এসএমসি প্লাসের অনুমোদন না থাকার কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ওয়ালিউল ইসলাম। এজন্য বিশুদ্ধ খাদ্য আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) আলাউল আকবরের আদালত তাকে এ জরিমানা করেন। সেই সঙ্গে ওয়ালিউল ইসলামের জামিন মঞ্জুরের আদেশ দেন। মামলার বাদী ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত বিশুদ্ধ খাদ্য আদালতে এসএমসি প্লাসের কর্ণধার ওয়ালিউল ইসলাম আত্মসমর্পণ করেন। পরে তার জামিন মঞ্জুর করেন বিচারক আলাউল আকবর। গত মঙ্গলবার (১৪ মে) বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন ৫টি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে ৫টি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এসএমসি প্লাস, ব্রুভানা, প্রাণের এক্টিভ, টারবো এবং আকিজের রিচার্জ - এগুলো ওষুধ না কি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। এর আগে ওই দিন সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, এগুলোর একটিরও অনুমোদন নেই। তিনি আরও বলেন, এগুলো ওষুধ না ড্রিংকস তা ওষুধ প্রশাসনও বলতে পারে না। এর মধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যর প্রসারে প্রচারণা করছেন ক্রিকেটার তামিম ইকবাল খান। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলেছি, কোনো কোম্পানি  শোনেনি। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
১৬ মে, ২০২৪

সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেলিম প্রধান ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে সাজাপ্রাপ্ত। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ নিয়ে তাকে উপজেলা নির্বাচনে গণসংযোগ করতে দেখা যায়। এ সময় তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ টাকা অনুদান দিলে বিতর্কের সৃষ্টি হয়। জানা গেছে, সেলিম প্রধান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজা খেটেছেন। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। দুদকের অনুসন্ধানের সময় রাজধানীর ধানমন্ডি, গুলশান, উত্তরা, বনানীসহ একাধিক জায়গায় তার বাড়ি ও ফ্ল্যাট আছে, যার বাজারমূল্য শতাধিক কোটি টাকা, যা তার আয়কর নথিতে প্রদর্শন করা হয়নি। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থাইল্যান্ডগামী বিমানের একটি ফ্লাইট থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে নিয়ে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে ২৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা, ৭৭ লাখ ৬৩ হাজার টাকার সমপরিমাণ ২৩টি দেশের মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২টি চেক, ৪৮ বোতল বিদেশি মদ, একটি বড় সার্ভার, চারটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা হয়।
১৬ মে, ২০২৪

সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ১ জনের কারাদণ্ড, জরিমানা
ঝিনাইদহে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যাচেষ্টা ও সাংবাদিক অফিসে হামলা-ভাংচুর মামলার রায়ে আসামি শামিমুল ইসলাম ওরফে শামিমকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি জহুরুল ইসলাম হিরোকে খালাস দেয়া হয়েছে।  বুধবার (১৫ মে) দুপুরে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন। খালাশপ্রাপ্ত জহিরুল ইসলাম হিরো ঝিনাইদহ প্রেসক্লাবের সহসম্পাদক ও সাজাপ্রাপ্ত শামীমুল ইসলাম শামীম ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬বছর আগে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাতে ঝিনাইদহ জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় অনলাইন কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে আরও এক সাংবাদিক গুরুত্বর আহত হন। হামলাকারীরা অফিস ভাঙচুর ও লুটপাট করে। গুরুত্বর আহত অবস্থায় রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় সাংবাদিক মিল্টনসহ ২জনকে। এ ঘটনায় শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের নামে ঝিনাইদহ সদর  থানায় মামলা করেন সাংবাদিক আব্দুর রহমান মিল্টন। সেই মামলায় ২০১৯ সালের এপ্রিল মাসে ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম কে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন। মামলাটির দীর্ঘ আইনি প্রক্রিয়া ও স্বাক্ষী শেষ বিজ্ঞ আদালত এই রায় দেন। সাংবাদিক আব্দুর রহমান মিল্টন বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ ও এখন টিভির রিপোর্টার হিসাবে ঝিনাইদহে কর্মরত আছেন। সাজাপ্রাপ্ত সাংবাদিক শামীমুল ইসলাম শামিম তাৎক্ষণিক ভাবে উচ্চ আদালতে আমিল করে জামিন লাভ করেছেন। 
১৬ মে, ২০২৪

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ.লীগ নেতাকে জরিমানা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত রফিকুল বারী চৌধুরী বাচ্চু সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের সমর্থক। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় রফিকুল চৌধুরী বাচ্চুর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ওই জরিমানার টাকা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় অভিযানে রফিকুল চৌধুরী বাচ্চুকে জরিমানা করার পাশাপাশি আরেক সমর্থক সেলিম আহমদকে ডেকে সতর্ক করা হয়। জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। নির্ধারিত সময়ের আগেই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে নির্বাচনী মাইকিং করার দায়ে শাহাব উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। প্রত্যক্ষদর্শী ধর্মপাশা সদর বাজারের ব্যবসায়ী সেহান আহমেদ বলেন, ঘোড়া প্রতীকের সমর্থনে যে শোডাউনটি হয়েছে এতে চার শতাধিক মোটরসাইকেল ছিল। এতে প্রায় আট শতাধিক মানুষ অংশ নেয়। সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, আচরণবিধি না মেনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করায় আনারস প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে দুই হাজার টাকা এবং ঘোড়া প্রতীকের মোটরসাইকেল শোডাউন করায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমর্থক রফিকুল বারী চৌধুরী বলেন, আচরণবিধি না মানার কারণে এ জরিমানা করা হয়।
১৩ মে, ২০২৪

আর জরিমানা নয় কারাদণ্ড দেওয়া হতে পারে ট্রাম্পকে
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন বিচারক হুয়ান মারচান। স্থানীয় সময় সোমবার মামলাটির শুনানি চলাকালে জুরিবোর্ডের সদস্য ও সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে এমনভাবে সতর্ক করেন বিচারক। খবর রয়টার্সের। এরই মধ্যে মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। সোমবারও একই ধরনের জরিমানা করা হয় তার। বিচারক মারচান বলেন, আমি ট্রাম্পকে কারাদণ্ড দিতে চাই না এবং এই দণ্ড দেওয়া এড়াতে আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি; কিন্তু তিনি বারবার নিয়ম ভঙ্গ করছেন। তাই এরপর আর জরিমানা নয়, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। জরিমানা আরোপ করার পর বিচারক আরও বলেন, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়াটা আসলে ‘শেষ অবলম্বন’। কারণ এটি এ মামলার বিচারকে ব্যাহত করবে, অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন জটিল করে তুলবে। এদিকে ট্রাম্প বলেছেন, আমি আদালতের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আদালত যে জুরিবোর্ড গঠন করেছেন, তার ৯৫ শতাংশ সদস্যই ডেমোক্র্যাটপন্থি। আর বিচারক ইচ্ছা করে আমার কথা বলার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন। আদালতের এমন আচরণ সত্যিই বিস্ময়কর ও এর আগে কখনো এমন ঘটনা দেখা যায়নি। উল্লেখ্য, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে গোপন করেন ট্রাম্প। ওই বছর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ২০১৬ সালের নির্বাচনে অংশ নিতে অবৈধ উপায় বেছে নিয়েছিলেন ট্রাম্প। তথ্য গোপন রেখে ও বিপুল পরিমাণ অর্থ খরচ করে ভুক্তভোগীকে চুপ করিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। ট্রাম্প ও তার আইনজীবীরা রাষ্ট্রপক্ষের এ অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
০৮ মে, ২০২৪

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা লাখ টাকা জরিমানা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশক নিধন অভিযান চালানো হয়েছে। এডিসের লার্ভা পাওয়ায় দুই মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দিনভর ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মিরপুরের রূপনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। ওই এলাকার কমপক্ষে ৪০টি বাড়ি পরিদর্শন করেন তারা। সে সময় নির্মাণাধীন একটি ভবনে লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া উত্তরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে সেক্টর-৩ এলাকার এক বাসায় এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, গত ২৭ এপ্রিল থেকে বর্ষা মৌসুম শুরুর আগ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে ডিএনসিসির সব ওয়ার্ডে। ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মশক নিধন অভিযানে আটটি মামলায় মোট ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
০৬ মে, ২০২৪

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মশক নিধন অভিযান চালানো হয়েছে। এডিসের লার্ভা পাওয়ায় দুই মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৫ মে) দিনভর ডিএনসিসির বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মিরপুরের রূপনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রূপনগর এলাকার অন্তত ৪০টি বাড়ি পরিদর্শন করা হয়। এসময় একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উত্তরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তরা সেক্টর-৩ এলাকায় একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।  ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, গত ২৭ এপ্রিল থেকে বর্ষা মৌসুম শুরুর আগে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির সকল ওয়ার্ডে মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মশক নিধন অভিযানে আটটি মামলায় মোট ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
০৫ মে, ২০২৪

শ্রীমঙ্গলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ মে)  শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড, নতুনবাজারসহ বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়। সোনার বাংলা রোডে অবস্থিত রাহী আইসক্রিমকে ১৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত দেবাশীষ স্টোরকে ১ হাজার টাকা, নীলকান্ত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে বলে তিনি জানান। ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
০৫ মে, ২০২৪

বিচিত্র / বিমানের সিটে ত্রুটি, গুনতে হচ্ছে ২ লাখ জরিমানা
মোটা অঙ্কের টাকা দিয়ে কেটেছিলেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের টিকিট। স্বস্তির জন্য ইকোনমি ক্লাসের টিকিটের চেয়ে ৫০ হাজার টাকা বেশি খরচ করেছিলেন তারা। যাচ্ছিলেন ভারতের হায়দরাবাদ থেকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া। তবে বিমানের সিটে কাজ করেনি রিক্লাইনিং সিস্টেম। বিমান কর্মীদের চেষ্টাও বিফলে যায়। এতে দীর্ঘযাত্রায় শারীরিক ও মানসিক অসুবিধায় পড়েন দুই যাত্রী। এরপর তারা হায়দরাবাদ আদালতের দ্বারস্থ হন। যাত্রীদের শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য এক লাখ টাকাসহ মোট দুই লক্ষাধিক টাকা (২০৪০ মার্কিন ডলার) জরিমানা দিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে নির্দেশ দেন বিচারক। ওই দুই যাত্রী হলেন ভারতের তেলেঙ্গানা পুলিশের ডিজি রবি গুপ্তা ও তার স্ত্রী অঞ্জলি গুপ্তা। তারা গত বছরের ২৩ মে এ যাত্রা করেন। তাদের অভিযোগ, বিমানের বিজনেস ক্লাসের সিট স্বয়ংক্রিয়ভাবেই রিক্লাইন করার কথা। তবে সারা পথে এটি কাজ করেনি। অভিযোগের পর সিঙ্গাপুর এয়ারলাইন্স ২০ হাজার ক্রিসফ্লায়ার মাইল অফার করেছিল। তবে তারা সেই প্রস্তাবে রাজি হননি। সম্প্রতি হায়দরাবাদ আদালত রুলসহ আদেশে বলেন, সুদ, মামলার খরচসহ ২০৪০ ডলার জরিমানা দিতে হবে ওই এয়ারলাইন্সকে। সূত্র: নিউজএইটি
০৩ মে, ২০২৪
X