শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শরীফ উল্যাহকে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।  সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।     গ্রেপ্তার শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।    জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল ও সম্পত্তির ক্ষতি সাধনের ষড়যন্ত্রে লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সিমসহ তাকে গ্রেপ্তার করা হয়।   ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, মামলাটি এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।
২২ এপ্রিল, ২০২৪

নির্বাচনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রণালয় এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করেছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং এর আগের দুদিন ও পরের দুদিন (মোট পাঁচ দিন) তারা দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) চাওয়া অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী অপরাধগুলো আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার কাজ করবেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়ে ইসি সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।
১৫ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুলসহ গ্রেপ্তার ৫
মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।  এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।  আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী ও নাইম আহমদ।  মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, কনকপুর এলাকার ঘটনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। আজ আদালত তাদের কারাগারে প্রেরণ করেছেন।  মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে বিনা কারণে পুলিশি অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করে অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।
০৯ নভেম্বর, ২০২৩

ক্ষমা চেয়ে পার পেলেন নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
জামিন পাওয়া আসামি লিটন মিয়ার জামিনের বেইলবন্ড (মুচলেকা) গ্রহণ না করার ঘটনায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে হাজির হয়ে ঘটনার লিখিত ব্যাখ্যা দাখিল করেন এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি। পরে আদালত বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেন। আদালতে সাইফুল আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। লিটন মিয়ার পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন। শুনানিকালে আদালতের জিজ্ঞাসায় আইনজীবীরা জানান, আসামি লিটন মিয়া কারামুক্ত হয়েছেন। পরে আদালত সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি করে আদেশ দেন। গত ২৪ জুলাই আসামি লিটন মিয়ার জামিনের বেলবন্ড গ্রহণ না করার ঘটনায় ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট। তলবের লিখিত আদেশে থেকে জানা যায়, নরসিংদীর শিবপুর মডেল থানার এক মামলায় আসামি লিটন মিয়াকে গত ২৯ মে হাইকোর্ট জামিন দেন। জামিনের বেইলবন্ড (মুচলেকা) আসামির আইনজীবী নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করেন। কিন্তু নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখনো জামিনের মুচলেকা গ্রহণ করেননি। এ কারণে হাইকোর্টে জামিন পাওয়া আসামি লিটন মিয়া এখনো কারাগারে রয়েছেন। বিষয়টি হাইকোর্ট নজরে নিয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন।
০৪ আগস্ট, ২০২৩
X