৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার করেছে ঢাকার জেলা প্রশাসন।  মঙ্গলবার (৭ মে) মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।  জানা গেছে, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আর.এস ও সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮  নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
০৭ মে, ২০২৪

শীতার্তদের মধ্যে ঢাকা জেলা প্রশাসনের কম্বল বিতরণ
চলমান শৈত্যপ্রবাহে দুই শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায়  ঢাকা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ শীতবস্ত্র বিতরণ করেন।   এ সময় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর ও মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল হাসানসহ স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
১৬ জানুয়ারি, ২০২৪

রংপুরে হঠাৎ ঘন কুয়াশা, ২৫ হাজার কম্বল চেয়েছে জেলা প্রশাসন
এবার শীত মৌসুমে রংপুরে খুব একটা শীত অনুভবন করেনি এ জেলার মানুষ। কিন্তু পৌষ শুরুর আগে হঠাৎ ঘনকুয়াশায় ঢেকে গেছে পুরো রংপুর। এতে করে কষ্ট বেড়ে গেছে ছিন্নমূল মানুষজনের। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা বাড়বে।   এদিকে, জরুরি ভিত্তিতে ২৫ হাজার কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।   সরেজমিনে দেখা গেছে, রোববার বিকাল থেকেই ঘনকুয়াশা পড়তে থাকে। রাত যতই গভীর হচ্ছিল, কুয়াশা ততই ঘন হচ্ছিল। কুয়াশা এত ঘন ছিল, যেন বৃষ্টির ফোঁটা পড়ছিল। এ অবস্থায় ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। দুর্ঘটনা এড়াতে রেলপথেও গতি কমেছে ট্রেনের।  রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রংপুরে সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে। তবে সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। মূলত কুয়াশা কেটে গেলে শীত বাড়ে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান ওই আবহাওয়াবিদ। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষগুলোর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। নদী তীরবর্তী ও ছিন্নমূল মানুষরা রয়েছেন চরম ভোগান্তিতে। কৃষিজমিতে কাজের জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে সার, বীজ ও সেচের সঙ্গে কৃষি শ্রমিকের মজুরিতে হচ্ছে বাড়তি খরচ। এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, শীতের শুরুতেই রংপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। ইতোমধ্যে ৪৫ হাজার কম্বল উপজেলা পর্যায়ে বিতরণের জন্য দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ২৫ হাজারের চাহিদা পাঠানো হয়েছে।
১১ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শফি উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল। এ ছাড়াও বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াছমিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুসহ অন্যরা। বক্তারা, দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা বলে সংজ্ঞায়িত করে এর ভয়াবহতা মানুষের মাঝে প্রচার ও দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি নির্মুল করার আহ্বান জানান।
০৯ ডিসেম্বর, ২০২৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন', প্রস্তুত সাতক্ষীরা জেলা প্রশাসন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ প্রবলরূপে ধেয়ে আসছে উপকূলের দিকে। বুধবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় সাতক্ষীরায় প্রায় ৩শ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন। আমাদের লক্ষ্য থাকবে কীভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়। সব সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হবে। ট্রলারগুলো রিকুইজেশন করা হবে। তারা মানুষের পারাপার করবে।’  জেলা প্রশাসক বলেন, ‘শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।  শুকনো খাবার ও ওষুধের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।  এদিকে জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ, সহকারী পুলিশ সুপার সজিব খান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল বাসেত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আছাদুজ্জামান বাবু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল (শুভ্র), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন অধিদপ্তরের মো. সালাউদ্দিন প্রমুখ।  এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ‘বর্তমানে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ আছে তা পরিবর্তন না হলে আপাতত সাতক্ষীরা  উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে দমকা বাতাস, ভারী বৃষ্টি ও নদীতে পানির উচ্চতা বাড়তে পারে।’
২৪ অক্টোবর, ২০২৩
X