আজ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন
১০ বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সূচি ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করতে যাচ্ছে আইসিসি। শুক্রবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছে ট্রফি। বিবৃতিতে বলা হয়েছে, আজ বেলা ১২টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। যেখানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী (সিইও) জিওফ অ্যালার্ডিস। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারনমানপ্রীত কৌর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে আছেন ভারতীয় অধিনায়ক। বিসিবির একটি নির্ভারযোগ্য সূত্র জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ৩ অক্টোবর রাখা হয়েছে, যা শেষ হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে অংশ নিতে অবশ্য ২৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে চলে আসতে হবে প্রতিযোগী দলগুলোকে। টু্র্নামেন্ট শুরুর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। দশ দলকে দুই গ্রুপে ভাগ করা শুরু হবে প্রতিযোগিতা। ঢাকা ও সিলেটের দুই ভেন্যু মিলিয়ে টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। টুর্নামেন্ট সামনে রেখে গুলশানের নাভানা টাওয়ারে অস্থায়ী অফিস তৈরি করেছে আইসিসি। আগামী তিন মাস এখানেই সবধরনের কার্যক্রম চালিয়ে যাবেন আইসিসির কর্মকর্তারা। এ সময়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফরে আসবেন তারা।
০৫ মে, ২০২৪

বিপিএলের দশম আসরের ট্রফি উন্মোচন
আর মাত্র এক দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া বিপিএলের দশম সংস্করণের ট্রফি আজ বুধবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এবারের আসরে সাত দলের অধিনায়কই উপস্থিত ছিলেন।  বিপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডাকবিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।   আসর শুরুর আগেই ঘোষণা দিয়ে নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে চার ফ্রাঞ্চাইজি কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারও পেয়েছেন শুভাগত হোম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে নতুন মুখ হিসেবে দেখা যাবে লিটন দাসকে। খুলনা টাইগার্সকে এবার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিব আল হাসান থাকা সত্ত্বেও রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মুর্তজা। তবে মাশরাফীর বদলে আজ ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।   
১৭ জানুয়ারি, ২০২৪

ট্রফি উন্মোচন করলেন উর্বশী
চলতি বছর ছেলেদের আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। এ নিয়ে চরম উন্মাদনা বিরাজ করছে এশিয়ার ক্রিকেট অঙ্গনে। এবার এই আয়োজনের অংশ হলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্যারিসে আইসিসি ট্রফি উন্মোচন করলেন তিনি। পরনে সোনালি পোশাক, আইফেল টাওয়ারের সামনে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন উর্বশী। আনন্দক্ষণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। মুহূর্তটা আইফেল টাওয়ারের সামনে।’ মন্তব্যঘরে উর্বশীর প্রশংসা করেছেন অনেকেই। কেউ বললেন, ‘এবার তো ট্রফি ভারতে আসতেই হবে।’ আবার কেউ বললেন, ‘আপনার সঙ্গে ক্রিকেটের যোগ দারুণ তো।’ গত বছর ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন আরেক বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। অভিনেত্রীদের হাতে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির এই দুজনের হাত ধরেই শুরু হলো। এদিকে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ও পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে উর্বশীর নামে। অবশ্য তিনি এখন ব্যস্ত তার কাজ নিয়ে। সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’-এ দেখা গেছে তাকে।
২৫ আগস্ট, ২০২৩
X