সাভারে ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর আশুলিয়া থানার কাশিমপুরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে প্রায় এক কিলোমিটারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি। সোমবার (১৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাশিমপুরের কাজি মার্কেট, সুরাবাড়ি ও কাশিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন কালবেলাকে বলেন, কাশিমপুর থানা ও গাজীপুর জেলা পুলিশের সহযোগিতায় কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি পয়েন্ট সিলগালা করে পাঁচ শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় প্রায় ৩০০ মিটার পাইপ উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী মো. আসোয়াত হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. সুমন আলী প্রমুখ।
১৩ মে, ২০২৪

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না 
গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জানানো হয়, সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- আশুলিয়া, খেজুর বাগান, সাভারের টংগাবাড়ী,  গৌরীপুর, খাগান, কুমকুমারী ও আক্রান। এছাড়াও এ সময়ের মধ্যে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, পাইপলাইনে কাজ চলাকালে পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহের চাপ কম থাকতে পারে।
২২ এপ্রিল, ২০২৪

তিতাস গ্যাস আদর্শ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তিতাস গ্যাস আদর্শ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা হয়। এবার ছিল প্রতিযোগিতার ২৯তম আসর।  শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের নজরকাড়া প্যারেডে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর মহান অবদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. হারূনুর রশীদ মোল্লাহ্। তিনি তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার
রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা টঙ্গী টিবিএস হতে ভাদামগামী সড়কের পিএসআইজি লাইনের ওপর সংযুক্ত স্কুইব রোড, ভাদাম, মুদাফা এলাকার সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
১৭ নভেম্বর, ২০২৩

এগিয়ে যাচ্ছে তিতাস গ্যাস
দেশের গ্যাস বিতরণের ছয় কোম্পানির মধ্যে এগিয়ে আছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দীর্ঘদিন কোম্পানিটির বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া, প্রশাসনিক বিশৃঙ্খলা, নিম্নমানের গ্রাহকসেবার অভিযোগ থাকলেও বর্তমানে এসব অভিযোগ কমে এসেছে। কোম্পানিটির একাধিক কর্মকর্তা জানান, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব নেওয়ার পর থেকে সব ধরনের অনিয়ম কমে এসেছে। অবৈধ গ্যাস সংযোগ প্রায় বন্ধ হয়েছে। প্রশাসনে ফিরেছে শৃঙ্খলা। গ্রাহকসেবার মানও বেড়েছে আগের যে কোনো সময়ে তুলনায়। তার তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলার কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাস প্রথম স্থান অর্জন করে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, যতক্ষণ অবৈধ সংযোগ আছে ততক্ষণ অভিযান চলবে। কোনো ছাড় নেই। এ ধরনের কাজের সঙ্গে যদি কোনো কর্মকর্তাও জড়িত থাকেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, তিতাসের এলাকায় এখন সঞ্চালন লাইন অনেক পুরোনো হয়ে গেছে। সেগুলোর স্থানে নতুন লাইন বসানো হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ, জয়দেবপুরসহ যেসব এলাকায় শিল্পকারখানা রয়েছে, সেখানে নতুন পাইপলাইন বসানো হবে। যাতে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকে। পাশাপাশি পাইপলাইনে সার্বিক বিষয় দেখভাল করতে স্ক্যাডা সিস্টেম বসানো হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট বিতরণ ব্যবস্থা হবে, ধীরে ধীরে সব কাজও ডিজিটাইজেশন করা হবে। হারুনুর রশীদ মোল্লাহ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো তিতাসের এমডি হিসেবে এক বছরের জন্য নিয়োগ পান। মেয়াদ শেষে দ্বিতীয়বারের মতো তাকে আরও এক বছরের জন্য একই পদে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা জানান, তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই বছরে অনিয়ম, অবৈধ কর্মকাণ্ডে জড়িত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৯ জনকে বরখাস্তসহ মোট ৭৬ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। একই সময়ে ১ হাজার ২৮৩ জনকে নানা অভিযোগে বদলি করা হয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে আবাসিক ৬ লাখ ৬৯ হাজার ৪৮৬টি বার্নার, ৫১৫টি শিল্প, ৫২৯টি বাণিজ্য, ১৭৯টি ক্যাপটিভ ও ৫৪টি সিএনজি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৭৪৪ দশমিক ৪১ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ৪৭০ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ হাজার ৯১৯ কোটি ৯১ লাখ টাকা আদায় করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এমডি দায়িত্ব নেওয়ার পর তিতাসের সিস্টেম লসও কমে এসেছে। ২০১৯-২০ অর্থবছরে সিস্টেম লসের পরিমাণ ছিল ১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত সিস্টেম লসের পরিমাণ ৫ দশমিক ৪ শতাংশ।
০১ নভেম্বর, ২০২৩

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আরও কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।  বুধবার (১৮ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক ও মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেললাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। 
১৮ অক্টোবর, ২০২৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বুধবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা ঘটিকা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।  গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
১৮ অক্টোবর, ২০২৩
X