গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা
গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। মঙ্গলবার (১৪ মে) বিবিসির এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরে ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যের প্যাকেট ছিঁড়ে ফেলেছে।  ট্রাক থেকে ফেলে দেওয়া এ ত্রাণগুলো হেবরনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল। এগুলো গাজা খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল।  ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এ ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।  বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জিম্মিদের জন্য মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণের বাক্স ফেলে দিচ্ছে। এ ছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা তা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এ ছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।  ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, এ বিক্ষোভের জন্য টিজাভ ৯ গোষ্ঠী দায়ী। এ গোষ্ঠীটিকে ডানপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা গাজায় ইসরায়েলি জিম্মি থাকায় সেখানে ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে।  বার্তা সংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী বলেন, তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে। তাদের হাতে ইসরায়েলি সেনাসহ নাগরিকরা হত্যার শিকার হয়ে আসছে।   হানা গিয়েত নামের এক বিক্ষোভকারী বলেন, জিম্মিরা সুস্থ ও জীবিত অবস্থায় ইসরায়েলে না ফেরা পর্যন্ত গাজায় কোনো ধরনের খাবার প্রবেশ করতে দেওয়া হবে না।  মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বিক্ষোভকারীদের আচরণ ‘সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’। হোয়াইট হাউস ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।  
১৪ মে, ২০২৪

দাবদাহে পানি ছিটানোর উদ্যোগ অসম্পূর্ণ : ত্রাণ প্রতিমন্ত্রী
বায়ুদূষণ রোধ ও তীব্র তাপপ্রবাহে শহরকে ঠান্ডা রাখতে নগরীতে স্প্রে ক্যাননের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টি’র ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে এ ‘কৃত্রিম বৃষ্টি’র ব্যবস্থা করা হয়। যদিও দাবদাহের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ পানি ছিটানোর উদ্যোগ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। শনিবার (১১ মে) ঢাকার এফডিসিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হিট অফিসার নিয়োগের কোনো পরিকল্পনা নেই। তীব্র দাবদাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনে পানি ছিটানোর উদ্যোগ অসম্পূর্ণ। জল কামানে পানি ছিটানো যথেষ্ট নয়, এটি আরও সায়েন্টিফিক ওয়েতে করতে হবে। বিল্ডিং কোড না মেনে অপ্রয়োজনীয় কাচের ব্যবহার ভবনে অতি তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। অনেক শিক্ষিত ব্যক্তিরাও আইন না মেনে মনমতো ঘরবাড়ি তৈরি করে নিজের ঘরকে নিজেই মৃত্যু ফাঁদে পরিণত করছে। তাই আইন মানার জন্য প্রয়োজনে আরও কঠোর আইন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, সাম্প্রতিক দাবদাহকে দুর্যোগ হিসেবে পরিগণিত করা হয়েছে। যে কোনো দুর্যোগে মৃত্যু ও হতাহতের জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা প্রদান যথেষ্ট নয়, এটি বাড়ানোর পরিকল্পনা আছে। এবারে হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। অতিমাত্রায় গরমের কারণে যারা কর্মহীন হয়েছে, তাদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চলতি বছর হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক কোনো হিসাব সরকারের কাছে নেই। তাদের আর্থিক সহায়তা প্রদানের ব্যাপারেও তেমন কোনো তথ্য নেই। বর্তমান বাস্তবতায় দুর্যোগজনিত কারণে মারা যাওয়া অসহায় ব্যক্তিদের পরিবারকে অন্তত ৩ লাখ টাকা প্রদান করা উচিত। প্রতি বছর অতি তাপমাত্রায় ২.৭ বিলিয়ন ডলারের উৎপাদনশীলতা নষ্ট হয়। অতিমাত্রার গরমের কারণে ২০৩০ সাল নাগাদ শুধু পোশাক খাতে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে পোশাক খাতসহ বিভিন্ন শিল্প-কারখানার কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। আমরা আশা করব, চলতি বছর আর কোনো উচ্চ মাত্রার দাবদাহ তৈরি হলে সরকার তার ক্ষয়ক্ষতি নিরুপণ করবে, অতিমাত্রার দাবদাহের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। ‘অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ণই দায়ী’ শীর্ষক ছায়া সংসদে সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক ইফতেখার মাহমুদ, ফালগুনী রশীদ, দিপক কুমার আচার্য ও আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
১১ মে, ২০২৪

ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা
সমুদ্রপথে গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অস্থায়ী জেটি নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই জেটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তবে আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণে এখনো সেই জেটির কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিকস ওভার দ্য শোরের দুটি অংশ—ভাসমান পিয়ার ও ভূমি থেকে সাগরে যাওয়া বর্ধিত অংশের পিয়ারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে।’ সাবরিনা সিং আরও বলেন, ‘প্রচণ্ড বাতাস ও সমুদ্রের তীব্র জোয়ারের পূর্বাভাস আছে—এ কারণে যা জয়েন্ট লজিস্টিকস ওভার দ্য শোর—এর দুটি অংশকে সরিয়ে যথাস্থানে স্থাপন করার ক্ষেত্রে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এটির নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখনো ইসরায়েলের আশদুদ বন্দরে অবস্থান করছে।’ এর আগে মার্চের শুরুতে এই জেটি নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই জেটি বা অস্থায়ী বন্দরের সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।  এই বন্দর ও জেটি থেকে যেন শ-খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে, সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে জানিয়ে পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, ‘গাজার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করব আমরা এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোকে সহায়তা করব।’  তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণসহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র। হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।’   
০৯ মে, ২০২৪

বন্যার্তদের সহায়তায় বিমানভর্তি ত্রাণ পাঠালেন নেইমার
ব্রাজিলের ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে রিও গ্রান্দে দো সুলে রাজ্য। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা, ডুবে আছে ফুটবল স্টেডিয়াম ও বিমানবন্দর। ভয়াবহ এই দুর্যোগে বিপর্যস্ত রাজ্যটির জনজীবন। পানিবন্দি হয়ে আছে অনেক মানুষ। স্বদেশীদের এমন দুর্যোগে চুপ করে বসে থাকতে পারলেন না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। বন্যার্তদের উদ্ধারে প্লেন ও খাবার পাঠিয়েছেন তিনি। যদিও বন্যার শুরু থেকে থেকে নিয়মিতভাবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন তিনি। এমনকি নগদ অর্থও পাঠিয়েছেন। যদিও প্রকাশ করা হয়নি আর্থিক অঙ্কের পরিমাণ। তার অনুপস্থিতিতে বিষয়টি দেখাশোনা করছেন তার বাবা নেইমার সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি পোস্ট করে জানাতে পছন্দ করি না। কারণ এ ধরনের কাজ মন থেকে করতে হয়, প্রতিশ্রুতির জন্য নয়। তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরও এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া। আমি আমার এয়ারক্রাফটের (ছোট বিমান) সব পাইলট এবং যারা এতে যুক্ত ছিল সবাইকেই ধন্যবাদ জানাই। দূর থেকেই প্রার্থনা করছি যেন সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে চলমান বন্যায় এখন পর্যন্ত রিও গ্রান্দে একশোর বেশি মানুষ নিহত হয়েছে। আর বাড়ি ছাড়া হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। এদিকে চোটের কারণে দীর্ঘসময় ধরে মাঠের বাইরে আছেন আল হিলালের এ তারকা। জুনে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া কোপা আমেরিকাতেও খেলা হবে না তার।
০৯ মে, ২০২৪

ট্রাক থেকে ত্রাণ রাস্তায় ফেলে দিল ইসরায়েলিরা, গ্রেপ্তার ৬
গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দেয় একদল কট্টরপন্থি ইসরায়েলি। এরপর তারা ট্রাক থেকে কিছু ত্রাণসামগ্রী রাস্তায় ফেলে দেয়, কিছু নষ্ট করে ফেলে এবং ট্রাকের টায়ারও তারা কেটে ফেলার চেষ্টা করে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে এ কাজে জড়িত ছয় ইসরায়েলিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। জর্ডান থেকে ইসরায়েল হয়ে ট্রাকগুলো গাজায় যাচ্ছিল। পথে ইসরায়েল অংশে ট্রাক থামিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তারা বলতে থাকেন, গাজায় একজন ইসরায়েলি জিম্মি থাকা অবস্থায় সেখানে ত্রাণ যেতে দেবেন না। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরম ডানপন্থি ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। জানা গেছে, জাভ নাইন গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার রাতে ওই ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াই-নেট-নিউজ আউটলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী হাতে তুলে নেয়। পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে তারা। জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটায় জাভ নাইন। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে জাভ নাইন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে।
০৭ মে, ২০২৪

‘বিএনপি গরিবের পাশে দাঁড়ায়, আ.লীগ সরকারি ত্রাণ চুরি করে’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন- জেল, জুলুম আর নির্যাতিত- নিপীড়িত থাকা অবস্থায়ও দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি। আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণসামগ্রী চুরি করে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র গরমে অতিষ্ঠ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির তরুণ এ নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণসামগ্রী চুরি করে। অথচ আমরা গত ১৭ বছর ধরে নিপীড়িত-নির্যাতিত হয়ে বিরোধী দলে থাকা অবস্থায়ও শত শত হামলা-মামলা মোকাবিলা করেও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এবং বেগম খালেদা জিয়ার এই দল সারা ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষের পাশে সব সময় দাঁড়ায়। আর আমরা সে ধারারই রাজনীতি করি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমরা মেহেনতি মানুষের পাশে দাঁড়াব আর তাদের পাশে দাঁড়িয়ে একটা উদাহরণ সৃষ্টি করব। তিনি বলেন, আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মেহনতি এবং এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই এবং এর মাঝেই আমরা রাজনৈতিক চর্চা করব। আমরা যে তাদের জন্যই রাজনীতি করি সেই বার্তা পৌঁছে দিব জনগণের মাঝে। খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ অনুষ্ঠানে ইশরাক হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহীম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম, ওয়ারী থানা যুবদলের সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ আহমেদ হৃদয়, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিয়াম ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ তুহিন, ওয়ারী থানা যুবদল নেতা বিএম সাগরসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২৮ এপ্রিল, ২০২৪

দেশের উন্নয়নে বাস্তুচ্যুতদের অংশগ্রহণ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : ত্রাণ প্রতিমন্ত্রী
দেশের উন্নয়ন প্রক্রিয়ায় মূল জনগোষ্ঠীর সঙ্গে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘বাস্তুচ্যুতি রোধ, হ্রাস ও মোকাবিলা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কর্মশালার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ‘বাস্তুচ্যুতির বিষয়টি প্যারিস চুক্তিতে উপস্থাপিত হওয়া উচিত ছিল। তা না হয়ে এটি হয়েছে লস অ্যান্ড ড্যামেজের অধীনে।’ এক্ষেত্রে বাস্তচ্যুতদের জন্য পর্যাপ্ত অর্থায়ন সম্ভব হবে না বলে তিনি মতপ্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র, ২০২১-এ ভুক্তভোগীদের অংশগ্রহণের কথা থাকলেও কার্যত প্রকল্পসমূহে তাদের অংশগ্রহণের সুযোগ কম থাকে। কোনো প্রকল্পই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া।’ বিশেষ অতিথির বক্তব্যে বাস্তুচ্যুতদের পুনর্বাসনে চর অঞ্চলের জনগণকে প্রাধান্য দেওয়ার দাবি জানান, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, ‘রাষ্ট্রীয় জমিতে সরকারি ব্যবস্থাপনায় বাস্তুচ্যুতদের পুনর্বাসন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ কর্মশালায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ-এর মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসনে উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আইওএম বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সংগ্রহে এই উপাত্ত সংগ্রহে কাজ করছে বলে জানান তিনি। ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘বাস্তুচ্যুতদের পুনর্বাসনে গৃহায়ণের পাশাপাশি তাদের সার্বিক কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠানসমূহ সৃষ্টি করা প্রয়োজন। প্ল্যাটফর্ম অন ডিজাসটার ডিসপ্লেসমেন্ট (পিডিডি) এবং নোরাডের সহযোগিতায় আইওএম, রামরু এবং ইকাড জাতীয় কৌশলপত্র, ২০২১ বাস্তবায়নে যে প্রকল্প গ্রহণ করেছে তার মূল লক্ষ্য হলো, বাস্তুচ্যুতদের সম্পৃক্ত করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।’ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা হতে আগত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধি ফাতেমা খাতুন এবং মো. শহীদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, অধ্যাপক মিজান আর খান, সংশিষ্ট নয়টি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
২৬ এপ্রিল, ২০২৪

পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়া নারীকে ত্রাণ দিলেন দুলাল পাটওয়ারী
চাঁদপুর শহরের বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়ে থাকা অসহায় নারী শাহিনুর বেগমকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী। তিনি জানান, বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে খাদ্য কষ্টে বিপাকে পড়েছিলেন অসহায় শাহিনুর বেগম। দেখতে পেয়ে আমি তাৎক্ষণিক বিষয়টি আবু নাঈম পাটোয়ারী দুলালকে অবগত করেছিলাম। পরে তিনি মানবিক ডাকে সাড়া দিয়ে ওই অসহায় নারী ও সন্তানদের নতুন জামা কাপড়, খাবারসহ চাল ডাল ও খাদ্যসামগ্রী আমার মাধ্যমেই পৌঁছিয়ে দেয়। আর এই ত্রাণ সহায়তা পেয়ে অসহায় ওই শাহিনুর ও তার সন্তানরা অনেক খুশি হয়েছেন। আবু নাঈম পাটোয়ারী দুলাল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচব সবসময় সাধ্যানুযায়ী মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।
১৬ এপ্রিল, ২০২৪

৫০ পদে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের তিনটি শূন্য পদে ২০ জনকে নিয়োগ দেবে। আবেদন ০৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পদসংখ্যা ও বিভাগ : ৩টি শূন্য পদে ২০ জন বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ১. পদের নাম : কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০৪টি শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)। অন্যান্য যোগ্যতা : কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ২. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : ০৪টি শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)। অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৪৫ শব্দ ও ৭০ শব্দ ও বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫ শব্দ ও ৩০ শব্দ। ৩. পদের নাম : অফিস সহায়ক পদ সংখ্যা : ১২টি। শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন : ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)। চাকরির ধরন : অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০৩ এপ্রিল ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২৪ আবেদন ফি : ১৩তম গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
০২ এপ্রিল, ২০২৪

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে ইসরায়েলকে
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সর্বসম্মতভাবে ইসরায়েলকে দুর্ভিক্ষ এড়াতে ফিলিস্তিনের ছিটমহল গাজায় বাধাহীন ত্রাণ প্রবাহ সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত বলেছে, ইসরায়েলকে অবশ্যই ‘অবিলম্বে জরুরিভাবে প্রয়োজনীয় প্রাথমিক পরিষেবা ও মানবিক সহায়তার বিধান’ অনুমোদন করতে হবে। গাজায় কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে পর্যবেক্ষকরা সতর্ক করার পর আইসিজের এমন আদেশ এলো। তবে তারা গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিচ্ছে—এমন অভিযোগগুলোকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছে ইসরায়েল। খবর বিবিসির। গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য জানুয়ারিতে ইসরায়েলকে আদেশ দিয়েছিলেন দ্য হেগের এই আন্তর্জাতিক আদালত। আদালতের কাছে এই আদেশকে আরও জোরদার করার আর্জি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারপরই সর্বশেষ এই আদেশ জারি করেছেন আইসিজে। আইসিজের আদেশ মানায় আইনি বাধ্যবাধকতা থাকলেও তা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা এ আদালতের নেই। বিশ্ব খাদ্য কর্মসূচি ও অন্যান্যদের মাধ্যমে পরিচালিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন গ্লোবাল ইনিশিয়েটিভ গত সপ্তাহে এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, গাজায় একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতির উদ্ভব হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, গাজার ২৩ লাখ বাসিন্দার সবাই ‘উচ্চ মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন’ আর মে মাস শেষ হওয়ার আগেই ভূখণ্ডটির উত্তরাংশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে বলে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। আদেশে আইসিজে বলেছেন, গাজা এখন আর শুধু দুর্ভিক্ষের ঝুঁকির সম্মুখীন না বরং ‘দুর্ভিক্ষ জেঁকে বসছে’ আর জাতিসংঘের পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে এরই মধ্যে ২৭ শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনরা ভলকার তুর্ক গত সপ্তাহে বলেছিলেন, গাজায় ক্ষুধা, অনাহার ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মানবিক ত্রাণ এবং বাণিজ্যিক পণ্য প্রবেশের বিষয়ে ইসরায়েলের ব্যাপক বিধিনিষেধ, জনসংখ্যার অধিকাংশের বাস্তুচ্যুতি আর এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলো ধ্বংস করার ফল। আন্তর্জাতিক আদালত তুর্কের এসব মন্তব্যের কথাও উল্লেখ করেন। আদালত বলেন, ইসরায়েলকে অবশ্যই জরুরিভিত্তিতে প্রয়োজনীয় মৌলিক পরিষেবাগুলো ও মানবিক ত্রাণ সহায়তার বাধাহীন প্রবাহ নিশ্চিত করতে অবিলম্বে জাতিসংঘের সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় ও কার্যকর সব পদক্ষেপ নিতে হবে। যে সব সহায়তা সবচেয়ে বেশি দরকার তার মধ্যে খাদ্য, পানি, বিদ্যুৎ, আশ্রয় এবং পোশাকের পাশাপাশি স্বাস্থ্যবিধি পণ্য ও ওষুধ আছে বলে জানিয়েছেন আইসিজে। রায়ে আরও বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে, তাদের সামরিক বাহিনী গণহত্যা ঘোষণার অধীনে গাজায় ফিলিস্তিনিদের কোনো অধিকার লঙ্ঘন করে—এমন কোনো কাজ করবে না। গাজায় প্রায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত অন্তত ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।
৩০ মার্চ, ২০২৪
X