এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ থেকে কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। বৃহস্পতিবার নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। গতকাল সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৮ পয়সা, যা গত মাসে ছিল ১২০ টাকা ১৮ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা, যা এতদিন ছিল ৬৬ টাকা ২১ পয়সা। বাজারে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার সরবরাহ করা হয়। গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে।
০৩ মে, ২০২৪

ভরিতে স্বর্ণের দাম কমলো ৮৪০ টাকা
দফায় দফায় রেকর্ড দাম বাড়ার দুদিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ৮৪০ টাকা। ভরি ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর করা হয়। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬৮৮ টাকা কমে ৯৭ হাজার ১৯৬ টাকা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৬০ টাকা কমে প্রতিভরি ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ এপ্রিল, ২০২৪

হার্টের ২৩ ধরনের রিংয়ের দাম কমলো
হৃদরোগীদের জন্য বড় স্বস্তির খবর মিলেছে। ১২টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২৩ ধরনের হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রিংপ্রতি ১ হাজার থেকে ৫৩ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে। সে হিসাবে প্রকারভেদে রিংপ্রতি দাম কমেছে ৩ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত। এখন থেকে রোগীরা ঔষধ প্রশাসন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামে হার্টের রিং কিনতে পারবেন। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বাংলাদেশে ইউরোপীয় এবং অন্যান্য দেশের হার্টের রিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইন্টারভেনশন কার্ডিওলজিস্টরা আলোচনায় বসেন। সেখানে এ সিদ্ধান্ত হয়। এরপর অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য প্রকাশ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অ্যালেক্স প্লাস কার্ডিয়াক রিংয়ের দাম ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই রিংয়ের দাম ছিল ৬২ হাজার ৫০০ টাকা। অ্যালেক্স কার্ডিয়াক রিংয়ের দাম ৬০ হাজার টাকা। এটি আগে ছিল ৬২ হাজার ৩৯৫ টাকা। অ্যাব্রিয়াস কার্ডিয়াক রিংয়ের দাম ৬১ হাজার ৯২১ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। কোরোফ্লেক্স আইএসএআর ৫৯ হাজার ১১৯ টাকা থেকে কমিয়ে ৫৩ হাজার টাকা করা হয়েছে। কোরোফ্লেক্স আইএসএআর নিওয়ের দাম ৭৩ হাজার ১২৫ টাকা থেকে কমিয়ে ৫০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অরসিরোর রিংয়ের দাম ৭৬ হাজার টাকা থেকে ৬৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অরসিরো মিশন রিংয়ের দাম ৮১ হাজার থেকে ৬৮ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া প্রো-কিনেটিক এনার্জি রিংয়ের দাম ১৮ হাজার ৭৪৮ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। জেনোস ডিইএস হার্টের রিংয়ের দাম ৮২ হাজার টাকা থেকে কমিয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে। ৯১ হাজার টাকার অ্যাফিনিটি এমএস মিনি কোর হার্টের রিংয়ের দাম ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ইভাস্কুলার এনজিওলিট হার্টের রিংয়ের দাম ৮৭ হাজার থেকে ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৬০ হাজার টাকার জিলিমাস রিংয়ের দাম কমানো হয়েছে ২ হাজার টাকা। মেটাফোর ৪৮ হাজার থেকে কমিয়ে ৪০ হাজার; এভারমাইন ৫০ রিংয়ের দাম ৯৫ হাজার থেকে কমিয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বায়োমাইম মোরফ-এর দামও ৯৫ হাজার টাকা থেকে ৫০ হাজারে নামিয়ে আনা হয়েছে। বায়োমাইমের ৬৫ হাজার ৫৯৫ টাকার হার্টের রিং এখন ৪৫ হাজার টাকায় পাওয়া যাবে। বায়োম্যাট্রিক্স নিওফ্লেক্স রিংয়ের দাম ৭৬ হাজার টাকা থেকে ৬০ হাজারে কমিয়ে আনা হয়েছে। ৮৯ হাজার টাকার বায়োম্যাট্রিক্স আলফা রিং এখন মিলবে ৬৬ হাজারে। বায়োফ্রিডম রিং ১ লাখ ২১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ৬৮ হাজার; আল্ট্রিমাস্টার টেনসেই রিং ৮৩ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৬৬ হাজার; এবলুমিনাস ডিইএস প্লাস রিংয়ের দাম ৭১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৬৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিরেক্ট স্টেন্ট সিরোর দাম ৯৬ হাজার ৭৩১ টাকা থেকে কমিয়ে ৬৬ টাকা এবং ডিরেক্ট স্টেন্টের দাম ৩৩ হাজার ৫৯২ টোকা থেকে কমিয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাডভান্সড মেডিটেক, এশিয়া প্যাসিফিক মেডিকেলস লিমিটেড, কার্ডিয়াক সলিউশন লিমিটেড, কার্ডিনাল হেলথ কেয়ার, ডেলটা লিমিটেড, দ্য হার্ট বি, আইএসপি ইন্টারন্যাশনাল, এক্সসেস মেডিকেল সার্ভিস, ওমেগা হেলথ কেয়ার, ইউনিমেড লিমিটেড, ইউনিট্রেড, ইউনিট্রেড লাইফ সায়েন্স লিমিটেড এবং বিজনেস লিঙ্কের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
০৩ এপ্রিল, ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমলো
দেশের বাজারে সোনার দাম কমলো। মঙ্গলবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।  সোনার নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮১৬। এর আগে, গত ৬ মার্চ বাজুস দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনা ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছিল। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার ৯২ হাজার ৩৭৯ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ৭৬ হাজার ৯৮২ টাকা।   প্রসঙ্গত, বাজুস চলতি বছর এ নিয়ে চারবার সোনার দাম সমন্বয় করল। আর ২০২৩ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
১৯ মার্চ, ২০২৪

ডিজেল অকটেন পেট্রোলের দাম কমলো
দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্যহার নির্ধারণ করা হলো। এতে ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা, অকটেন ৪ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমেছে। আজ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন সরকার প্রকাশ করে। গতকাল ঘোষিত মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। লিটারপ্রতি অকটেনের দাম ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মার্চ মাস বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, প্রাইসিং গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে। জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় হয়েছিল ২০২২ সালের ২৯ আগস্ট। পরবর্তী সময়ে কভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে জ্বালানি পণ্যের প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বীমা এবং ব্যাংক সুদের হারও বৃদ্ধি পেয়েছে। এ সময়ে শুধু মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেলের) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯২.৭৬ রুপি বা ১৩৩.৫৭ টাকায় (১ রুপি = ১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৬.০৩ রুপি বা ১৫২.৬৮ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ২৪.৫৭ টাকা ও ২৭.৬৮ টাকা বেশি।
০৮ মার্চ, ২০২৪

আরব আমিরাতে খেজুরের দাম কমলো ৪০%
পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ। মূলত রমজান মাস উপলক্ষে দেশটিতে স্বাভাবিকের তুলনায় খেজুরের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস আসতে আর মাত্র কয়েক দিন বাকি এবং এর মধ্যেই আরব আমিরাতে প্রয়োজনীয় সব খেজুরই প্রায় ৪০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। খালিজ টাইমস শারজাহর ওয়াটারফ্রন্ট মার্কেট ও জুবাইল মার্কেট পরিদর্শন করে স্বাভাবিকের তুলনায় খেজুরের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দেখতে পেয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বর্তমানে ফিলিস্তিন, জর্ডান ও সৌদি আরবের মাজদুল খেজুর প্রতি কেজি পাওয়া যাচ্ছে ২০ দিরহামে। মাত্র কয়েকদিন আগেও প্রতি কেজি এই খেজুরের দাম ছিল ৩০ দিরহাম। একইভাবে রুটাব খেজুর সাধারণত ৬০ দিরহামে ৩ কেজি কিনতে পাওয়া গেলেও এখন রমজানের আগে ওই একই পরিমাণ খেজুরের দাম কমে ৪৫ দিরহামে নেমে এসেছে। আজওয়া খেজুরের দাম এখন প্রতি কেজি ৩৫ দিরহাম। এই খেজুরের আগের দাম ৪৫ দিরহাম থেকে যা ১০ দিরহাম কম। আর বাজেট-সচেতন ক্রেতারা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইরান থেকে আসা জাইদি খেজুর কিনতে পারছেন। কেজিপ্রতি ৫ দিরহামে এ খেজুর কিনতে পাওয়া যাচ্ছে। ওয়াটারফ্রন্ট মার্কেটের ১৩০ নম্বর স্টলের খেজুর বিক্রেতা মোহাম্মদ রইস বলেন, বর্তমানে ডিসকাউন্ট মূল্যে শুকনো ফল দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে, মাজদুল খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে কম। আমরা প্রতিদিন ১০০ কেজির বেশি খেজুর বিক্রি করছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে প্রতিদিনের বিক্রির পরিমাণ ৫০০ কেজি ছাড়িয়ে যাবে।’ মোহাম্মদ রইস আরও বলেন, ‘বাজারের সব খেজুর বিক্রেতাই এই শক্তি-সমৃদ্ধ ফলটি ডিসকাউন্টে (ছাড়কৃত মূল্যে) বিক্রি করছে এবং বহু মানুষ অল্প দামে খেজুর কিনে এই সুবিধা নিচ্ছেন। মূলত পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীরা এ ছাড় দিচ্ছেন।’ খালিজ টাইমস বলছে, রমজান শুরু হওয়ার আগে বাসিন্দাদের এখনই খেজুর মজুত করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চয় করার সময়োপযোগী সুযোগ রয়েছে। ওয়াটারফ্রন্ট মার্কেটের বিক্রেতা আনজিল এস বলেন, ‘আমাদের কাছে বর্তমানে ৩০টিরও বেশি জাতের খেজুর রয়েছে এবং আগামী সপ্তাহে আমরা বিশ্বের অন্যান্য অংশ থেকে আরও বিভিন্ন জাতের খেজুর আনার আশা করছি। উল্লেখ্য, রমজান মাসে খেজুর খাওয়ার বিশেষ এবং প্রধান কয়েকটি তাৎপর্য রয়েছে। মূলত খেজুর ইফতারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ঐতিহ্যগতভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। এ ছাড়া মিষ্টি এবং পুষ্টিগুণসমৃদ্ধ এই ফল সারাদিন রোজা রাখার পর রোজাদারদের শরীরে দ্রুত শক্তিও বৃদ্ধি করে এবং রক্তে শর্করার মাত্রা পূরণ করতে সাহায্য করে।
০১ মার্চ, ২০২৪

কেজিতে পেয়াঁজের দাম কমলো ৩০ টাকা
পেঁয়াজের বাজার কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা। দুদিন আগেও ১২০ টাকা বিক্রি হলেও এখন প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) হিলি বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়। বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে এখন দ্বিগুণ হয়েছে। এরইমধ্যে দুদিন আগে হঠাৎ করে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়। এতে আমরা বিপাকে পড়ে যাই। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও কমলে আমাদের অনেক ভালো হয়।  হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, আবারও বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১০৫ টাকা দরে। খুচরা ১২০ টাকা কেজি। সরবরাহ বাড়ায় বর্তমানে দাম কমে পাইকারিতে ৮৫ এবং খুচরা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে মেহেরপুরের পেঁয়াজ যা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ সরবরাহের পাশাপাশি ভারত থেকে আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে মনে করছেন বিক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের সংস্থার পক্ষ থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হচ্ছে। কেউ যদি কৃত্রিম সংকটের মাধ্যমে অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলো
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে। এতে করে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর নিম্নমুখী হয়েছে ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।  প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর নিম্নমুখী হয়েছে ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। এর ফলে প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮১ ডলার ৯০ সেন্ট। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য নিম্নগামী হয়েছে ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৬ ডলার ৫৬ সেন্টে।  ইসরায়েল গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। দুপক্ষের সংঘাত বৃহৎ আকার ধারণ করার আশঙ্কা বেড়ে যায়। এ ছাড়াও বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়ে। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হয়। তাতে জ্বালানি পণ্যটির দাম ৩ শতাংশ বৃদ্ধি পায়। অবশেষে চলতি সপ্তাহের শুরুতেই তেলের দরপতন ঘটল।     ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় সিরিজ হামলা চালিয়েছে তারা। এখন সেটার সমাপ্তি টানা হয়েছে। এর আগে গত সপ্তাহে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
এশিয়ার ক্রেতাদের জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পাশাপাশি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন বাড়াবে। সার্বিক পরিস্থিতিতে সরবরাহ কমার বিষয়টি নিয়ে উদ্বেগ কমেছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে ২ শতাংশের বেশি কমেছে পণ্যটির দাম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার লেনদেনের এক পর্যায়ে প্রতি ব্যারেল ব্রেন্ট জ্বালানি তেলের দাম আড়াই শতাংশ বা ১ ডলার ৯৯ সেন্ট কমে বিক্রি হয় ৭৬ ডলার ৭৭ সেন্টে। এ ছাড়া একই পরিমাণ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭২ ডলারে। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১ দশমিক ৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন। রোববার আরামকো এ সিদ্ধান্ত জানানোর পর সোমবারই আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। জ্বালানি তেলের আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধ ও তার জেরে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে এশীয় ক্রেতারা যেন অন্য কোনো তেল উৎপাদনকারী দেশের প্রতি ঝুঁকে না পড়ে, সেজন্যই এই মূল্য ছাড় দিয়েছে সৌদি। ডলারের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো এক বছরেরও বেশি সময় ধরে তেল কেনা কমিয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই চলছে মন্দাভাব। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে গত বছর থেকে তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় জ্বলানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।
০৯ জানুয়ারি, ২০২৪

ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা
দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ৯৮ হাজার ২১১ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা। গতকাল শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আজ রোববার থেকে এটি কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা। এর আগে, দাম কমিয়ে গত ২৭ সেপ্টেম্বর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়।
০১ অক্টোবর, ২০২৩
X