নির্বাচিত হলে স্মার্ট ও উন্নত দেবিদ্বার গড়ে তুলব : রাজী ফখরুল
কুমিল্লা-৪ আসনে নৌকা মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজী ফখরুল বলেছেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন চলছে, চলবে। আমি নির্বাচিত হলে আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট  দেবিদ্বার গড়ে তুলব। সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাই একযোগে কাজ করতে হবে।  বুধবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার ছোট আলমপুরে একটি নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।  প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আবদুল খালেকের সভাপতিত্বে রাজি ফখরুল আরও বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। এই নৌকার বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই নৌকাকে ঠেকাতে পারেনি, এখনো পারবে না। নৌকায় ভোট দেওয়ার কারণেই আজ দেশের এত উন্নয়ন হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. সফিকুল আলম ভিপি (কামাল), দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম,  দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মোর্শেদ আলম মোল্লা, কাউন্সিলর মোসা. শারমিন আক্তার প্রমুখ।   
০৩ জানুয়ারি, ২০২৪

‘আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন’
নির্জন জঙ্গলের ভিতরে খুপরি ঘরে পলিথিন টানিয়ে গত ১০ বছর ধরে বাস করতেন বৃদ্ধা আনোয়ারা বেগম। উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন তিনি। আনোয়ারার বাড়ি সুলতানপুর ইউনিয়নের কালামুড়িয়া এলাকায়। নিজের কোনো জমি নেই তার। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলতো আনোয়ারার। স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবীর আনোয়ারা বেগমের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের একটি ঘর বরাদ্দ দেন। সেই ঘরের দলিল নিতে আজ বুধবার সকালে আনোয়ারা বেগম উপজেলায় যান। জমিসহ ঘর পাওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে আনন্দে কেঁদে ফেলেন তিনি।  কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘আমি স্বপ্ন দেখছি না তো! আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। ১০ বছর নির্জন জঙ্গলে খুপরি ঘরে ছিলাম। এখন ঘর পেয়ে লোকালয়ে আসতে পারব। আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন।’  আনোয়ারা বেগমের মতো দেবিদ্বার উপজেলায় এমন ১০০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।   বুধবার (৯ আগস্ট) দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বেলা সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা।   আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা বানিন রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর।  বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। খুবই স্বচ্ছতার সঙ্গে উপজেলা প্রশাসন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।  দেবিদ্বার উপজেলায় এ পর্যন্ত ৪০৫টি ঘর উপহার দেওয়া হয়েছে। আরও কিছু ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আমরা খুব শিঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করব।
০৯ আগস্ট, ২০২৩
X