সাতটি পৌরসভাসহ সারাদেশে স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শনিবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোববার (১৬ জুলাই) মধ্যরাত থেকে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচল নিষিদ্ধ করে নির্বাচন কমিশন।
এদিকে স্থানীয় সরকারের ৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ নির্বাচন হচ্ছে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় হচ্ছে সাধারণ নির্বাচন।
পৌরসভাগুলো হলো পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ।
এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে হচ্ছে উপনির্বাচন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
এদিকে ৬৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন