দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন’

আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা
আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা

নির্জন জঙ্গলের ভিতরে খুপরি ঘরে পলিথিন টানিয়ে গত ১০ বছর ধরে বাস করতেন বৃদ্ধা আনোয়ারা বেগম। উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন তিনি। আনোয়ারার বাড়ি সুলতানপুর ইউনিয়নের কালামুড়িয়া এলাকায়। নিজের কোনো জমি নেই তার। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলতো আনোয়ারার।

স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবীর আনোয়ারা বেগমের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের একটি ঘর বরাদ্দ দেন। সেই ঘরের দলিল নিতে আজ বুধবার সকালে আনোয়ারা বেগম উপজেলায় যান। জমিসহ ঘর পাওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘আমি স্বপ্ন দেখছি না তো! আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। ১০ বছর নির্জন জঙ্গলে খুপরি ঘরে ছিলাম। এখন ঘর পেয়ে লোকালয়ে আসতে পারব। আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন।’

আনোয়ারা বেগমের মতো দেবিদ্বার উপজেলায় এমন ১০০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।

বুধবার (৯ আগস্ট) দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বেলা সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা।

আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা বানিন রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। খুবই স্বচ্ছতার সঙ্গে উপজেলা প্রশাসন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দেবিদ্বার উপজেলায় এ পর্যন্ত ৪০৫টি ঘর উপহার দেওয়া হয়েছে। আরও কিছু ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আমরা খুব শিঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

বাড়ি ফিরেছেন ফারুকী, তিশা লিখলেন আলহামদুলিল্লাহ

শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

হাতাহাতির ঘটনায় ইসিতে এনসিপির অভিযোগ

‘কী বিক্রি করে নায়িকা হয়েছ’ শ্বেতাকে কটাক্ষ অভিনেত্রীর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম

ভারতে আটক পুলিশ কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলার আসামি

১০

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, ২ ভাই নিহত

১১

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার

১২

ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থীসহ দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

১৩

লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

১৪

‘এটা কি আমার বাপের টাকায় করেছে? আমার নাম কেন থাকবে’

১৫

রুমিন ফারহানার বক্তব্যের ‘কড়া’ জবাব হাসনাতের

১৬

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্বে যাত্রীদের বিক্ষোভ

১৭

খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য : বুলু

১৮

সিংহ শিকারের জন্য বেরিয়ে আসে, মোদিকে ওপেন চ্যালেঞ্জ বিজয়ের

১৯

‘বাইরে থেকে লোক এসে দেশে সড়ক বানিয়ে দেয়, এটা লজ্জার’

২০
X