দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন’

আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা
আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা

নির্জন জঙ্গলের ভিতরে খুপরি ঘরে পলিথিন টানিয়ে গত ১০ বছর ধরে বাস করতেন বৃদ্ধা আনোয়ারা বেগম। উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন তিনি। আনোয়ারার বাড়ি সুলতানপুর ইউনিয়নের কালামুড়িয়া এলাকায়। নিজের কোনো জমি নেই তার। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলতো আনোয়ারার।

স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবীর আনোয়ারা বেগমের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের একটি ঘর বরাদ্দ দেন। সেই ঘরের দলিল নিতে আজ বুধবার সকালে আনোয়ারা বেগম উপজেলায় যান। জমিসহ ঘর পাওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘আমি স্বপ্ন দেখছি না তো! আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। ১০ বছর নির্জন জঙ্গলে খুপরি ঘরে ছিলাম। এখন ঘর পেয়ে লোকালয়ে আসতে পারব। আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন।’

আনোয়ারা বেগমের মতো দেবিদ্বার উপজেলায় এমন ১০০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।

বুধবার (৯ আগস্ট) দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বেলা সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা।

আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা বানিন রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। খুবই স্বচ্ছতার সঙ্গে উপজেলা প্রশাসন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দেবিদ্বার উপজেলায় এ পর্যন্ত ৪০৫টি ঘর উপহার দেওয়া হয়েছে। আরও কিছু ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আমরা খুব শিঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণ জানাল শান্তি কমিটি

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১০

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

১১

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

১৩

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

১৪

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

১৬

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

১৭

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

১৮

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

১৯

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

২০
X