দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন’

আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা
আনোয়ারা বেগমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর। ছবি: কালবেলা

নির্জন জঙ্গলের ভিতরে খুপরি ঘরে পলিথিন টানিয়ে গত ১০ বছর ধরে বাস করতেন বৃদ্ধা আনোয়ারা বেগম। উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন তিনি। আনোয়ারার বাড়ি সুলতানপুর ইউনিয়নের কালামুড়িয়া এলাকায়। নিজের কোনো জমি নেই তার। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলতো আনোয়ারার।

স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবীর আনোয়ারা বেগমের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের একটি ঘর বরাদ্দ দেন। সেই ঘরের দলিল নিতে আজ বুধবার সকালে আনোয়ারা বেগম উপজেলায় যান। জমিসহ ঘর পাওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘আমি স্বপ্ন দেখছি না তো! আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। ১০ বছর নির্জন জঙ্গলে খুপরি ঘরে ছিলাম। এখন ঘর পেয়ে লোকালয়ে আসতে পারব। আল্লাহ যেন প্রধানমন্ত্রীর হায়াত বাড়িয়ে দেন।’

আনোয়ারা বেগমের মতো দেবিদ্বার উপজেলায় এমন ১০০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।

বুধবার (৯ আগস্ট) দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বেলা সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা।

আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের পরিচালনায় জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা বানিন রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজিজুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। খুবই স্বচ্ছতার সঙ্গে উপজেলা প্রশাসন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দেবিদ্বার উপজেলায় এ পর্যন্ত ৪০৫টি ঘর উপহার দেওয়া হয়েছে। আরও কিছু ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আমরা খুব শিঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

কফি পান করার সেরা সময় কখন?

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১০

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

১১

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

১২

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

১৩

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

১৪

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

১৫

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

১৬

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৭

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

১৮

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

১৯

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

২০
X