‘জীবনের শেষ ভোট দিতে আজকে ভোটকেন্দ্রে এসেছি। বাঁচি আর মরি আমার আর ভোট দেওয়া হবে না।’
সোমবার (১৭ জুলাই) দুপুরে সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের ভোট দিয়ে এভাবেই অভিব্যক্তি তুলে ধরেন ১১০ বছর বয়সী মালতি দত্ত। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মালতি দত্ত বলেন, ‘আমি জীবনের শেষ ভোট দিতে আজকে ভোট কেন্দ্রে এসেছি। আমি বাঁচি আর মরি আমার আর ভোট দেওয়া হবে না। আজকে আমাকে আমার ছেলে ভোট দেওয়ার জন্য নিয়ে আসছে। পৌরসভার প্রথম ভোট দিতে পেরে আমি খুব খুশি।’
মালতি দত্তের ছেলে ইন্দ্রজিৎ দত্ত বলেন, ‘দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে হয়তো আমার মায়ের শেষ ভোট। ১০০ বছরের উপরে একটা অসুস্থ নারী ভোট দিতে এসেছে। বেঁচে থাকলেও তার ভোট দেওয়া হবে না। তবে সে এখানে ভোট দিতে পেরে অনেক খুশি। আপনারা আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন।’
মন্তব্য করুন