নওগাঁয় চিকিৎসাধীন হাজতির মৃত্যু
নওগাঁয় জেলা কারাগারের সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।  নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সান্তাহার রেলওয়ে থানার করা মাদক মামলায় কারাগারে আনা হয় সামিরুল সরদারকে। এরপর আজ ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তার মৃত্যু হয়। জেল সুপার আরও বলেন, হাজতির মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। তার পরিবারের সদস্যদের খোঁজ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় আঞ্জুমান মুফিদুল ইসলামে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
১৮ মার্চ, ২০২৪

নওগাঁর কারাগারে হাজতির মৃত্যু
নওগাঁয় বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ওই হাজতিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই হাজতি। বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি। নওগাঁ জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, একটি মাদক মামলায় বাদশাহ কারাগারে ছিলেন। রাতেও তিনি স্বাভাবিক ছিলেন। হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতেই বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, এর আগেও মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁয় তালা ভেঙে কার্যালয়ে ঢুকল বিএনপি
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর তালা ভেঙে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন নওগাঁর বিএনপির নেতাকর্মীরা।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু, রুবেল হোসেন ও নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও।  নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বর্তমান সরকার দীর্ঘ আড়াই মাস যাবৎ বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল। এদেশের মানুষকে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রামে, সরকারের দেওয়া মিথ্যা মামলায় আমাদের জেলে যেতে হয়। দীর্ঘ ৪৫দিন কারাভোগ শেষে আমাদের মুক্তি মিলেছে। আমরা সবাই একত্রিত হয়ে যুবদল, ছাত্রদলসহ আজ কার্যালয়ে এসেছি। এসে আমরা তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করি। আজ থেকে কার্যালয় পূর্বের ন্যায় প্রতিদিন খোলা থাকবে। আগামীকাল শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে এবং যথারীতি দলীয় কার্যালয়ে সকল কার্যক্রম চলমান থাকবে। উলেখ্য, গত বছরের ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিন থেকেই নওগাঁ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে বা কারা দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। 
১৯ জানুয়ারি, ২০২৪

হিমেল হাওয়ায় কাঁপছে নওগাঁ
প্রায় এক সপ্তাহ তেমন ঠান্ডা অনুভূত হয়নি। কাঁপেনি শরীর। কিন্তু শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পর হঠাৎ হিম বাতাস বইতে শুরু করে উত্তরাঞ্চলের জেলা নওগাঁয়। তাপমাত্রার পরিমাণ কম না থাকা সত্ত্বেও ঠান্ডায় জবুথবু অবস্থা।  বছরের শেষ দিন রোববার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। তার সাথে বইছে হিমেল বাতাস। অবশ্য সময় গড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাচ্ছে, থাকছে মেঘলা আকাশ, শুধু বইছে হিম বাতাস। রোববার (৩১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সকালে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার প্রদীপ কান্তি রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রদীপ কান্তি রায় বলেন, মাঝে মাঝে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হয়ে থাকে। এর ফলে তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস হলেও শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আগামী দিন আবহাওয়ার তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না জানিয়ে তিনি বলেন, উত্তরের এ জেলায় শৈত্যপ্রবাহ হবে। উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। অপরদিকে ঠান্ডা বাতাসে চরম বেকায়দায় পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষ। গরম কাপড়ের অভাবে বাইরে বের হয়ে কাজ করা কঠিন হচ্ছে তাদের। বিশেষ করে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষ আছে চরম বেকায়দায়। তবুও খেটে-খাওয়া ও দিনমজুররা পেটের তাগিদে বের হয়ে মাঠঘাটসহ বিভিন্ন স্থানে কাজ করতে বের হচ্ছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন তারা। তাই শীতের এ মৌসুমজুড়ে নওগাঁ ও তার আশপাশে ঠান্ডা বাতাসবিহীন থাকুক এমনই প্রত্যাশা ওই সকল খেটে খাওয়া মানুষের।
৩১ ডিসেম্বর, ২০২৩

১৮ ডিসেম্বর: এই দিনে হানাদারমুক্ত হয় নওগাঁ
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ও বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বাঙালি জাতি বিজয় লাভ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস উল্লাস হলেও নওগাঁয় পালন করতে পারেনি দেশের সোনার ছেলেরা। দেশ স্বাধীনের দুদিন পর ১৮ ডিসেম্বর নওগাঁকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়। এদিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁর যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরপর শুরু হয় বিজয়োল্লাস। ২৫ মার্চ কালো রাতে পাকবাহিনী দেশের বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে। এই দিনে পাক হানাদারদের আক্রমণের শিকার হয় নওগাঁ। যার ফলে ২৬ মার্চেই নওগাঁ সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার শপথ গ্রহণ করে। ২৫ মার্চে ঢাকাসহ দেশের বহু এলাকা পাক হানাদারদের আক্রমণের শিকার হলেও নওগাঁ মুক্ত ছিল প্রায় এক মাস। ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে বিনা বাধায় হানাদার বাহিনী নওগাঁয় প্রবেশ করে এর নিয়ন্ত্রণভার গ্রহণ করে। ২২ এপ্রিল পাকবাহিনীর অপর একটি কনভয় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহী থেকে সড়ক পথে নওগাঁয় প্রবেশ করে। তাদের নির্দেশ মতো ওই দিন রাতে পাকিস্তান রক্ষার লক্ষে শান্তি কমিটি গঠন করে। ২২ এপ্রিল নওগাঁ পাক হানাদারদের দখলে চলে যায়। প্রায় সাড়ে ৭ মাস ধরে পাক হানাদার বাহিনীরা জেলার বিভিন্ন স্থানে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম চালায়। ১০ ডিসেম্বর জেলার রাণীনগর উপজেলা এবং ১২ ডিসেম্বর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার হানাদার মুক্ত হয়। ফলে পার-নওগাঁয় বসবাসকারী সকল অবাঙালিরা ১৪ ডিসেম্বর রাতের মধ্যে স্বপরিবারে নওগাঁ কেডি স্কুলে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়। এ সময় হানাদার বাহিনী নওগাঁ ক্যান্টনমেন্ট এলাকা, সাবেক থানা চত্বর, আদালত পাড়া ও এসডিও বাসভবন চত্বরে আত্মরক্ষামূলক প্রতিরক্ষাবেষ্টনী গড়ে তোলে। ১৬ ডিসেম্বর পাকিস্থান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এ খবর শোনার পর জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নওগাঁকে মুক্ত করার প্রস্তুতি নেন মুক্তিবাহিনীর স্থানীয় কমান্ডার জালাল হোসেন চৌধুরী। সে অনুযায়ী ১৭ ডিসেম্বর, শীতের সকাল ৭টার দিকে প্রায় ৩৫০ জন মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হতেই পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র ব্যবহার করে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উভয়পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আর ওই সাত শহীদের রক্তের বিনিময়ে নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। নওগাঁর বীরমুক্তিযোদ্ধারা বিজয় উল্লাসে ‘জয় বাংলা জয় বাংলা’ ধ্বনি দিতে দিতে এসডিও অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। সেই থেকে নওগাঁ হানাদার মুক্ত ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে লিপিবদ্ধ করা হয়। এ দিনটিকে ঘিরে জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সংগঠন নওগাঁ হানাদারমুক্ত দিবস পালন করে আসছে। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও একুশে পষিদের নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল কালবেলাকে বলেন, বাঙালি জাতীর ১৬ ডিসেম্বর বিজয় হয়েছে ঠিকই, কিন্তু আমরা নওগাঁবাসী হানাদারমুক্ত হয়েছি বিজয়ের দুইদিন পর ১৮ ডিসেম্বর।  তিনি সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ও বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বাঙালি জাতি বিজয়লাভ করে। ১৬ ডিসেম্বর পাকিস্থানি সেনারা ঢাকায় আত্মসমর্পণের খবর শোনার পর থেকেই বীরমুক্তিযোদ্ধারা বিজয় উল্লাসের জন্য নওগাঁ শহরে প্রবেশের চেষ্টা করে। ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ থেকে ৪০০ মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হতে থাকে। জগৎসিংহপুর, খলিশাকুড়ি, হাট-নওগাঁ, শিবপুর থেকে মুক্তিযোদ্ধারা শহরের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পাকিস্থানি সেনারা মার্টার সেল নিক্ষেপ করে। শুরু হয় সম্মুখযুদ্ধ। এ যুদ্ধে ৭ জন শহীদ হন। সেদিন যারা শহীদ হয়েছেলেন কিশোর অছিমুদ্দিন, ফজলু, ফরিদ হোসেন, আমজাদ হোসেন, ওসমান, শাহাদাত হোসেন, ইসাহাক। পরদিন ১৮ ডিসেম্বর সকালে বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্র শেখর, পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্র বাহিনী নওগাঁ শহরে প্রবেশ করে। পাকিস্থানি সেনাদের তখন আর করার কিছুই ছিল না। ফলে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁ কেডি স্কুল ও পিএম গার্লস স্কুল থেকে শুরু করে পুরাতন থানা চত্বর এবং এসডিও অফিস থেকে শুরু করে রাস্তার দুপাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নত মস্তকে আত্মসমর্পণ করে। পুরাতন কালেক্টর (এসডিও) অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। এরপর থেকে দিনটিকে স্মরণীয় করে রাখতে একুশে পরিষদ নওগাঁ বেশ’ক বছর ধরে ধারাবাহিকভাবে দিবসটি উদযাপন করে যাচ্ছে। তাই নওগাঁমুক্ত দিবসের সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ কামনা করছি বলে আশা প্রকাশ করেন তিনি। জেলার সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী বলেন, প্রতি বছর এ দিনটিকে ‘নওগাঁ হানাদারমুক্ত দিবস’ হিসেবে পালন করেন তারা। নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডের সাবেক কমান্ড হারুন-অল-রশিদ মোবাইল ফোনে কালবেলাকে বলেন, সারাদেশে ১৬ ডিসেম্বর বিজয় উল্লাস হলেও নওগাঁবাসী হানাদার মুক্ত হয় ১৮ ডিসেম্বর। তাই প্রতিবছর ‘নওগাঁ হানাদারমুক্ত’ পালন করা হলে নতুন প্রজন্মরা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন। দিবসটি চিরস্মরণীয় করার জন্য সরকারিভাবে পালন করা দরকার বলে মনে করেন তিনি।
১৮ ডিসেম্বর, ২০২৩

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার
নওগাঁয় নাশকতার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজাহারভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। আজ বিকেল ৩টার দিকে তার অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্ব অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে। 
২৭ নভেম্বর, ২০২৩

নওগাঁ জেলার ৬টি আসনে নৌকা পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। নওগাঁ জেলার ৬টি আসনে মনোনয়ন পেয়েছেন-  নওগাঁ-১ সাধন চন্দ্ৰ মজুমদার নওগাঁ-২ মোঃ শহীদুজ্জামান সরকার নওগাঁ-৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী নওগাঁ-৪ মোঃ নাহিদ মোর্শেদ নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন) নওগাঁ-৬ মোঃ আনোয়ার হোসেন হেলাল
২৬ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস আজ
সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে শনিবার (১১ নভেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ১৯৭১ এর যুদ্ধকালীন এই দিনে মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের বেসরকারি সাব-সেক্টর কমান্ড পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে অবতীর্ণ হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তাড়াশ উপজেলাকে হানাদারমুক্ত করার লক্ষ্যে ঐতিহাসিক নওগাঁ বাজার এলাকায় পলাশডাঙ্গা যুবশিবির নামে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা। এতে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া অঞ্চলের প্রায় ৭৫০ জন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে পলাশ ডাঙ্গা যুব শিবির সংগঠনে যোগ দেন। স্বাধীনবাংলা বেতারকেন্দ্রর তথ্য অনুযায়ী, ওই যুদ্ধে পাকবাহিনীর ১৩০ জন সৈন্য মারা যায়। পলাশ ডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল লতিফ মির্জা ও সহসর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ম ম আমজাদ হোসেন মিলনের নেতৃত্বে চলনবিলের প্রত্যান্ত এলাকার বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে তোলেন। নওগাঁর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা অভিযানে ১৩০ জন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য মারা যায়। তবে অতান্ত কৌশলী হওয়ায় নওগাঁর যুদ্ধে পলাশ ডাঙ্গা যুব শিবিরের কোনো বীর মুক্তিযোদ্ধা হতাহত হননি। পাশাপাশি নওগাঁর যুদ্ধ থেকেই পাকিস্থানি হানাদার বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।  উল্লেখ্য, ২০১৭ সালে সিরাজগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ম ম আমজাদ হোসেন মিলনের প্রচেষ্টায় ঐতিহাসিক নওগাঁ বাজার এলাকায় যুদ্ধের স্মৃতিবিজড়িত ওই স্থানে নির্মিত হয়েছে নওগাঁ যুদ্ধের স্মৃতিচিহ্ন, যা স্বাধীনতার রক্তিম সূর্যকে বুকে ধারণ করে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
১১ নভেম্বর, ২০২৩

চরমপন্থিদের পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শনে নওগাঁ জেলা প্রশাসক
নওগাঁর রাণীনগরে অত্মসমর্পণকৃত চরমপন্থিদের পুনর্বাসনের দুটি চলমান প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. গোলাম মওলা।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভান্ডারা-রাতোয়াল এলাকায় প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন তিনি। এক কোটি টাকা বরাদ্দে ৪০ জন অত্মসমর্পণকৃত চরমপন্থি সদস্যের আশার আলো নামে একটি এগ্রো ফার্ম লিমিটেড এবং ৭৫ লাখ টাকা বরাদ্দে ৪৮ জন সদস্যের স্বপ্ন চাষ নামে একটি এগ্রো ফার্ম লিমিটেড প্রকল্পের নির্মাণ চলছে। সেই দুটি চলমান প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) গাজিউর রহমান, এনএসআইয়ের উপপরিচালক মানিক চন্দ্র দে, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা মহির উদ্দীন, রাণীনগরের ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, আশার আলোর সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, স্বপ্ন চাষের সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
১৪ সেপ্টেম্বর, ২০২৩
X