দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর তালা ভেঙে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন নওগাঁর বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু, রুবেল হোসেন ও নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও।
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বর্তমান সরকার দীর্ঘ আড়াই মাস যাবৎ বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল। এদেশের মানুষকে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রামে, সরকারের দেওয়া মিথ্যা মামলায় আমাদের জেলে যেতে হয়। দীর্ঘ ৪৫দিন কারাভোগ শেষে আমাদের মুক্তি মিলেছে। আমরা সবাই একত্রিত হয়ে যুবদল, ছাত্রদলসহ আজ কার্যালয়ে এসেছি। এসে আমরা তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করি। আজ থেকে কার্যালয় পূর্বের ন্যায় প্রতিদিন খোলা থাকবে। আগামীকাল শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে এবং যথারীতি দলীয় কার্যালয়ে সকল কার্যক্রম চলমান থাকবে।
উলেখ্য, গত বছরের ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিন থেকেই নওগাঁ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে বা কারা দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়।
মন্তব্য করুন