নড়াইলের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন রুনু সাহা
জানুয়ারি মাসে জন্ম মৃত্যু নিবন্ধন এ নড়াইলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা। এ ছাড়াও তিনি খুলনা বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছেন। সোমবার (১৮ ই মার্চ) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন। উল্লেখ, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ডিনস পদক প্রাপ্ত হন। তিনি ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। জানা যায়, ২০২৩ সালের ১২ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন রুনু সাহা।  কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা বলেন, কালিয়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।  
২০ মার্চ, ২০২৪

নড়াইল - ১ আসনের সংসদ সদস্য পদে ফরম জমা দিলেন শ্যামল দাশ টিটু
নড়াইল - ১ আসনের জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শ্যামল দাশ টিটু।  তিনি অসুস্থ থাকায় ২১ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগ পার্টি অফিসে তার প্রতিনিধি হিসাবে নড়াগাতি থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত এ চৌধুরী ফরমটি জমা দেন। নড়াইল-১ আসনের সকলের সমর্থন, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন শ্যামল দাশ টিটু।  
২৩ নভেম্বর, ২০২৩
X