বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টায় এই রেকর্ড হয়।   বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপিতে বলা হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাত ৯টায়। এ সময় জাতীয় গ্রিডে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন হয়েছে। এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়। সে সময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ওই সময় এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র দাবদাহ। জনজীবনে স্বস্তি বজায় রাখতে এই মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।  
৩০ এপ্রিল, ২০২৪

ইপিএলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড
চলতি মৌসুমে ৩৫ ম্যাচ বাকি থাকতেই গোলের নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ৩৮ ম্যাচের লিগে এ পর্যন্ত গোল হয়েছে ১০৯২টি। এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ১০৮৪টি। গত মৌসুমে হয়েছিল নতুন এই রেকর্ড।  এখন পর্যন্ত চলতি মৌসুমে ম্যাচ হয়েছে ৩৪৫টি। এবার সর্বমোট গোলের পরিমাণ ১০৯২। গড়ে ম্যাচপ্রতি গোল হয়েছে ৩.২৬টি। এই হারে বাকি থাকা ৩৫ ম্যাচে গোল হলে, নিঃসন্দেহে সর্বোচ্চ গোলটি রেকর্ডটি আরও বাড়বে।  এর আগে ১৯৯২-৯৩ থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত ২২টি করে দল খেলত ইংলিশ প্রিমিয়ার লিগে। ফলে সেই তিন মৌসুমে প্রতিটি দল ম্যাচ খেলে ৪২টি করে। এতে সর্বমোট ম্যাচ হয় ৪৬২টি। স্বাভাবিকভাবে গোল হতো বেশি।  ১৯৯২-৯৩ মৌসুমে ২২ দল মিলে করে ১২২২ গোল। সেই হিসেবে প্রতি ম্যাচে গড়ে গোল হয় ২.৬৪৫টি করে। এবার বাকি থাকা ৩৫ ম্যাচে যদি ৩.২৬ হারে গোল হয়, তাহলে চলতি মৌসুম শেষে গোলসংখ্যা হবে ১৩২৯টি। ফলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বে ইপিএল।  মৌসুমের শেষ দিকে এসে শিরোপার লড়াইয়ে আছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনাল। মূলত তিন দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে চলতি মৌসুমে ইপিএলে গোলের ছড়াছড়ি।  চলতি মৌসুমে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ৮২ গোল করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৭৪ গোল লিভারপুলের। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ৩২ ম্যাচে করেছে ৭৩ গোল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কারেও চলছে তুমুল লড়াই।  ২০টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছে ম্যানসিটির আর্লিং হল্যান্ড ও চেলসির কোল পালমার। এরপরই সর্বোচ্চ গোলদাতার তালিকার পরের নামটি ১৯ গোল করা অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনসের। 
২৬ এপ্রিল, ২০২৪

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র দাবদাহ। এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের তথ্য জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র দাবদাহ। জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এর আগে গত বছরের ১৭ এপ্রিল রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়। সে সময় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়।
২২ এপ্রিল, ২০২৪

বাবর-কোহলিকে পিছনে ফেলে রিজওয়ানের নতুন রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটের নব্য সংস্করণ টি-টোয়েন্টির বয়স বেশি নয়। দুই দশকের কম সময় ধরে খেলা ক্রিকেটের এই সংস্করণ এরই মধ্যে দেখেছে অনেক রেকর্ড। আরো নতুন নতুন রেকর্ড প্রতিনিয়ত লেখা হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের রেকর্ড পাতায়। তেমনি এক রেকর্ডের সাক্ষী হল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।  এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়ায় দ্রুততম ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এবার তাদেরকে পেছনে ফেললেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।   ৩১ বছর বয়সী এই ব্যাটার শনিবার (২০ এপ্রিল) নিজের খাাততায় ১৯ রান যোগ করে এই মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের তুমূল জনপ্রিয় এই ব্যাটার ৪৫ রান করে অপরাজিত ছিলেন। আর এর মধ্য দিয়েই তিনি টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েন। রিজওয়ান টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস খেলে ৪৯.৬১ গড়ে ৩০২৬ রান করেন। এর আগে যৌথভাবে রেকর্ডটি দখলে ছিলো বাবর ও কোহলির। ভারত ও পাকিস্তানের অন্যতম সেরা দুই ব্যাটারের তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লেগেছিল মোট ৮১ ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৪ ইনিংস খেলে বাবর আজমের সংগ্রহ ৩৭১২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা রানসংগ্রাহকের তালিকায় তার অবস্থান তিন নম্বরে। তালিকার শীর্ষ দুই স্থান দখল করে আছেন দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১০৯টি টি-টোয়েন্টি ইনিংসে কোহলি ৪০৩৭ এবং ভারতীয় অধিনায়ক রোহিত ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করেছেন। ৩০২৬ রান নিয়ে ফরম্যাটটিতে সেরা রানসংগ্রাহকদের তালিকায় রিজওয়ানের অবস্থান বর্তমাসে আট নম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ানের পথচলা শুরু ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে তিনি পাকিস্তান জাতীয় দলের প্রায় নিয়মিত সদস্য। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার ক্যারিয়ারের শুরুটা ঠিক ভালো ছিল না। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ১৭ ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৩৩। এরপর ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই রিজওয়ান এবার দ্রুততম তিন হাজার রান করলেন।    ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে রিজওয়ান, রোহিত, কোহলি এবং বাবর ছাড়া তিন হাজারি ক্লাবে আছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন - অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, আয়ারল্যান্ডের পল স্টার্লিং। রিজওয়ানের এমন রেকর্ডময় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায়। রান তাড়ায় নেমে রিজওয়ানের ইনিংসে ভর করে ৪৭ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান।
২১ এপ্রিল, ২০২৪

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড
পদ্মা সেতু দিয়ে এবারের ঈদযাত্রায় এক দিনে টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যান পারাপারে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। এরমধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা।  আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি পদ্মা সেতু উদ্বোধনের পর এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এর আগের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে গত বছরের ২৭ জুন। ওই সময় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়। আর এর আগের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২২ সালের ৮ জুলাই। সেদিন মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল এবং ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার করেছিল পদ্মা সেতুতে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬ যানবাহন পাড়ি দেয়। এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এটিই সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মিনিটের জন্য সেতুতে যান পারাপার বন্ধ হয়নি। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ যাতায়াত করতে পারছে। এদিকে পদ্মা সেতু দিয়ে এই পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১৪৫৩ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা। আর গাড়ি পার হয় ১ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৬৬২টি।  ঈদে ঘরমুখো মানুষের এবার আরও নতুন মাত্রা ছিল ঈদযাত্রায় ট্রেনে করে প্রমত্তা পদ্মা পাড়ি দেওয়া।
১০ এপ্রিল, ২০২৪

সোনার দামে নতুন রেকর্ড
দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারেণ করা হয়েছে। এতে এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। জানা যায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (৭ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২২ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এখন দাম বাড়ানোর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি হলো। শনিবার (৬ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৯২ টাকা বাড়িয়ে এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৬৫ টাকা। অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি করা হয়। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ২৫ হাজার ১১৪ টাকা গুনতে হবে।  
০৬ এপ্রিল, ২০২৪

মোস্তাফিজদের ম্যাচ দেখায় নতুন রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তাই এ দেশের ক্রিকেট সমর্থকরা অধির আগ্রহে অপেক্ষায় থাকেন চেন্নাইয়ের ম্যাচের জন্য। হয়তো এ কারণে দর্শকসংখ্যায় রেকর্ড করে ফেলেছে তাদের একটি ম্যাচ। গত ২২ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের ১৭তম আসরের প্রথম ম্যাচ খেলে চেন্নাই। সে ম্যাচে আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারে অর্ধশতক পূর্ণ করেন মোস্তাফিজ। কাটার মাস্টারের এই রেকর্ড গড়ার দিনে রেকর্ডসংখক দর্শক ম্যাচটি উপভোগ করেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এক বিবৃতিতে আইপিএলের অফিশিয়াল ডিজনি স্টার জানিয়েছে, ‘২০২৪ আইপিএলের প্রথম দিনে খেলা দেখেছেন ১৬ কোটি ৮০ লাখ মানুষ। ১ হাজার ২৭৬ কোটি মিনিট দেখা হয়েছে। আইপিএলে যেকোনো মৌসুমের প্রথম দিনের হিসাবে তা সর্বোচ্চ।’ আইপিএলের উদ্বোধনী দিনে টেলিভিশন দর্শকের সংখ্যাও কম নয়। টেলিভিশনে ১৬ কোটি ৮০ লাখ দর্শকের পাশাপাশি ডিজনি স্টার নেটওয়ার্কে চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ দেখেছেন ৬ কোটি ১০ লাখ দর্শক। ডিজনি আরও বলেছে, ‘২০২৩ আইপিএলের প্রথম দিনে ৮৭০ কোটি মিনিট খেলা দেখা হয়েছে বলে ডিজনি স্টার হিসাব করেছে। গত মৌসুমের সঙ্গে তুলনা করলে টিভিতে দর্শক বেড়েছে ১৬ শতাংশ।’ প্রথম দিনে আয়োজন ছিল বেশ জাঁকজমক। আর আসরের প্রথম ম্যাচ বলে দর্শকের আগ্রহ বেশি থাক স্বাভাবিক। তাই স্টার স্পোর্টসের এক মুখপাত্র বলেন, ‘এটা আমাদের অনেক বড় অর্জন। স্টার স্পোর্টসের প্রতি ভক্ত-সমর্থকদের ভালোবাসা এবং আমরাও তাদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টনারদের ধন্যবাদ জানাই। বিসিসিআইকে অন্তরের অন্তস্তল থেকে জানাই কৃতজ্ঞতা। আইপিএল ও ক্রিকেটের উন্নতিতে স্টার স্পোর্টসকে তারা দারুণ সমর্থন দিয়ে আসছেন।’  
২৯ মার্চ, ২০২৪

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড
প্রথমবারের মতো বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ২ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। যা বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।  বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।  প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, এর ওপরই নির্ভর করে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সুদের হার কমানোর আভাস দিয়েছেন ফেডের নীতি-নির্ধারকরা। তবে বিশ্বব্যাপী এখনো ভূ-রাজনৈতিক উদ্বেগ রয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। এতে করে সোনার সমর্থন বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বাড়তি রয়েছে।  বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ায় সোনার দাম বাড়ছে। পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন সোনার দিকে। এদিকে, বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও সোনা রেকর্ড দামে বিক্রি হচ্ছে। দেশের বাজারে সোনার দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ২১ মার্চ, যা কার্যকর হয় ২২ মার্চ থেকে। দেশের বাজারে এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার মূল্য ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কনো এত দাম দেখেননি দেশের মানুষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির নতুন দর ঠিক করা হয়েছে। এ ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা ধার্য করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনার দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 
২৮ মার্চ, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি / প্রবাসী আয়ে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড
ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২৪ সালের জানুয়ারিতে ৭০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করেছে, যা রেকর্ড। এ সময় ব্যাংকটি আহরণ করেছে মোট রেমিট্যান্সের প্রায় ৩৫ শতাংশ। আর ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে এই পরিমাণ ৫০ শতাংশের বেশি। ১৬ বছর ধরে প্রবাসী আয়ে শীর্ষে আছে ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠার শুরু থেকে ব্যাংকটি নিজস্ব আমদানি ব্যয় পরিশোধের পর এ পর্যন্ত সরকারি রিজার্ভে ১২ দশমিক ৫০ বিলিয়নের বেশি ডলার যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। ইসলামী ব্যাংক রেমিট্যান্স আহরণ ও প্রবাসীদের সেবায় বিশেষ গুরুত্ব দেয়। বর্তমানে ব্যাংকের ২৯ প্রতিনিধি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডান ও সিঙ্গাপুরে প্রবাসীদের সেবা দিচ্ছে। ৬৪ দেশের ৫৯৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রয়েছে ব্যাংকটির। প্রবাসীদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে ২১ দেশের ১৫৫ ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ব্যাংকের চুক্তি রয়েছে। এর মাধ্যমে ২০০-এর বেশি দেশ থেকে রেমিট্যান্স বেনিফিশিয়ারির হিসাবে অর্থ জমা হয়। বাংলাদেশের প্রবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে কর্মরত। এসব দেশ থেকে বাংলাদেশে আগে টাকা পাঠানোর সহজ, নিরাপদ ও দ্রুত উপায় না থাকায় তারা অবৈধ উপায় অবলম্বন করতেন। ইসলামী ব্যাংক প্রবাসীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা ও বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করে। প্রবাসীদের স্বজনদের হাতে নিরাপদে টাকা পৌঁছাতে ইসলামী ব্যাংক এপিআই স্থাপন করেছে। এর মাধ্যমে ব্যাংক কর্মকর্তারা ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা দিতে কাজ করছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রবাসী আয়ে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের আহরিত রেমিট্যান্স দেশে আহরিত মোট রেমিট্যান্সের প্রায় ৩৫ শতাংশ আর ইসলামী ব্যাংকগুলোর মধ্যে এই পরিমাণ ৫০ শতাংশের বেশি।  মাসজুড়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা এই রেমিট্যান্স ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। গত মাসেও বরাবরের মতো প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফলে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় এনে এক মাসে সর্বোচ্চ প্রবাসী রেমিট্যান্স আহরণের নতুন ইতিহাস সৃষ্টি করেছে এ ব্যাংক।  ইসলামী ব্যাংক দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসী আয়ে শীর্ষ স্থানে রয়েছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব আমদানি ব্যয় পরিশোধের পর এই পর্যন্ত সরকারি রিজার্ভে ১২.৫০ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশি-বিদেশি নানা পুরস্কার ও স্বীকৃতি পেয়ে আসছে।  ইসলামী ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স আহরণ ও প্রবাসীদের সেবায় বিশেষ গুরুত্ব প্রদান করে। বর্তমানে ব্যাংকের ২৯ জন প্রতিনিধি বিশ্বের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডান ও সিঙ্গাপুরে প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে। বিশ্বের ৬৪টি দেশের ৫৯৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রয়েছে ইসলামী ব্যাংকের। প্রবাসীদের কষ্টার্জিত আয়কে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনয়নের জন্য ২১ দেশের ১৫৫টি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি রয়েছে। যার মাধ্যমে ২০০ এর অধিক দেশ থেকে রেমিট্যান্স বেনিফিসিয়ারির হিসাবে অর্থ জমা হয়।  বাংলাদেশের প্রবাসীদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে কর্মরত। এসব দেশ থেকে বাংলাদেশে আগে টাকা পাঠানোর সহজ, নিরাপদ ও দ্রুত উপায় না থাকায় প্রবাসীরা অবৈধ উপায় গ্রহণ করত। ইসলামী ব্যাংক প্রবাসীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা ও বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে আসছে নিরাপদে। বিনিয়োগ হচ্ছে জাতীয় উন্নয়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাতে। প্রবাসীদের স্বজনদের হাতে দ্রুত ও নিরাপদে টাকা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক এপিআই  স্থাপন করেছে, যার মাধ্যমে ব্যাংকের নিবেদিত কর্মকর্তারা ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা প্রদানের কাজ করে যাচ্ছেন। ইসলামী ব্যাংকের ৩৯৪টি শাখা, ২৪৯টি উপশাখা, ২ হাজার ৭৭৩টি এজেন্ট ব্যাংক ও ২ হাজার ৯৯৪টি এটিএম/সিআরএম এর সমন্বয়ে গঠিত দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স বেনিফেসিয়ারিরা তাৎক্ষণিক রেমিট্যান্সের টাকা সংগ্রহ করতে পারেন।  প্রবাসী এবং তাদের সুবিধাভোগীদের আরও দ্রুত ও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংকের প্রত্যেকটি শাখায় রেমিট্যান্স লাউঞ্জ স্থাপন কার্যক্রম চলমান রয়েছে যা খুব দ্রুত শেষ হবে। ২০২৩ সালে এককভাবে ইসলামী ব্যাংক ৫ বিলিয়ন ডলার সমমূল্যের প্রবাসী রেমিট্যান্স আহরণ করে যা দেশের মোট রেমিট্যান্সের ২৩ শতাংশ।
০১ ফেব্রুয়ারি, ২০২৪
X