চলতি মৌসুমে ৩৫ ম্যাচ বাকি থাকতেই গোলের নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ৩৮ ম্যাচের লিগে এ পর্যন্ত গোল হয়েছে ১০৯২টি। এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ১০৮৪টি। গত মৌসুমে হয়েছিল নতুন এই রেকর্ড।
এখন পর্যন্ত চলতি মৌসুমে ম্যাচ হয়েছে ৩৪৫টি। এবার সর্বমোট গোলের পরিমাণ ১০৯২। গড়ে ম্যাচপ্রতি গোল হয়েছে ৩.২৬টি। এই হারে বাকি থাকা ৩৫ ম্যাচে গোল হলে, নিঃসন্দেহে সর্বোচ্চ গোলটি রেকর্ডটি আরও বাড়বে।
এর আগে ১৯৯২-৯৩ থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত ২২টি করে দল খেলত ইংলিশ প্রিমিয়ার লিগে। ফলে সেই তিন মৌসুমে প্রতিটি দল ম্যাচ খেলে ৪২টি করে। এতে সর্বমোট ম্যাচ হয় ৪৬২টি। স্বাভাবিকভাবে গোল হতো বেশি।
১৯৯২-৯৩ মৌসুমে ২২ দল মিলে করে ১২২২ গোল। সেই হিসেবে প্রতি ম্যাচে গড়ে গোল হয় ২.৬৪৫টি করে। এবার বাকি থাকা ৩৫ ম্যাচে যদি ৩.২৬ হারে গোল হয়, তাহলে চলতি মৌসুম শেষে গোলসংখ্যা হবে ১৩২৯টি। ফলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বে ইপিএল।
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার লড়াইয়ে আছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনাল। মূলত তিন দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে চলতি মৌসুমে ইপিএলে গোলের ছড়াছড়ি।
চলতি মৌসুমে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ৮২ গোল করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৭৪ গোল লিভারপুলের। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ৩২ ম্যাচে করেছে ৭৩ গোল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কারেও চলছে তুমুল লড়াই।
২০টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছে ম্যানসিটির আর্লিং হল্যান্ড ও চেলসির কোল পালমার। এরপরই সর্বোচ্চ গোলদাতার তালিকার পরের নামটি ১৯ গোল করা অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনসের।
মন্তব্য করুন