রাজধানীতে ঝড়ে দেয়াল ভেঙে ঘুমন্ত নারীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে ঝোড়ো বাতাসে বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত সাতজন। রোববার (৫ মে) রাত ১০টার পর রাজধানীতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। সাড়ে ১০টার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে শিলাবৃষ্টিও পড়তে থাকে। প্রায় এক ঘণ্টা পর ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত থামে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ছাড়া ঝোড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশকিছু এলাকায়ও। আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), লিমা (৩০) ও ফারুক (৪৫)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের একটি দেয়াল ঝোড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা মারা যান। আর আহত হন আরও সাতজন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসে বেশকিছু গাছ ভেঙে পড়ে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতে রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আর এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার।
০৬ মে, ২০২৪

তীব্র দাবদাহে নারীর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র দাবদাহে রাহেলা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে বাড়ির পাশে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি উপজেলার ৪নং ইউনিয়নের ২নং ওয়ার্ড চুনিয়াপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। এ বিষয়ে তার মেয়ের জামাই শামীম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি অনিয়মিত ওষুধ খেতেন। এছাড়া তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন এবং শরীরের ডানপাশ অবশের কারণে স্বাভাবিক কাজকর্মে অক্ষম ছিলেন। ঘটনার আগে আমার শাশুড়ি বাড়ির পাশে জ্বালানি সংগ্রহের জন্য বের হন। জ্বালানি সংগ্রহ শেষে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়। ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আনোয়ার জানান, লোকমুখে শুনেছি, রাহেলা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যেহেতু তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়নি, সেহেতু তার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হতে পারে।
৩০ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই নারীর নাম ফাতেমা বেগম (৫৭)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে কপুর উদ্দিনের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়িতে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাতেমা বেগম। পরিবারের লোকজন তাকে দ্রুত রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। বুধবার দুপুরে প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোক করেন। পরে পরিবারের লোকজন তাকে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফোন দিলে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগাযোগ করতে বলা হয়। তবে গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। বুধবার দুপুরে প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোক করেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তীব্র গরমে আবহাওয়া অফিস জারি করেছে আরও তিন দিনের হিট অ্যালার্ট। এই দুর্বিষহ সময়ে জনজীবনের একমাত্র প্রতীক্ষা ‘বৃষ্টি’র। এবার সেই অন্তিম সুখবরের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তারা বলছে, হিট অ্যালার্ট শেষে সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় দেওয়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। তবে আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে। খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী দুদিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একই সঙ্গে এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শামসুন নাহার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে আগামীকাল শুক্রবার বা শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, গত ২০ এপ্রিল প্রচণ্ড গরমের কারণে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসায় সাত দিনের ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। রোজার ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। এই ছুটির ফলে আগামী ২৮ এপ্রিল খোলার কথা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে দেশে চলমান তীব্র তাপপ্রবাহ এখনো কমেনি, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে।
২৫ এপ্রিল, ২০২৪

চাঁদের গাড়ি-পর্যটক বাস সংঘর্ষ, ২ নারীর মৃত্যু
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাসের সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। তারা সবাই চাঁদের গাড়ির যাত্রী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি গুইমারা যাচ্ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী রকি পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন চাঁদের গাড়ির দুই নারী যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  
২২ ফেব্রুয়ারি, ২০২৪

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। রেললাইন পার হতে গিয়ে জমিলা বেগম (৪০) নামের ওই নারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার রেলস্টেশনের অদূরে শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমিলা বেগম উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান গণির স্ত্রী। রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় এলে জমিলা বেগম রেল লাইন পার হতে থাকেন। এ সময় ট্রেন তাকে ধাক্কায় দেয়। এতে জমিলা মাথায় গুরুতর আঘাত পান। লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২৫ জানুয়ারি, ২০২৪

বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে মোটরের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মালেকা বেগম (৪৫) নামে এক নারী চা দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার আগ্রান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম উপজেলার আগ্রান গ্রামের দিদার আলীর স্ত্রী।  তিনি আগ্রান বাজারে স্বামীর সঙ্গে একটি চায়ের দোকান চালানোর পাশাপাশি মাছের ট্রাকে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মালেকা বেগম সকালে মাছবোঝাই গাড়িতে পানি দেওয়ার জন্য মোটরের সুইস দেওয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় পাশের দেয়ালের একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯ জানুয়ারি, ২০২৪

ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ঢাকাগামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশনে সিগন্যাল পায়। স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু দুর্ঘটনায় মরদেহটি ক্ষতবিক্ষত হয়েছে সে কারণে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
১৩ জানুয়ারি, ২০২৪

ডিবি পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে হৃদয় জানায়, পুলিশ তার মাকে বুধবার সন্ধ্যায় আটক করলেও পরিবারকে জানায়নি। এমনকি তার মা অসুস্থ হওয়ার পর মাঝরাতে হাসপাতাল ভর্তি এবং মারা যাওয়ার পরও পুলিশ তাদের কিছু জানায়নি। খবর পেয়ে সকালে জেলা হাসপাতালে গেলে পুলিশ তার মায়ের লাশ দেখতে দেয়নি।  জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে নুরতাজকে ১০ কেজি গাঁজাসহ ভেলানগর থেকে আটক করেন ডিবি পুলিশের এস আই নাইমুল মোস্তাক। তাকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে অসুস্থ বোধ করলে তাকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
০৮ ডিসেম্বর, ২০২৩

গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূরতাজ বেগম নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।  পুলিশ জানিয়েছে, বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নুরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। পর রাত ৩টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে সকাল পৌনে ৮টায় সে মারা যায়।   নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পলাশ মোল্লা বলেন, পেটে ব্যথা নিয়ে রাতে নূরতাজ বেগম হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে তার হার্ট এটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহতের ছেলে হৃদয় জানান, পুলিশ তার মাকে সন্ধ্যায় আটক করলেও পরিবারকে জানায়নি। এমনকি অসুস্থ হওয়ায় মাঝরাতে হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা গেলেও তাদেরকে জানানো হয়নি। এমনকি খবর পেয়ে সকালে জেলা হাসপাতালে আসলেও পুলিশ তার মায়ের লাশ দেখতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।  ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যবসায়ী। তাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাতে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি খোকন চন্দ্র সরকার জানান, রাত ৮টায় ভেলানরগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে অসুস্থ হয়ে পড়ে। রাত ১২টায় তার বিরুদ্ধে মামলা হয়। রাত তিনটায় নূরতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সকাল ৮টায় সে মারা যায়।  এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে নূরতাজ বেগমকে ডিবি পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। ঘটনার দিন গভীর রাতে নূরতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। হাসপাতালের ডাক্তার জানিয়েছেন নূরতাজ বেগম হার্ট এটাকে মারা গেছে। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করছেন। 
০৭ ডিসেম্বর, ২০২৩

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে সান্ত্বনা রানী (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ঝাউপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হাবড়া ইউনিয়নের হাবড়াহাট এলাকার মৃত হরিপদ ঠাকুরের স্ত্রী। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তিনি। গতকাল সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ঝাউপাড়া এলাকায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় তার বাম হাত কাটা পড়ে এবং মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসান বলেন, ৯৯৯-এ কলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
০১ ডিসেম্বর, ২০২৩
X