লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। রেললাইন পার হতে গিয়ে জমিলা বেগম (৪০) নামের ওই নারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার রেলস্টেশনের অদূরে শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জমিলা বেগম উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান গণির স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় এলে জমিলা বেগম রেল লাইন পার হতে থাকেন। এ সময় ট্রেন তাকে ধাক্কায় দেয়। এতে জমিলা মাথায় গুরুতর আঘাত পান।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন