ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি, ঝুলিয়ে রাখল ফিফা
আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার ফিলিস্তিনের দাবিকে ঝুলিয়ে রাখল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন বলে জানান সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার (১৭ মে) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেনের সংস্থাটির পরিকল্পনার কথা জানান তিনি। গাজায় চলমান আগ্রাসনে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সংযুক্ত থাকার যুক্তি উপস্থাপন করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। যা ফিফার আইনের লঙ্ঘন বলেও জানানো হয়। ফিফার সদস্যভুক্ত ২১১ দেশের প্রতিনিধিদের উদ্দেশে পিএফএ সভাপতি জিব্রিল রাজউব বলেন, ‘আমি আপনাকে ইতিহাসের ডানদিকে দাঁড়াতে বলছি... এখন না হলে, কখন? ফিফা ফিলিস্তিনে চলমান গণহত্যার বিষয়ে উদাসীন হতে পারে না।’ এ সময় ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘পিএফএর তিনটি অনুরোধ বিশ্লেষণ করতে এবং আইনি জটিলতাগুলো পর্যালোচনার ফিফার আইন সঠিকভাবে প্রয়োগ করা হবে।’ পিএফএ দাবিতে জানায়,  ‘গাজার সমস্ত ফুটবল অবকাঠামো হয় ধ্বংস হয়ে গেছে, বা আল-ইয়ারমুকের ঐতিহাসিক স্টেডিয়ামসহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’ এবং বলেছে যে, এটি আলজেরিয়া, ইরাক, জর্ডান, সিরিয়া এবং ইয়েমেনের ফেডারেশনগুলোর প্রস্তাবের পক্ষে সমর্থন করেছে। এ জন্য আগামীয় ২৫ জুলাই কাউন্সিল মিটিং আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল নিষেধাজ্ঞার আহ্বানকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা কংগ্রেস শুরু আগে ফিলিস্তিনের প্রস্তাবের প্রতি নিজের সমর্থন জানান। এর আগে গত ফেব্রুয়ারিত ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করা দাবি তুলেছিল ইরান। গাজায় ইসরায়েলের আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে ফিফার কাছে এ দাবি জানায় ইরান। মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থা, ফিফার কাছে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে চিঠি দেয়।
২০ ঘণ্টা আগে

রেস্তোরাঁয় নারী কর্মীদের যেসব কাজ নিষিদ্ধ করল সৌদি
নারী কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির এ নির্দেশনায় নারী কর্মীদের বেশকিছু কাজ নিষিদ্ধ করা করা হয়েছে। শনিবার (১১ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীরা নকল নখ, চোখের পাপড়ি এবং নেইল পলিশ ব্যবহার করতে পারবেন না। খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।   সৌদি সংবাদমাধ্যম আখবার২৪ জানিয়েছে, সৌদি আরবের পৌর, গ্রামবিষয়ক ও আবাসন মন্ত্রণালয় মাংস ও দুগ্ধজাত খাদ্যপণ্যের কাছে সুগন্ধি এবং আফটার শেভ দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করেছে।  প্রতিবেদনে বলা হয়, গহনা, কানের দুল বা হাতঘড়িসহ যেসব অলঙ্কার ঢিলেঢালাভাবে পরা হয় সেগুলোও রেস্তোরাঁ এবং খাবারের দোকানে নিষিদ্ধ করা হয়েছে। কেননা এগুলোয় ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে। যার ফলে এসব খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির উৎস হতে পারে। তবে কান ছিদ্র করে পরা গোলাকৃতির দুল এবং খোদাই করা নয় এমন ধরনের আংটি পরতে অসুবিধা নেই।   সৌদি আরব রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানে বিশেষত খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের জন্য এ নির্দেশনা বাধ্যতামূলক করেছে। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাবার তৈরি ও পরিবেশনে জড়িত কর্মীদের আরও কিছু অভ্যাস থেকে বিরত থাকতে বলা হয়েছে। এগুলো হলো- ধূপমান, খাবার খাওয়া, হাঁচি দেওয়া এবং দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা।  সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রেস্তোরাঁয় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে একজন মারা যান। এরপরই এমন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন সৌদি আরবের নাগরিক। এছাড়া বাকিরা বিদেশি।  স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ৭৫ জনের মধ্যে ৬৯ জন সৌদি আরবের নাগরিক ও অন্যরা বিদেশি। সংবাদমাধ্যম জানায়, গত ২৫ এপ্রিল রিয়াদ কর্তৃপক্ষ স্থানীয় একটি রেস্তোরাঁয় খাদ্যে বিষক্রিয়ার কয়েকটি ঘটনা শনাক্ত করে। পরে তদন্তে এজন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির প্রধান শাখা ছাড়াও রিয়াদ ও আল খারজ শহরের সবকটি শাখা বন্ধ করে দেওয়া হয়।   
১২ মে, ২০২৪

গুরুত্বপূর্ণ ম্যাচেই নিষিদ্ধ পন্ত
মন্থর ওভার রেটের ফাঁদে পড়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটে পড়ে তার দল। এতে করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে খেলা হচ্ছে না তার। আইপিএলের চলতি মৌসুমে এ নিয়ে তিনবার মন্থর ওভার রেটের ঘটনা ঘটিয়েছেন পন্ত। তাই নিষিদ্ধের পাশাপাশি বড় জরিমানাও গুনতে হবে পন্তকে। ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে। দিল্লির বাকি ক্রিকেটারদেরও জরিমানা গুনতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী, এবার আইপিএলের প্রতিটি ইনিংস শেষ করার জন্য বেঁধে দেওয়া সময় ৮৫ মিনিট। কিন্তু রাজস্থানের বিপক্ষে ম্যাচটি শেষ করতে দিল্লির বোলারদের লেগেছিল ১১৭.৮২ মিনিট। স্বাভাবিকভাবেই এত বেশি সময় অপচয় করায় প্লেয়িং কন্ডিশন নিয়মে বড় শাস্তি নেমেছে দিল্লি অধিনায়কের ঘাড়ে। আপিল করেও শাস্তি থেকে রক্ষা পাননি তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট দিল্লির। টেবিলের পঞ্চম স্থানে থাকায় পরের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্গালুরুকে হারাতে পারলে টিকে থাকবে সুপার ফোরে খেলার আশা।
১২ মে, ২০২৪

নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহার বন্ধ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জালের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। রোববার (৫ মে) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটরিয়ামে সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, কোনোক্রমেই অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। তা করা না গেলে আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় সামুদ্রিক মৎস্য রক্ষার্থে কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে ও অবৈধ জাল ব্যবহার করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আইনগত ব্যবস্থার পাশাপাশি এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরে ফেললে কোনো প্রযুক্তিই কাজে আসবে না। সাগরে ৬৫ দিন মাছ ধরার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা যথাযথভাবে পালনের জন্য অংশীজনের প্রতি আহ্বান জানান তিনি। অংশীজনের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রদ, নদী ও সাগরের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়নে যা কিছু করার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সব কিছুই করা হবে। তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। তিনি বলেন, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা সমাধানে মন্ত্রণালয় আন্তরিক রয়েছে। জাহাজের মালিকানা পরিবর্তনের বিষয়ে জটিলতা রয়েছে উল্লেখ করে তিনি এ জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এর আগে সকালে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ১০ তলাবিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর ও ফিশারিজ সেন্টার অব এক্সসিলেন্স এবং বিএফডিসি অ্যাকশন শেড কাম ট্রেনিং সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। মৎস্যমন্ত্রী চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রসহ মৎস্য সংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রতি তিনি এ সময় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন নৌযান কর্তৃক সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। 
০৫ মে, ২০২৪

দুই মাস মাছ ধরা নিষিদ্ধ দেশের সমুদ্রসীমায় 
আগামী ২০ মে থেকে ২৩ জুলাই দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের ন্যায় এবারও সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ৬৫ দিন সব ধরনের মৎস্য নৌযান যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিনের সঞ্চালনায় এ সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের স্বার্থে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ সময়ে শুধু আইন প্রয়োগ নয় বরং জেলেদের জীবিকা নির্বাহের জন্য এ সময় ভিজিএফ কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। উল্লেখিত সময়ে সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে মন্ত্রী মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের আপদকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।
৩০ এপ্রিল, ২০২৪

প্রশ্ন টিআইবির / ব্যর্থতা ঢাকতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে অভূতপূর্ব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে মনে করছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের মনে রাখতে হবে, তারা জনস্বার্থের সুরক্ষার ভূমিকা পালনের কথা, ঋণখেলাপি আর ব্যাংকিং খাতের সংকটের জন্য দায়ী মহলের নয়। সংবাদকর্মীরা বলছেন, ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি, দুর্বল ব্যাংকের মার্জার, কিছু আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের আমানতের টাকা না পাওয়া এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের মধ্যে গভর্নরের নির্দেশে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান বলেন, ‘খেলাপি ঋণ, আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাবসহ নানাবিধ সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কী বার্তা দিতে চান? তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতেই এ উদ্যোগ? নাকি যারা ঋণখেলাপি ও জালিয়াতিসহ এ খাতের সংকটের জন্য দায়ী; তাদের স্বার্থ সুরক্ষার প্রয়াস এটি।’ আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারির যেসব তথ্য প্রকাশ্য হয়েছে, সেসব সংবাদকর্মীদের মাধ্যমে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘তবে কি ধরে নিতে হবে বাংলাদেশ ব্যাংক এ খাতের অনিয়মের সঙ্গে জড়িত ঋণ খেলাপি, জালিয়াতি ও অর্থ পাচারের মতো অপরাধী মহলের অব্যাহত সুরক্ষা নিশ্চিতে কাজ করছে।’ কেন্দ্রীয় ব্যাংকে সংবাদকর্মীদের অবাধ প্রবেশের সুযোগ দিতে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে টিআইবি। ডিআরইউর নিন্দা: বাংলাদেশ ব্যাংক ভবন সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সেখানে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ নিশ্চিতের দাবি জানানিয়েছে সংগঠনটি।
২৭ এপ্রিল, ২০২৪

ইউরোর আগে নিষিদ্ধ হওয়ার পথে স্পেন!
চলতি বছর জুনে জামার্নিতে বসবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ। তবে তার আগে বিপাকে পড়তে পারে স্পেনের ফুটবল। দেশটির ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) পরিচালনার জন্য বিশেষ কমিটি ঘোষণা করে স্পেনের সরকার। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ‘ফুটবল ফেডারেশন চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় দেশটির সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)। সরকারের হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ হতে পারে স্পেন ফুটবলের কার্যক্রম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মে রয়েছে, ফুটবল ফেডারেশন মূলত স্বায়িত্বশাসিত থাকে। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বৈধ নয়। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। এদিকে ফিফা ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবলের কার্যক্রম এবং দেশটির ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে স্প্যানিশ ফুটবলের। গত বছর নারী বিশ্বকাপের পর চুমু-কাণ্ডে ফেডারেশনের প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। আর দুর্নীতির অভিযোগে আটক হন তিনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেয় স্পেনের সরকারি সংস্থা সিএসডি। বিবৃতিতে বলা হয়, ‘আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এ কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা।’ স্বাভাবিকভাবে এ বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়াকে ভালোভাবে নেয়নি ফিফা ও উয়েফা। এক যৌথ বিবৃতিতে দুই সংস্থা জানিয়েছে, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’ এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরএফইএফের প্রধানের পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পেদ্রো রোচা। তবে বিশেষ কমিটি গঠনের পর বেকায়দায় আছেন তিনি। গত মাসে আদালতে এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রোচার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন বিচারক। আন্তর্জাতিক ক্রীড়া আদালত অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্টের রায় আসার আগে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সিএসডিও। যদিও আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এ ছাড়া ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা।  
২৬ এপ্রিল, ২০২৪

শান্ত-মিরাজদের প্রস্তুতি ক্যাম্পে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
চলতি বছরের জুনেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বৈশ্বিক ইভেন্টকে সামনে রেখে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। উক্ত সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। তবে এই ক্যাম্পে থাকতে পারবে না কোনো সাংবাদিক। বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়ে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত চলবে বিশেষ এই প্রস্তুতি ক্যাম্প। তিন দিনের এই অনুশীলন ক্যাম্পে ক্রিকেটার বাদে অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে গণমাধ্যমের প্রবেশ ও অনুশীলনের ছবি বা ভিডিও গ্রহণের সুযোগ থাকছে না এই ক্যাম্পে । এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দলে সাকিব ও মোস্তাফিজের না থাকাটাই চমক। এই মুহূর্তে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ ১ মে‘র পরে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে সাকিব বিদেশ থেকে ফিরে যোগ দেবেন ডিপিএলে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই দুই তারকাকে দলে পাচ্ছে না টাইগাররা। এদিকে প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, এই ১৭ সদস্যের দলের সঙ্গে সাকিব ও মোস্তাফিজের নাম যোগ হবে এবং এখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
২৪ এপ্রিল, ২০২৪

নারী ভক্তকে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানি ফুটবলার
পৃথিবীতে প্রচলিত খেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ফুটবলেরই। তাই খেলাটিকে ঘিরে ভক্তদের আবেগ-ভালোবাসাও অনান্য খেলার সমর্থকদের চেয়ে বেশি। ফুটবলারদের রীতিমতো নায়কের চোখে দেখে ভক্তরা। তাই খেলার মাঠে মাঝে মধ্যেই এই নায়কদের দর্শন পেতে ঢুকে পড়ে ভক্ত সমর্থকরা। মাঝে মধ্যেই খেলোয়াড়দের সাথে তাদের এই ক্ষণিক মিলনে ধরা পড়ে আবেগঘন কিছু দৃশ্য। তবে এবার এই কাজ করে এক ইরানি ফুটবলারকে বিপদে ফেলে দিয়েছেন তার এক নারী ভক্ত। ইরান জাতীয় দল ও ইরানের ক্লাব ইস্তেগলাল তেহরানের গোলরক্ষক হোসেইন হোসেইনি মাঠে ঢুকে পড়া এক নারী ভক্তকে বাঁচাতে গিয়ে রোষানলে পড়েছেন। ইরানের হয়ে ১১ ম্যাচ খেলা এই গোলকিপারকে ম্যাচ কর্মকর্তাদের সাথে খারাপ আচরণের জন্য ইরানি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে। ইরানের এই গোলকিপার হোসেইন হোসেইনি পারসিয়ান গালফ প্রো লিগে এস্তেঘলাল তেহরান এবং অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচে হঠাৎ করে ঢুকে পড়া এক মহিলা ভক্তকে তেড়ে আসা নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরেন। যার কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাকে জরিমানার সাথে বরখাস্তও করেছে। মাঠে স্ট্যান্ড থেকে ঢুকে হিজাব পরা সেই ভক্ত হোসেইন হোসেইনির কাছে পৌঁছাতে সক্ষম হন। হোসেইনি তাকে অল্প সময় জড়িয়ে ধরে শান্ত করেন। ইরানের সংবাদপত্র দৈনিক ‘খবর ভার্জেশি’ তাদের করা প্রতিবেদনে জানায়, ১২ এপ্রিল দুই দলের মধ্যকার ম্যাচ চলার সময় ইরানের হয়ে ১১ ম্যাচ খেলা গোলকিপার  “ম্যাচের নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি খারাপ আচরণ” করার জন্য তাকে এক ম্যাচের জন্য বরখাস্ত করেছে এবং ৪.৪০০ ইউরো জরিমানাও করেছে। তবে ইরানে কিন্তু নারীদের ফুটবল ম্যাচ দেখার ইতিহাস বেশ পুরাতন নয়। ‘নীল মেয়ে’ নামে পরিচিতি পাওয়া সাহার খোদায়ারির মৃত্যু ইরানের ফুটবল ইতিহাস রীতিমতো পাল্টে দিয়েছে। সাহারের মৃত্যুতে ২০১৯ সালে ৪০ বছর পর ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হয়।
২৩ এপ্রিল, ২০২৪

নিষিদ্ধ হওয়ার পথে টিকটক, মার্কিন কংগ্রেসে বিল পাস
জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার বড় ধরনের দ্বিদলীয় সমর্থন নিয়ে এই বিলটি পাস হয়েছে। রয়টার্সে প্রতিবেদন অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার প্রতিনিধি পরিষদে একটি বিল তোলা হয়। পরে এর ওপর ভোটাভুটি হলে ৩৬০-৫৮ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চক্ষ সিনেটে পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে সিনেটের ভোট হতে পারে। সেখানে অনুমোদন পেলে বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। তিনি সই করলেই তা আইনে পরিণত হবে। আর একবার আইনে পরিণত হয়ে গেলে টিকটক যদি যুক্তরাষ্ট্রের কাছে মালিকানা না বেচে দেয় তাহলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। এত ব্যবহারকারী থাকলেও বহু দিন ধরেই অ্যাপটি নিয়ে আপত্তি করে আসছে ওয়াশিংটন। টিকটকের কারণে মার্কিন জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন অভিযোগ তুলে অ্যাপটি নিষিদ্ধের দাবি করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। এই দাবির পেছনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা যেমন রয়েছেন তেমনি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারাও সমর্থন দিচ্ছেন। ফলে এবারের বিল পাসের মাধ্যমে টিকটক নিষিদ্ধের আন্দোলনে তারা আরও এক ধাপ এগিয়ে গেলেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স বলছে, আমেরিকার এমন সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এটি দুর্ভাগ্যজনক। প্রতিনিধি পরিষদের এই নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিকের মতপ্রকাশের অধিকারকে ক্ষুণ্ন করবে।
২২ এপ্রিল, ২০২৪
X