পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে দুজন। বুধবার (৮ মে) সকালে উপজেলার ব্রক্ষকপালিয়ার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাবনা থেকে পিকআপভ্যানটি সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপটি ব্রক্ষকপালিয়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

বালুবাহী ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত
বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকচাপায় আহসান হাবিব নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব আড়কাটিয়া গ্রামের মঞ্জু সরকারের ছেলে। সে ধুনট আল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। স্থানীয়রা জানান, ইছামতী নদীর নাব্য ফেরাতে খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। নদীর বালু মাটি পাড়ে ফেলছে। নদীর এসব মাটি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আড়কাটিয়া গ্রামের বেলাল হোসেন ও সুলতানহাটা গ্রামের বাসিন্দা রায়হান আলী অবৈধভাবে বিক্রি করে আসছেন। ভেকু মেশিন দিয়ে নদীর পাড় কেটে থেকে বালু মাটি তুলে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে নদীর পাড় থেকে বালু নিয়ে দুই ট্রাক দুদিক থেকে আসায় মাঝখানে চাপা পরে শিশু আহসান হাবিব নিহত হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক ও ভেকু মেশিন ভাঙচুর করেছে। ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাকের আগুন নেভাই। কিন্তু ট্রাক মালিক ও চালকের নাম-ঠিকানা জানতে পারিনি। ধুনট থানার ওসি সৈকত হাসান কালবেলাকে বলেন, ট্রাকচাপায় শিশু নিহতের বিষয়ে মামলা হয়েছে। আগুনে পোড়া ট্রাকগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।  
১৮ ঘণ্টা আগে

স্বর্ণপদকপ্রাপ্ত কিশোর বিজ্ঞানী তারিফ সড়ক দুর্ঘটনায় নিহত
রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া পাবনার ঈশ্বরদী উপজেলার কিশোর বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) ঈশ্বরদী-পাবনা সড়কের কালিকাপুর এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন। নিহত তাহের মাহমুদ তারিফ ঈশ্বরদী পৌর শহরের নারিচা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। সে ঈশ্বরদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তারিফ ২০২১ সালে ৮ জুন ঈশ্বরদীর ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের অক্সিজেন জেনারেটরটির উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ক্ষুদে এ বিজ্ঞানী ২০২২ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘শেখ রাসেল’ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, বিজ্ঞানের সামগ্রী কেনার জন্য তারিফ পাবনা যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত হন তিনি। বিজ্ঞানে প্রতিভাধর কিশোর বিজ্ঞানীর মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি বলেন, করোনার সময় অল্প খরচে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরি করে দেশব্যাপী তাক লাগিয়েছিল তাহের মাহমুদ তারিফ। তখন সে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। করোনার আগে তার বাবা শ্বাসকষ্টে মারা যান। বাবার মৃত্যুর ঘটনায় তাহের মাহমুদ অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা শুরু করে। ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা একজন ক্ষুদে বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী হারালাম। সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন বলেন, কিশোর বিজ্ঞানী তারিফ এ স্কুলে থাকা অবস্থায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে দেশে তাক লাগিয়েছিল। অল্পবয়সে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। পাকশী হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে পাবনায় যাচ্ছিলেন তারিফ। পথে দাশুড়িয়ার কালিকাপুরে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে তাহের মাহমুদ তারিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১৯ ঘণ্টা আগে

আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে শেরপুরের নকলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইগাতীর রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম (৪৫)। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশায় ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। পরে নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যায়। আর আহত হয় আরও চারজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যায়। আহত বাকি তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকলা থানার ওসি মো. আবদুল কাদের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকটির চালক পালিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
২৩ ঘণ্টা আগে

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী সদস্য নিহত
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) জেলার কেওক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।  পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযানে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ১টি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়। রুমা থানার ওসি শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে একজন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটায় কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে পাহাড়ে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান। এপর্যন্ত যৌথ অভিযানে ৫ জন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কেএনএফ’র ৮২ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
০৭ মে, ২০২৪

ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে কিশোর নিহত
নাটোরের সিংড়ায় ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মো. আরমান নামের এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) সকাল ৯টায় উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরমান আলী পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে। আরমান সিংড়া দমদমা পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আরমান তার মামার ট্রাক নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান আনতে যায়। ধানবোঝাই করে ফিরে আসার সময় রাস্তায় ওঠার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক থেকে ছিটকে নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় আরমান। এ সময় তিনজন ধানকাটা শ্রমিকও আহত হয়েছেন। আরমান নিজেই ট্রাকটি চালাচ্ছিল। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আরমানের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। উল্টে যাওয়া ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
০৭ মে, ২০২৪

কাভার্ডভ্যান-ট্রা‌কের সংঘ‌র্ষে নিহত ১
টাঙ্গাইলের কা‌লিহাতীতে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় দুজন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (৭ মে) ভোরে উপ‌জেলার সরা‌তৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।  তাৎক্ষণিক নিহত ও আহতদেরে প‌রিচয় পাওয়া যায়‌নি।  এ দি‌কে দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। এতে মহাসড়‌কের প্রায় চার কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। ফ‌লে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা বাস ও ট্রাকগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়ক ব‌্যবহার না ক‌রে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে। পরে গা‌ড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক হয়।  বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার উপ‌প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী ট্রা‌কের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের সংঘর্ষ হয়। এতে ট্রা‌কচালক নিহত হন। এ ছাড়া কাভার্ডভ‌্যা‌নের চালকসহ আরও দুজন গুরুত্বর আহত হয়েছেন।  তিনি বলেন, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ট্রাকচাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ নিহত স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 
০৭ মে, ২০২৪

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। নিহতদের একজন পিকআপ চালক বাবুল চিশতি (৪৪)। আরেকজনের নাম কবির হোসেন বেপারী (৪৮)। গত রোববার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৩টার দিকে বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান কবির হোসেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। পথচারী তরিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার মধ্যরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে ইউটার্ন নেওয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রাবাড়ী থানার এসআই আবু সায়েম জানান, পিকআপভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় তুহিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে নিহত কবির হোসেন বেপারীর স্ত্রী নাসরিন বেগম ঢামেক হাসপাতালে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। পিকআপ চালক বাবুল চিশতি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের বাসিন্দা। কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিংঢালা গ্রামের বাসিন্দা। দুজনেই মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
০৭ মে, ২০২৪

পুকুর খননের সময় ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরের গুরুদাসপুরে পুকুর খনন করে মাটি নেওয়ার সময় ট্রাকচাপায় বাদল প্রামাণিক নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল প্রামাণিক সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার বাসিন্দা। তিনি মাটিবাহী ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন।  স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহন করে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। সন্ধ্যায় সেখানে ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিকও। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাকে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাদল। তারা আরও জানান, বাদলের মৃত্যুর ঘটনাটি ঘটার পর দ্রুত খননযন্ত্রটি সরিয়ে একটি বাড়িতে রেখে পালিয়ে যান খননের কাজে নিয়োজিত লোকজন। পরে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাদলের লাশ উদ্ধার করে নিয়ে যায়। গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন কালবেলাকে বিষযটি নিশ্চিত করে বলেন, বাদলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
০৬ মে, ২০২৪

কালবৈশাখী ঝড়ে দেয়ালচাপায় দুই নিরাপত্তাকর্মী নিহত
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়ালচাপায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার (৬ মে) বিকালে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার কুরুগ্রামের আনিছুর রহমান ও গাইবান্ধার পলাশবাড়ী থানার শাহারুল আলম। তারা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের নিরাপত্তাকর্মী। এর আগে রোববার (৫ মে) দিবাগত রাতে আহত চারজনকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসআই বলেন, আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান। আহতরা চিকিৎসাধীন আছেন।। বিষয়টি সাভার থানার পুলিশ দেখছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ভেতরের একটি কক্ষে সাতজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। প্রবল কালবৈশাখী ঝড়ে প্রথমে ওই কক্ষের চালা উড়ে ও দেয়ালধসে নিরাপত্তাকর্মীদের ওপরে পড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।  তিনি বলেন, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, রাতে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।
০৬ মে, ২০২৪
X